MI vs PBKS: 'বীর' জিতেছে IPL, 'জারা' কি পারবে? এবার সেরা সুযোগ, রবিবার 'মেগা ম্যাচ'
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
মুম্বই ইন্ডিয়ান্স ও পঞ্জাব কিংস কোয়ালিফায়ার-২-তে মুখোমুখি হবে রবিবার। আইপিএল ২০২৫ এর দ্বিতীয় কোয়ালিফায়ারে পৌঁছনো দুটি দলই যে দুর্দান্ত, তা আর বলার অপেক্ষা রাখে না।
নয়াদিল্লি: মুম্বই ইন্ডিয়ান্স ও পঞ্জাব কিংস কোয়ালিফায়ার-২-তে মুখোমুখি হবে রবিবার। আইপিএল ২০২৫ এর দ্বিতীয় কোয়ালিফায়ারে পৌঁছনো দুটি দলই যে দুর্দান্ত, তা আর বলার অপেক্ষা রাখে না। পঞ্জাব কিংস গ্রুপ পর্বে পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল। কিন্তু এখন তাদের ছন্দপতন হয়েছে।
পঞ্জাব কিংসকে প্রথম কোয়ালিফায়ারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৮ উইকেটে হারিয়েছিল। এতে পাঞ্জাব কিংসের আত্মবিশ্বাস নড়ে গিয়েছে। এখন দ্বিতীয় কোয়ালিফায়ারের আগে পঞ্জাব কিংস নতুন স্ট্র্যাটেজি সাজাতে ব্যস্ত। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে তাই তাদের লড়াইটা কঠিন। যদি হার্দিক পান্ডিার দলকে হারাতে হয়, তবে পঞ্জাবের অধিনায়ক শ্রেয়স আইয়ারকে নতুন করে টিম গেম সাজাতে হবে।
advertisement
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দ্বিতীয় কোয়ালিফায়ার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে খেলা হবে। আইপিএল কোয়ালিফায়ার-২ এক ধরনের সেমিফাইনালই বলা চলে। এই ম্যাচ জেতা দল ৩ জুন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সাথে ফাইনাল খেলবে। কোয়ালিফায়ার-২ হারা মানে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া। কোয়ালিফায়ার-২ মুম্বই ইন্ডিয়ান্সের তুলনায় পাঞ্জাব কিংসের জন্য বেশি গুরুত্বপূর্ণ। কারণ তারা প্রথমবার শিরোপা জয়ের সুযোগ পাচ্ছে। ওদিকে, মুম্বই ইন্ডিয়ান্স তাদের ষষ্ঠ শিরোপা জয়ের লক্ষ্যে নামবে।
advertisement
advertisement
আরও পড়ুন- প্রীতি জিন্টার মুখের হাসি গায়েব! একে বলে মুখ থুবড়ে পড়া, পঞ্জাব ‘ফ্লপ’
পরিসংখ্যান বলছে, মুম্বই ইন্ডিয়ান্স আইপিএল নকআউটে বরাবর ভাল খেলে। রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব, জসপ্রিত বুমরাহ, ট্রেন্ট বোল্ট, মিচেল স্যান্টনার, জনি বেয়ারস্টো-র মতো তারকাদের উপস্থিতি পঞ্জাবের বিরুদ্ধে মুম্বাইয়ের পাল্লা ভারী করছে। শ্রেয়স আইয়ারের অধিনায়কত্বে এমন একটি দল নামবে যাদের প্লেয়িং ইলেভেনে ৫ জন আনক্যাপড প্লেয়ার থাকবে। পঞ্জাব এক সপ্তাহ আগে মুম্বইকে হারিয়েছিল। পঞ্জাব কিংসের ব্যাটিংয়ের চেয়ে বোলিংয়ে সমস্যা বেশি। বিশেষ করে তাদের মার্কো জানসেন এবং যুজবেন্দ্র চাহালের অভাব অনুভূত হতে পারে। জানসেন ডব্লিউটিসি ফাইনালের জন্য আইপিএল ছেড়ে চলে গিয়েছেন। এমন পরিস্থিতিতে অর্শদীপ সিংয়ের উপর বোলিংয়ের চাপ থাকবে। অন্যদিকে, মুম্বই ইন্ডিয়ান্সের দলে কোনো ঘাটতি দেখা যাচ্ছে না। গত সপ্তাহেই মুম্বই ইন্ডিয়ান্সকে ৭ উইকেটে হারিয়েছিল পঞ্জাব। আইয়ার এবং তার সঙ্গীরা ওই ম্যাচ থেকে অনুপ্রেরণা নিয়ে কোয়ালিফায়ার-২ এ নামবে।
advertisement
মুম্বই ইন্ডিয়ান্স: হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), রোহিত শর্মা, জনি বেয়ারস্টো, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, নমন ধীর, রাজ বাওয়া, মিচেল স্যান্টনার, ট্রেন্ট বোল্ট, জসপ্রিত বুমরাহ, অশ্বনি কুমার, কর্ণ শর্মা, বেভন জ্যাকবস, রবিন মিনজ (উইকেটকিপার), কৃষ্ণন শ্রীজিত, অর্জুন তেন্ডুলকর, রিস টপলি, দীপক চাহার, সত্যনারায়ণ রাজু, মুজিব উর রহমান, রঘু শর্মা, রিচার্ড গ্লিসন, চরিথ আসলঙ্কা।
advertisement
পাঞ্জাব কিংস: শ্রেয়স আইয়ার (অধিনায়ক), প্রভসিমরন সিং, প্রিয়াংশ আর্য, নেহাল ওয়াধেরা, জশ ইংলিস (উইকেটকিপার), শশাঙ্ক সিং, মার্কাস স্টোইনিস, আজমতুল্লাহ উমরজাই, মুশির খান, হরপ্রীত ব্রার, অর্শদীপ সিং, কাইল জেমিসন, বিষ্ণু বিনোদ (উইকেটকিপার), হরনূর পন্নু, পায়লা অবিনাশ, অ্যারন হার্ডি, সূর্যাংশ শেডগে, মিচ ওভেন, যুজবেন্দ্র চাহাল, বৈষাক বিজয়কুমার, যশ ঠাকুর, কুলদীপ সেন, জেভিয়ার বার্টলেট, প্রবীণ দুবে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
May 31, 2025 5:44 PM IST