প্রধানমন্ত্রী মোদির সঙ্গে দেখা করলেন বৈভব সূর্যবংশী, যা করলেন ১৪ বছরের তারকা, ভাইরাল নেট দুনিয়ায়

Last Updated:

Vaibhav Suryavanshi touches PM Narenra Modi: ভারতের সংস্কৃতিতে প্রবীণদের পা ছুঁয়ে আশীর্বাদ নেওয়ার রীতি আজও অত্যন্ত সম্মানের সঙ্গে পালন করা হয়। এই মূল্যবোধের ও সুশিক্ষার প্রমাণ দিলেন ১৪ বছর বয়সী ক্রিকেটার বৈভব সূর্যবংশী।

News18
News18
ভারতের সংস্কৃতিতে প্রবীণদের পা ছুঁয়ে আশীর্বাদ নেওয়ার রীতি আজও অত্যন্ত সম্মানের সঙ্গে পালন করা হয়। এই মূল্যবোধের ও সুশিক্ষার প্রমাণ দিলেন ১৪ বছর বয়সী ক্রিকেটার বৈভব সূর্যবংশী। আইপিএল চলাকালীন এমএস ধোনির পা ছুঁয়ে সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন এই কিশোর প্রতিভা। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও দেখা করার সময় তাঁর পা ছুঁয়ে আশীর্বাদ নিলেন বৈভব। সেই হৃদয়ছোঁয়া মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
৩০ মে, পাটনা বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করতে বিহার সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেই তিনি বৈভব সূর্যবংশী ও তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। ভিডিওতে দেখা যায়, বৈভব বিনম্রভাবে মোদির পা ছুঁয়ে প্রণাম করছেন। তার বাবা-মা হাতজোড় করে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। এই দৃশ্য দেশবাসীর মন ছুঁয়ে গেছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স-এ পোস্ট করে লিখেছেন, “পাটনা বিমানবন্দরে তরুণ ক্রিকেট সেনসেশন বৈভব সূর্যবংশী ও তার পরিবারের সঙ্গে দেখা হলো। তার ক্রিকেট দক্ষতা সারা দেশে প্রশংসিত হচ্ছে! তার ভবিষ্যতের জন্য রইল শুভকামনা।”
advertisement
advertisement
advertisement
আইপিএল ২০২৫-এ রাজস্থান রয়্যালসের হয়ে খেলতে গিয়ে বৈভব সাত ইনিংসে ২৫২ রান করেন। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে মাত্র ৩৫ বলে সেঞ্চুরি এবং চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে অর্ধশতরান হাঁকান তিনি। এই প্রতিভাবান কিশোর এখন ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলে নির্বাচিত হয়েছেন এবং আগামী ইংল্যান্ড সফরে কঠিন কন্ডিশনে দেশের প্রতিনিধিত্ব করতে প্রস্তুত। বৈভবের দক্ষতা ও মূল্যবোধ আগামী দিনে তাকে অনন্য উচ্চতায় পৌঁছে দেবে বলেই বিশ্বাস দেশবাসীর।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
প্রধানমন্ত্রী মোদির সঙ্গে দেখা করলেন বৈভব সূর্যবংশী, যা করলেন ১৪ বছরের তারকা, ভাইরাল নেট দুনিয়ায়
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement