PBKS vs RCB: প্রীতি জিন্টার মুখের হাসি গায়েব! একে বলে মুখ থুবড়ে পড়া, পঞ্জাব 'ফ্লপ'

Last Updated:

এগারো বছর পর সুযোগ হাতের সামনে। তবে সেই সুযোগ প্রথম দফায় হেলায় হারাল পঞ্জাব! প্রথমবার আইপিএলের প্লে অফে পৌঁছেছে তারা। কিন্তু প্রীতির জন্য প্লে-অফ সুখকর হল না।

News18
News18
কলকাতা: ২০২৫ সালের আইপিএলে পঞ্জাব কিংস অসাধারণ পারফরম্যান্স করে প্লেঅফে প্রথম স্থানে থাকা পাকা করে ফেলেছে। সোমবার রাতে মুম্বই ইন্ডিয়ান্সকে ৭ উইকেটে হারিয়ে এই কৃতিত্ব অর্জন করে শ্রেয়স আইয়ারের দল। ১১ বছরের মধ্যে এই প্রথম পঞ্জাব কিংস লিগ পর্বের শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে। দলের অন্যতম মালিক প্রীতি জিন্টা এই জয়ে দারুণ খুশি। তিনি এই সাফল্যের পেছনে অধিনায়ক শ্রেয়স আইয়ারের অবদানকে বিশেষভাবে স্বীকৃতি দিয়েছেন।
এগারো বছর পর সুযোগ হাতের সামনে। তবে সেই সুযোগ প্রথম দফায় হেলায় হারাল পঞ্জাব! প্রথমবার আইপিএলের প্লে অফে পৌঁছেছে তারা। কিন্তু প্রীতির জন্য প্লে-অফ সুখকর হল না। চলতি মরশুমে চারটি ম্যাচ হেরেছে পাঞ্জাব। ৯টি ম্যাচ জিতেছে তারা। তবে আজ, প্লে-অফে আরসিবির সামনে যেন অসহায় আত্মসমর্পণ করল তারা।
ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার এই ম্যাচে ফ্লপ। একমাত্র মার্কাস স্টয়নিস ২৬ রান করলেন। পঞ্জাবের ব্যাটাররা আয়ারাম-গয়ারাম হয়ে গেলেন এদিন। ১০০ রানের গণ্ডি টপকাতেও যেন চরম কষ্ট করতে হচ্ছিল পঞ্জাবকে। সর্বসাকুল্যে ১০১ রান করতে পারল তারা।
advertisement
advertisement
আরও পড়ুন- প্লেঅফে নামার আগেই এমন রেকর্ড গড়ল আরসিবি, যা আইপিএল ইতিহাসে কোনও দলের নেই
১৯ পয়েন্ট নিয়ে পঞ্জাব এবার পয়েন্ট তালিকার শীর্ষে ছিল। এমন টিম প্লে-অফে খেলতে নেমে যেন ধসে গেল। প্রীতি জিন্টা বলিউডের ‘ডিম্পল গার্ল’ হিসেবে পরিচিত। তবে এদিন তাঁর মুখের হাসি কেড়ে নিলেন দলের ক্রিকেটাররা। এতগুলো বছর ধরে স্পোর্টস ম্যানেজমেন্টে বিচক্ষণতা দেখিয়েছেন প্রীতি। তবে ট্রফি জয়ের স্বাদ তিনি পাননি। এবার কি পাবেন! তা নিয়েও প্রশ্ন থেকে গেল।
advertisement
দলের অধিনায়ক শ্রেয়স আইয়ার এবং কোচ রিকি পন্টিংয়ের মধ্যে চমৎকার বোঝাপড়ার প্রশংসা করে এসেছেন প্রীতি। বলেছেন, “অধিনায়ক ও কোচ একসঙ্গে দলকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তাদের রসায়ন চমৎকার, যা দলের পারফরম্যান্সে প্রতিফলিত হয়েছে।” কিন্তু অধিনায়ক প্লে-অফ পর্বের প্রথম ম্যাচে ফ্লপ।
বাংলা খবর/ খবর/খেলা/
PBKS vs RCB: প্রীতি জিন্টার মুখের হাসি গায়েব! একে বলে মুখ থুবড়ে পড়া, পঞ্জাব 'ফ্লপ'
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement