আইপিএলের মাঝেই আদালতে আরসিবি! কাদের বিরুদ্ধে অভিযোগ বেঙ্গালুরুর? জেনে নিন বিস্তারিত

Last Updated:

Why RCB files case against app cab company Uber: আইপিএল ২০২৫-এ ভাল ফর্মে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ট্রফির খরা কাটার স্বপ্ন দেখতে শুরু করেছে আরসিবি ফ্যানেরা। তবে ব্যাটেজ-বলের লড়াইয়ের মাজেই এবার আইনি লড়াইয়ে বিরাট কোহলি-রজত পাতিদারদের দল।

News18
News18
আইপিএল ২০২৫-এ ভাল ফর্মে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ট্রফির খরা কাটার স্বপ্ন দেখতে শুরু করেছে আরসিবি ফ্যানেরা। তবে ব্যাটেজ-বলের লড়াইয়ের মাজেই এবার আইনি লড়াইয়ে বিরাট কোহলি-রজত পাতিদারদের দল। মানহানি করার অভিযোগে অ্যাপ ক্যাব সংস্থা উবেরের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে মামলা দায়ের করেছে আরসিবি কর্তৃপক্ষ।
উবের নিজেদের বাইক পরিষেবার প্রচার করছে হায়দরাবাদে। নিজেদের বিজ্ঞাপনের জন্য় আইপিএল ও আরসিবিকে বেছে নিয়েই বিতর্কে জড়িয়েছে এই সংস্থা। একটি বিজ্ঞাপন বানিয়েছে উবের। সেখানে দেখা গিয়েছে, আরসিবি বনাম হায়দরাবাদ ম্যাচের আগে চিন্নাস্বামী স্টেডিয়ামে ঢুকে পড়েছেন ট্রেভিস হেড। স্টেডিয়ামে বেঙ্গালুরুর জায়গায় লেখা ‘রয়্যালি চ্যালেঞ্জড’।
এখানেই শেষ নয়। স্টেডিয়ামে ট্রেভিস হেডকে দেখে ফেলেন আরসিবির এক নিরাপত্তারক্ষী। হায়দরাবাদ তারকাকে ধরার চেষ্টা করেন। আর ট্রেভিস হেড দ্রুত গতিতে উবের বাইকে করে জায়গা ছেড়ে পালিয়ে যান। আর নিরাপত্তারক্ষী চেষ্টা করেও ট্রেভিস হেডকে ধরতে পারেননি। উবের বাইক কতটা দ্রুত এটা বোঝাতেই এই বিজ্ঞাপন বানানো হয়েছে।
advertisement
advertisement
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কর্তৃপক্ষ বিষয়টি ভালভাবে মোটেও নেয়নি। মানহানির অভিযোগ করেছে আরাসিবি। দিল্লি হাইকোর্টের বিচারপতি আরসিবির অভিযোগের সারবত্তা রয়েছে বলে মেনে নিয়েছে। বিজ্ঞাপন এখনও বন্ধ না হলেও, বিজ্ঞাপনের কিছু অং পরিবর্তন করা উচিত বলে মনে করেন বিচারপিতি। যজিও মামলার কোনও রায় এখনও দেয়নি আদালত।
বাংলা খবর/ খবর/খেলা/
আইপিএলের মাঝেই আদালতে আরসিবি! কাদের বিরুদ্ধে অভিযোগ বেঙ্গালুরুর? জেনে নিন বিস্তারিত
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement