IPL Auction 2022, Shahrukh Khan: শাহরুখ প্রাপ্তি ঘটল না নাইটদের ! পঞ্জাবে ৯ কোটিতে তামিলনাড়ুর তারকা
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
IPL Auction 2022 Shahrukh Khan gets 9 crores Punjab Kings. ৯ কোটি টাকায় পঞ্জাব কিংস দলে নতুন রেকর্ড শাহরুখ খানের
#বেঙ্গালুরু: আইপিএল নিলামে আগেরবার পেয়েছিলেন সাড়ে পাঁচ কোটির কিছু বেশি। এবার পেলেন ৯ কোটি। শাহরুখ খানকে দলে নেওয়ার ব্যাপারে নিলামে লড়াই চলল কলকাতা নাইট রাইডার্স এবং পঞ্জাব কিংস দলের মধ্যে। শেষ পর্যন্ত শাহরুখ প্রাপ্তি ঘটল না নাইটদের। চড়া দামে তাকে তুলে নিয়ে বাজিমাত করল প্রীতি জিন্টার পঞ্জাব। ধূমকেতুর মতো তার উত্থান হয়েছে শেষ একটা বছরে।
সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের জাতীয় দলে স্ট্যান্ড বাই হিসেবে রাখা হয়েছিল শাহরুখ খানকে। ভারতীয় বোর্ডের কর্তারা হিসেবে দেখেছেন এই বছরের শেষে অস্ট্রেলিয়ার মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে শাহরুখ খানকে কিছুটা দেখে নিতে চান তারা। ভারতের ঘরোয়া ক্রিকেটে সাদা বলে তামিলনাড়ুর সাফল্যের নেপথ্যে ছিল শাহরুখ খান ও সাই কিশোরের ধারাবাহিক পারফরম্যান্স।
advertisement
advertisement
বিগত তিন মরশুম ধরে তাঁরা প্রশংসনীয় পারফরম্যান্স করে চলেছেন। আইপিএলেও পঞ্জাব কিংস দলে ফিনিশারের ভূমিকায় দেখা গিয়েছে শাহরুখ খানকে। তাঁকে পঞ্জাব ধরে রাখতে চেয়েছিল বলেও খবর। কিন্তু শাহরুখ নিজেই আইপিএল নিলামে নিজেকে রাখতে চেয়েছেন, বেশি দর পাওয়ার প্রত্যাশায়। এখনও ভারতীয় দলের হয়ে খেলেননি, ফলে আনক্যাপড ক্রিকেটার হিসেবে তাঁদের দুজনকে নিয়ে ভালোই টানাটানি হতে পারে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির মধ্যে সেটা প্রত্যাশিত ছিল।
advertisement
Today. Tomorrow. Forever...@shahrukh_35 will always be special ❤️#IPLAuction #SaddaPunjab #PunjabKings #TATAIPLAuction pic.twitter.com/9wHTnXTnMa
— Punjab Kings (@PunjabKingsIPL) February 12, 2022
সৈয়দ মুস্তাক আলি টি ২০-তে কর্নাটকের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পিছনে তাঁর অবদান ছিল। শাহরুখ শেষ বলে ছক্কা হাঁকিয়ে ১৫ বলে ৩৩ রানের অপরাজিত ইনিংস খেলে খেতাব জয় নিশ্চিত করেন। শাহরুখ খান জানিয়েছেন পঞ্জাব কিংস দলের হয়ে খেলতে পেরে তিনি খুব খুশি। নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবেন।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 12, 2022 8:55 PM IST