IPL Purple Cap: বোলারদের সম্মান জানাতে এই পার্পল ক্যাপ, কোন মাপকাঠিতে দেওয়া হয় এই সম্মান
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
IPL 2024 Purple Cap: ২০০৮ মরশুমে আইপিএলে প্রথমবার পার্পল ক্যাপ পেয়েছিলেন সোহেল তনভির৷
কলকাতা : বোলাররা চিরদিনই ক্রিকেটের অলিখিত নিয়মে একটু যেন কম ভালবাসা পান৷ ভাল বোলিং জনপ্রিয়, কিন্তু ভাল ব্যাটসম্যানরা আরও বেশি জনপ্রিয় হন৷ এটা শুধু ভারত নয় সারা বিশ্ব জুড়েই এই ট্রেন্ড৷ কিন্তু আইপিএলে বোলারদের কুর্নিশ করার জন্য বিশেষ সম্মান দেওয়া হয়৷ পার্পল ক্যাপ দেওয়া হয় সর্বোচ্চ উইকেট পাওয়া বোলারদের৷ আইপিএলের সর্বোচ্চ উইকেট পান যে প্রতি ম্যাচে পার্পল ক্যাপ বা বেগুনি টুপি ঘুরতে থাকে৷
আইপিএল পার্পল ক্যাপ
২০০৮ মরশুমে আইপিএলে প্রথমবার পার্পল ক্যাপ পেয়েছিলেন সোহেল তনভির৷ তিনি ১১ ম্যাচে ২২ উইকেট পেয়েছিলেন৷ এক মরশুমে আইপিএলে সবচেয়ে বেশি উইকেটের কৃতিত্ব রয়েছে ডয়েন ব্র্যাভো এবং হর্ষল প্যাটেলের৷
advertisement
ব্র্যাভো আইপিএলের এক মরশুমে ৩২ উইকেট পেয়েছিলেন ২০১৫ মরশুমে৷ অন্যদিকে হর্ষল প্যাটেলের শিকারও হয়েছিল ৩২৷ এই কৃতিত্ব তিনি অর্জন করেছিলেন ২০২১এ৷
advertisement
ভুবনেশ্বর কুমার একমাত্র বোলার যিনি আইপিএলে পরপর দুটি মরশুমে সর্বোচ্চ উইকেট নিয়ে পার্পল ক্যাপ পেয়েছিলেন৷ তিনি এই বেগুনি টুপির মালিক হয়েছিলেন ২০১৬, ২০১৭তে৷
advertisement
IPL Purple Cap 2024-র নিয়ম
পার্পল ক্যাপ দেওয়া হয় আইপিএলের সেই নির্দিষ্ট মরশুমে সর্বোচ্চ উইকেট শিকারীদের৷ প্রতিদিন নতুন নতুন বোলারের মাথায় এই ক্যাপ শোভা পায় যখন যখন সেই বোলার সেই মুহূর্তে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী হয়ে যান৷
যদি দুই বোলারের মধ্যে উইকেটের হিসেবে পারফরম্যান্স টাই হয় তাহলে পার্পল ক্যাপ তুলে দেওয়া হয় যাঁর ইকনমি রেট ভাল৷ প্রথম মরশুমে পাকিস্তানি বোলার সোহেল তনভির সর্বোচ্চ উইকেটের মালিক হয়েছিলেন৷
advertisement
প্রথম ভারতীয় বোলার যিনি আইপিএলে যিনি পার্পল ক্যাপ পেয়েছিলেন তিনি আরপি সিং৷ তিনি ২০০৯ সালে এই নজির গড়েছিলেন তিনি ২৩ উইকেট পেয়েছিলেন৷
ডয়েন ব্র্যাভো এবং ভুবনেশ্বর কুমার দুই বোলার এখনও পর্যন্ত দুবার করে বেগুনি ক্যাপ পেয়েছেন৷ ব্র্যাভো পেয়েছেন ২০১৩ ও ২০১৫ তে৷ কুমার পার্পল ক্যাপ পেয়েছিলেন ২০১৬ ও ২০১৭ তে৷
advertisement
এছাড়াও পার্পল ক্যাপ পেয়েছেন প্রজ্ঞান ওঝা, লসিত মলিঙ্গা, মর্নি মর্কেল, মোহিত শর্মা, আন্ড্রু টাই, ইমরান তাহির, কাগিসিও রাবাদা, হর্ষল প্যাটেল এবং যুজবেন্দ্র চাহাল৷
৩২ উইকেট পান ব্র্যাভো৷ এটা হয়েছিল ২০১৩ সালে৷ আর হর্ষল প্যাটেলও ৩২ উইকেট পান৷
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 05, 2024 10:13 PM IST