IPL auction Rashid Khan : বেতন নিয়ে অখুশি রশিদ খান, ছাড়তে পারেন সানরাইজার্স হায়দরাবাদ

Last Updated:

Rashid Khan may leave SRH in IPL. প্রথম এবং দ্বিতীয় রিটেনশনের ক্ষেত্রে বেতনের ফারাক হবে প্রায় ৪ কোটি টাকা। এই কারণেই রশিদ খান দলের একনম্বর রিটেনশন হতে চান, যাতে কেন উইলিয়ামসনের চেয়ে তার বেতন বেশি হয়।

রশিদ খানকে দেখা যেতে পারে নতুন দলে
রশিদ খানকে দেখা যেতে পারে নতুন দলে
কিন্তু রিটেনশন নিয়মের কারণে তৈরি হয়েছে ঝামেলার। ৪ জন ক্রিকেটার ধরে রাখার সুযোগ থাকলেও সানরাইজার্স ২ জন ধরে রাখবে। এই দুই ক্রিকেটার হলেন- রশিদ খান ( Rashid Khan may leave Sunrisers Hyderabad) এবং কেন উইলিয়ামসন। ক্রিকবাজ-এর প্রতিবেদন অনুযায়ী, এই দুজনের থেকে কোন ক্রিকেটারকে তারা প্রথম রিটেনশন বানানো হবে- সেটা নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।
advertisement
advertisement
সানরাইজার্স হায়দরাবাদ এক নম্বর রিটেনশন হিসাবে ধরে রাখতে চাইছে কেন উইলিয়ামসনকে ( Kane Williamson)। দ্বিতীয় বাছাই রশিদ খান। নিয়ম অনুযায়ী, প্রথম রিটেনশনের ক্ষেত্রে বেতন বেশি দিতে হবে ফ্র্যাঞ্চাইজিকে। দ্বিতীয় রিটেনশন আবার প্রথমের থেকে বেতন অনেকটাই কমে পাবে। প্রথম এবং দ্বিতীয় রিটেনশনের ক্ষেত্রে বেতনের ফারাক হবে প্রায় ৪ কোটি টাকা। এই কারণেই রশিদ খান দলের একনম্বর রিটেনশন হতে চান, যাতে কেন উইলিয়ামসনের চেয়ে তার বেতন বেশি হয়।
advertisement
এমনিতে রশিদ খান সানরাইজার্স হায়দরাবাদের এক নম্বর বোলিং অস্ত্র। অন্যদিকে দলের অধিনায়ক কেন উইলিয়ামসনকে বিশ্বের যে কোনো ফ্র্যাঞ্চাইজিই পেতে চাইবে। এমন অবস্থায় কোন তারকাকে প্রথম রিটেনশন করা হবে, সেটা ঠিক করতে ঝামেলায় পড়েছে সানরাইজার্স। ৩০ নভেম্বরের মধ্যেই রিটেনশনের তালিকা জমা দিতে হবে। রশিদের দাবি পূরণ না হলে তিনি হয়তো বেশি টাকার জন্য নিজেকে নিলামে তুলবেন।
advertisement
তবে দলের প্রধান বোলারকে হারাতে চাইবে না সানরাইজার্স। অন্যদিকে নতুন দুটি ফ্র্যাঞ্চাইজি লখনউ এবং আহমেদাবাদ বেশি টাকা দিয়ে টার্গেট করতে পারে রশিদ খানকে। আফগান স্পিনারকে নিয়ে টানাটানি হবে নিলামে, সেটা স্পষ্ট। বল করার পাশাপাশি ব্যাট হাতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। ভারতের সব পিচে সফল।
বিরাট কোহলি থেকে শুরু করে মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মাদের মত বড় ব্যাটসম্যানদের বোকা বানিয়েছেন কয়েকবার। তাছাড়া টি টোয়েন্টি ফরম্যাটে রশিদ খান একটা বড় ফ্যাক্টর। বেশি উইকেট না পেলেও তার চার ওভার টার্গেট করতে ভয় পান ব্যাটসম্যানরা। তাই তিনি যে দলে থাকবেন, সেই দল কিছুটা সুবিধা পাবে আশ্চর্যের কিছু নেই।
বাংলা খবর/ খবর/খেলা/
IPL auction Rashid Khan : বেতন নিয়ে অখুশি রশিদ খান, ছাড়তে পারেন সানরাইজার্স হায়দরাবাদ
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement