IPL -র দৌলতে অনেক সুবিধা হয়েছে, শতরান করার পর যা জানালেন তারকা ক্রিকেটার

Last Updated:
#লন্ডন: আইপিএলে কী রকম ক্রিকেট হয় যা নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন বিতর্ক হয় ৷ এটা একরকমের বিনোদন এখানে ক্রিকেটের চিরাচরিত মানের উন্নয়ন হয় এটা খুব একটা মানতে চান না নিন্দুকরা ৷ কিন্তু বিভিন্ন সময়েই বিভিন্ন দেশের জাতীয় ক্রিকেটাররা বলেন এই টুর্নামেন্ট খেলে তাঁরা লাভবান হয়েছেন ৷  সেই তত্বেই ফের একবার সিলমোহর দিলেন এক আন্তর্জাতিক তারকা ক্রিকেটার ৷
advertisement
ইংল্যান্ডের তারকা উইকেটরক্ষক জনি বারিস্তো দারুণ ফর্মে ৷ আইপিএলের রেশ ধরেই জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নেমে পড়েছেন ৷ আর শুধু নেমই ক্ষান্ত হননি ব্রিস্টলে পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত শতরান করেছেন ৷ আর তার শতরানের জন্যেই ম্যাচ জিতেছে ইংল্যান্ড ৷ আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের জার্সি গায়ে তাঁর দারুণ পারফরম্যান্স ছিল ৷ পাশাপাশি ডেভিড ওয়ার্নারের সঙ্গে খেলাতেই আরও সুবিধা হয়েছে এমনটাই জানিয়েছেন বারিস্তো ৷
advertisement
advertisement
bairstow-11
পাকিস্তানের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে মাত্র ৯৩ বলে ১২৮ রান করেন ৷ নিজের এই সাফল্যের কারণ হিসেবে বারিস্তো বলেছেন , ‘‘ আপনি নানারকমের ক্রিকেটারদের সঙ্গে থেকে নানারকম জিনিস শিখতে পারেন ৷ ’’
advertisement
এবারে সানরাইজার্স হায়দরাবাদের জার্সি গায়ে মরশুমটা বেশ ভালোই গেছে বারিস্তোর ৷ তিনি ১০ ম্যাচে ৪৪৫ রান করেছেন ৷ গড় ছিল ৫৫.৬২ ৷
ওয়ার্নারের থেকে অনুপ্রেরণা খেলেলও দু‘জনের খেলার ধরণ একেবারে আলাদা পরিষ্কার করে দিয়েছেন বারিস্তো ৷ তিনি বলেছেন , ‘‘ ও একদম অন্যদিকে স্ট্রোক খেলে ৷ এটা আর অন্য কিছুর থেকেও এটা পদ্ধতিগতভাব একদম আলাদা ৷ কিন্তু ওঁদের থেকে শিখে চাপের মুখেও ভালো খেলা শেখা হয়েছে ৷ ’’
advertisement
আরও দেখুন
বাংলা খবর/ খবর/খেলা/
IPL -র দৌলতে অনেক সুবিধা হয়েছে, শতরান করার পর যা জানালেন তারকা ক্রিকেটার
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement