ভরা আইপিল, ম্যাচ চলছে, তারকা বোলার ঘুমোচ্ছেন! IPL-এ এই ঘটনা আগে ঘটেনি
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
ম্যাচ চলছিল। তার মধ্যে ঘুমিয়ে পড়লেন বোলার! রাজস্থান রয়্যালসের বোলার জোফ্রা আর্চার আবার খবরের শিরোনামে। ম্যাচের মাঝে দেদার ঘুমোলেন তিনি।
কলকাতা: ম্যাচ চলছিল। তার মধ্যে ঘুমিয়ে পড়লেন বোলার! রাজস্থান রয়্যালসের বোলার জোফ্রা আর্চার আবার খবরের শিরোনামে।
ঘুম থেকে উঠে অবশ্য তিনি এমন বোলিং করলেন যে সবই দেখে হা। পঞ্জাব কিংসের ব্যাটিং মেরুদণ্ড ভেঙে দিয়েছেন ইংল্যান্ডের এই বোলার। তবে ভরা আইপিএলের মাঝে ম্যাচ চলাকালীন কোনও বোলার যে এভাবে ঘুমোতে পারেন, তা আর্চারকে না দেখলে অনেকে হয়তো বিশ্বাসই করতেন না।
এদিন পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচের সময় জোফ্রা আর্চারকে রাজস্থান রয়্যালসের সাজঘরে ঘুমোতে দেখা গিয়েছে। রাজস্থান সেই সময় ব্যাট করছিল। জোফ্রা আর্চার ঘুমোচ্ছিলেন। আর্চারের ঘুমনোর ভিডিও নিমেষে ভাইরাল হয়ে যায়। এর আগে ইংল্যান্ডের ভারত সফরের সময়েও ডাগ আউটে বসে ঘুমিয়ে পড়েছিলেন আর্চার।
advertisement
advertisement
আরও পড়ুন- পেটের দায়ে কাজ করতে এসেছিল, দাউদাউ আগুন শেষ করল সব, বন্ধুকে খুঁজে শেষে মিলল হাড়
ঘুমিয়ে উঠে বল করতে নেমে আর্চার দুর্দান্ত স্পেল করলেন। আগুনে পেস বোলিং বলতে যা বোঝায় ইংল্যান্ডের পেসার তাই করলেন। রাজস্থান রয়্যালস এদিন প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেটে ২০৫ রান করে। যশস্বী জয়সওয়াল ৬৭, সঞ্জু স্যামসন ৩৮ এবং রিয়ান পরাগের অপরাজিত ৪৩ রান রাজস্থানকে পৌঁছে দেয় ২০৫ রানে।
advertisement
আরও পড়ুন- চারিদিকে হাহাকার, কিন্তু বাঁকুড়ার এই বিদ্যালয় রয়েছে খোশ মেজাজে! কারণ জানলে চমকে যাবেন!
পঞ্জাব ব্যাট করতে নেমে পড়ে দুরন্ত জোফ্রা আর্চারের পেসের সামনে। ৯ উইকেট হারিয়ে ১৫৫ রান করে পঞ্জাব। নেহাল ওয়াধেরা করেন ৬২ রান। এদিন পঞ্জাব কিংসকে ৫০ রানে হারালেন সঞ্জু স্যামসনরা। এ বারের আইপিএলে এই প্রথম রাজস্থানের অধিনায়কত্ব করছেন সঞ্জু। আর প্রথম ম্যাচেই জয় দিয়ে শুরু করলেন ক্যাপ্টেন। পঞ্জাব প্রথম দুই ম্যাচ জিতেছিল। তার পর ঘরের মাঠে ফিরে হারলেন শ্রেয়স আইয়াররা।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 05, 2025 11:51 PM IST