‘‘Let's Kill It’’ কেকেআরের ভাবী অধিনায়কের গলায় গভীর আগ্রাসন, দারুণ খুশি ফ্যানরা

Last Updated:

ভারতীয় উঠতি তারকাকে তুলে নিয়ে শুরুতেই শের কেকেআর (KKR)৷ এদিকে শ্রেয়স আইয়ারও দুবারের আইপিএল চ্যাম্পিয়ন কেকেআর (KKR) দলের সঙ্গে যুক্ত হতে পেরে দারুণ খুশি৷

IPL Auction 2022: Shreyash Iyer unleash killer instinct after picked up by KKR- Photo Courtesy- Twitter/ Video Grab
IPL Auction 2022: Shreyash Iyer unleash killer instinct after picked up by KKR- Photo Courtesy- Twitter/ Video Grab
#বেঙ্গালুরু: অনেকেই তাঁকে তাক করেছিল বা বলা ভাল টার্গেট করেছিল তরুণ তুর্কি ও সম্ভবনাময় অধিনায়ক শ্রেয়স আইয়ারকে (Shreyash Iyer) ৷ আর সকলের পছন্দের এই ভারতীয় উঠতি তারকাকে তুলে নিয়ে শুরুতেই শের কেকেআর (KKR)৷ এদিকে শ্রেয়স আইয়ারও দুবারের আইপিএল চ্যাম্পিয়ন  কেকেআর (KKR) দলের সঙ্গে যুক্ত হতে পেরে দারুণ খুশি৷
তাঁর উচ্ছ্বসিত হয়ে কেকেআরে যোগ দিতে চাওয়ার অধীর আগ্রহের ভিডিও অফিসিয়াল হ্যান্ডেলে পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই ভাইরাল৷ কেকেআরের অধিনায়ক স্লটের প্রথম পছন্দ শ্রেয়স আইয়ারের (Shreyash Iyer) ভিডিও দেখুন৷
advertisement
advertisement
আইপিএলের মেগা অকশনের (IPL Auction 2022) শুরুতেই ধামাকা পারফরম্যান্স কেকেআরের (KKR)৷ ১০ জনের মার্কি প্লেয়ারের পুল থেকে তাঁরা তুলে নিলেন দুই জন ক্রিকেটারকে৷ প্রথমে তাঁর নিলাম টেবল থেকে তুলে নেয় কেকেআরের পুরনো নাইট প্যাট কামিন্সকে৷ আর দ্বিতীয়বারে তাঁরা তুলে নেয় সকলের নজরে থাকা শ্রেয়স আইয়ারকে৷
advertisement
তিনি যেমন সকলকে ধন্যবাদ জানিয়েছেন তেমনিই সকলের নজর কেড়ে নিয়েছেন প্রথমেই বলেছেন ‘লেটস কিল ইট’- অর্থাৎ চলুন খতম করি, অর্থাৎ আগ্রাসী অধিনায়ক বলেছেন চলুন মরশুম জিতে খতম করি৷ অর্থাৎ তাঁর কিলার ইন্সটিঙ্ক খুব ভালো বোঝা যাচ্ছে৷ দেখে নিন সেই ভিডিও বার্তাও৷
advertisement
প্যাট কামিন্সকে (Pat Cummins) দিয়ে নিলামে প্রথম দান খোলে কেকেআর (KKR)৷ গুজরাত টাইটান্স তাঁকে নিয়ে লড়াইতে নামে৷ ৭.২৫ কোটি টাকায় কেকেআর কিনে নেয় প্যাট কামিন্সকে৷ গতবারের ১৫.৫ কোটির প্রায় অর্ধেক দামেই তাঁকে তুলে নিল কেকেআর৷ কেকেআরের অধিনায়ক হিসেবে বিকল্পও হতে পারেন অজি স্পিডস্টার৷
advertisement
এদিকে পুরনো নাইট শিবিরে ফের ফিরে দারুণ খুশি প্যাট কামিন্স৷ নিলামে বিক্রি হয়ে যাওয়ার পরেই তিনি নিজের উচ্ছ্বাস না চেপে রেখে ভিডিও বার্তা পাঠিয়ে দেন৷ কেকেআর নিজেদের অফিসিয়াল সোশ্যাল হ্যান্ডেলে সেই ভিডিও পোস্ট করেছে৷ যেখানে নিজের উচ্ছ্বাস ফুটিয়ে তুলেছেন অজি স্পিডস্টার৷ তিনি জানিয়েছেন কেকেআরে আসার জন্য তিনি ছটফট করছেন৷ দেখে  নিন ঠিক কী বলেছেন কেকেআরের নাইট প্যাট কামিন্স ৷
advertisement
দেখে নিন ভিডিও৷
কলকাতার সঙ্গে ফিরে খুশি এই কথা জানানোর পাশাপাশি ভেঙ্কি , শাহরুখ, জয় অর্থাৎ টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাতে ভোলেননি ৷
advertisement
এদিকে গত মরশুমে আইপিএলের দ্বিতীয় পর্বে প্যাট কামিন্স খেলতে না পারায় নিউজিল্যান্ডের টিম সাউদিকে খেলিয়েছিল কেকেআর৷ কিন্তু এবার আবারও অজি পেস অস্ত্রের ওপরই ভরসা রাখল নাইট টিম ম্যানেজমেন্ট৷
বাংলা খবর/ খবর/খেলা/
‘‘Let's Kill It’’ কেকেআরের ভাবী অধিনায়কের গলায় গভীর আগ্রাসন, দারুণ খুশি ফ্যানরা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement