MI vs GT: টি-২০ বিশ্বকাপ জয়ের ‘লুক’ পান্ডিয়ার! 'পয়া' বলে ব্যাপার আছে তা হলে ক্রিকেটে! জিতল মুম্বই

Last Updated:

এদিন গুজরাতকে ২০ রানে হারাল মুম্বই। সময়মতো জ্বলে উঠলেন রোহিত শর্মা। এবার মুম্বই ইন্ডিয়ান্সকে পঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলতে হবে আইপিএল কোয়ালিফায়ার ২।

News18
News18
চণ্ডীগড়: ক্রিকেটে তা হলে পয়া বলে একটা ব্যাপার রয়েছে! না হলে আচমকা এমন সিদ্ধান্ত কেন নেবেন হার্দিক পান্ডিয়া! আর সেই সিদ্ধান্ত তাঁকে দুম করে সাফল্যই বা এনে দেবে কেন!
এবার আইপিএল শেষে নতুন ইতিহাস লেখা হতে পারে। ফাইনালে উঠে বসে আছে আরসিবি। আর এদিন মুম্বই ছুটি করে দিল গুজরাতের। এবার হার্দিক পান্ডিয়ার মুম্বই খেলবে কোয়ালিফায়ার ২। পরিস্থিতি বেশ মজাদার। আরসিবি ট্রফি জিতলে ইতিহাস। পঞ্জাব মুম্বইকে হারিয়ে ফাইনালে উঠলে ইতিহাস, ট্রফি জিতলে তো আরও বড় ব্যাপার। আর মুম্বই ট্রফি জিতলে আইপিএল ইতিহাসে নতুন রেকর্ড।
advertisement
এদিন গুজরাতকে ২০ রানে হারাল মুম্বই। সময়মতো জ্বলে উঠলেন রোহিত শর্মা। তাঁর ৫০ বলে ৮১ রানের ইনিংস এদিন কোথাও যেন মুম্বইয়ের ভাগ্য নির্ধারণ করে দিল। ২২ বলে ৪৭ রানের দুরন্ত ইনিংস খেললেন বেয়ারস্টো। মুম্বই ৫ উইকেট হারিয়ে করল ২২৮ রান।
advertisement
গুজরাতের বিরুদ্ধে এলিমিনেটর খেলতে নামার আগে আচমকা নিজের ভোল বদলে ফেললেন হার্দিক। তাঁকে দেখা গেল সেই টি-২০ বিশ্বকাপ জয়ের সময়ের লুকে। দাড়ি নেই। আছে ছোট্ট একটা গোঁফ। সেই লুক যখন ছিল, তখন ভারতীয় দল টি-২০ বিশ্বকাপ জেতে। তা হলে ক্রিকেটে পয়া বসে একটা ব্যাপার আছে নাকি!
advertisement
আরও পড়ুন- প্রধানমন্ত্রী মোদির সঙ্গে দেখা করলেন বৈভব সূর্যবংশী, যা করলেন ১৪ বছরের তারকা, ভাইরাল!
২০২২ সালে প্রথমবার আইপিএল খেলতে নেমেছিল গুজরাত। আর প্রথম বছরেই আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল গুজরাত টাইটান্স। তখন অধিনায়ক ছিলেন হার্দিক। সেই হার্দিক দলবদলু হয়েছেনয তিনি অনেক দড়ি টানাটানির পর মুম্বই ইন্ডিয়ান্সে এসেছেন। তা নিয়ে বিতর্ক কম হয়নি। এখন গুজরাতের নেতৃত্বে শুভমন গিল। তবে শুভমন মনে করছিলেন, তাঁর দল আরও একটা ট্রফি জয়ের দাবিদার। যদিও সেটা হল না। ২০ রানে এদিন হারল তাঁর দল।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
MI vs GT: টি-২০ বিশ্বকাপ জয়ের ‘লুক’ পান্ডিয়ার! 'পয়া' বলে ব্যাপার আছে তা হলে ক্রিকেটে! জিতল মুম্বই
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement