কোভিডের নতুন ভ্যারিয়েন্টে নেই কোনও আতঙ্ক! ৩ দিনেই সুস্থ হয়ে মাঠে ফিরলেন ট্রেভিস হেড

Last Updated:

Travis Head: বিগত কয়েক দিনে ফের মাথাচাড়া দিয়েছে কোভিড আতঙ্ক। এমনকী আইপিএলে হানা দিয়েছে কোভিড। আক্রান্ত হয়েছিলেন সানরাইজার্স হায়দরাবাদের তারকা ব্যাটার ট্রেভিস হেড।

News18
News18
বিগত কয়েক দিনে ফের মাথাচাড়া দিয়েছে কোভিড আতঙ্ক। আর আতঙ্কের নতুন নাম বা কোভিডের নতুন ভ্যারিয়েন্ট হল JN1 Covid 19। দক্ষিণ এশিয়া দাপাচ্ছে কোভিডের নতুন ভ্যারিয়ান্ট। ভারতেও একাধিক রাজ্যে কোভিডের আক্রান্তের সংখ্যা বাড়ার খবর সামনে আসার পর অনেকের মনেই প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কি ফের ফিরতে চলেছে সেই ২০২০ থেকে ২০২২-এর সেই ভয়ঙ্কর দিন।
কোভিড নতুন করে মাথাচাড়া দেওয়ার পর খেলার মাঠে তা ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। এমনকী আইপিএলে হানা দিয়েছে কোভিড। আক্রান্ত হয়েছিলেন সানরাইজার্স হায়দরাবাদের তারকা ব্যাটার ট্রেভিস হেড। কোভিড আক্রান্ত হওয়ায় ১৯ মে এলএসজির বিরুদ্ধে ম্য়াচও মিস করেছিলেন তিনি। কিন্তু তাঁর শারীরিক পরিস্থিতি স্বাভাবিক ছিল বলে জানিয়ে দিয়েছিলেন এসআরএইচ কোচ।
মাত্র ৩ দিনের মধ্যেই কোভিড মুক্ত হয়ে মাঠে ফিরলেন ট্রেভিস হেড। যার আভাস আগে থেকেই পাওয়া গিয়েছিল। আরসিবির বিরুদ্ধে ২৩ মে শুক্রবারের ম্যাচে দলের হয়ে নিজস্ব মেজাজেই ইনিংসের শুরু করেন অজি তারকা ব্যাটার। অসুস্থতা বা দুর্বলতার কোনও লেশ টুকুও দেখা যায়নি তারমধ্যে অনুশীলন বা ব্যাটিংয়ের সময়।
advertisement
advertisement
কোভিডের নতুন ভ্যারিয়েন্ট নিয়ে খুব একটা আতঙ্কের কারণ নেই বলে বাবারবার জানিয়েছেন চিকিৎসকরা। তার বড় উদাহরণ হলেন ট্রেভিস হেড। যিনি মাত্র ৩ দিনে সুস্থ হয়ে ম্যাচ খেলতে নেমে পড়েন। তবে ডাক্তাররা মাস্ক ও স্যানিটাইজারের মত প্রাথমিক কিছু সুরক্ষা পদ্ধতি মেনে চলার পরামর্শ দিচ্ছেন। এছাড়া স্বাভাবিক জীবন ব্যহত হওয়ার কোনও কারণ নেই।
বাংলা খবর/ খবর/খেলা/
কোভিডের নতুন ভ্যারিয়েন্টে নেই কোনও আতঙ্ক! ৩ দিনেই সুস্থ হয়ে মাঠে ফিরলেন ট্রেভিস হেড
Next Article
advertisement
Jiban Krishna Saha: ‘মোবাইল ফেলিনি’, মুখ খুলেই বিস্ফোরক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত জীবনকৃষ্ণ! জামিনের আবেদনে তীব্র বিরোধিতা ইডির
‘মোবাইল ফেলিনি’, মুখ খুলেই বিস্ফোরক জীবনকৃষ্ণ! জামিনের আবেদনে তীব্র বিরোধিতা ইডির
  • আদালতে হাজির হয়ে তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করেন জীবনকৃষ্ণ

  • জামিনের আবেদন বিধায়ক জীবনকৃষ্ণ সাহার

  • ‘মোবাইল ফেলে দেওয়ার কোনও ঘটনা ঘটেনি’, জীবনকৃষ্ণ

VIEW MORE
advertisement
advertisement