KKR vs SRH: মরশুমের শেষ ম্যাচেও লজ্জার হার কেকেআরের, ১১০ রানে জিতল সানরাইজার্স
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IPL 2025 KKR vs SRH: মরশুমের শেষ ম্যাচেও জয়ের স্বাদ পেল না কলকাতা নাইট রাইডার্স। অ্যাওয়ে ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ১১০ রানে লজ্জার হার কেকেআরের।
মরশুমের শেষ ম্যাচেও জয়ের স্বাদ পেল না কলকাতা নাইট রাইডার্স। অ্যাওয়ে ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ১১০ রানে লজ্জার হার কেকেআরের। বোলিং-ব্যাটিং লাইনের ধারাবাহিকতার অভাব পুরো মরশুম জুড়ে পিছু ছাড়ল না নাইটদের। ম্যাচে প্রথমে ব্যাটিং করে ২০ ওভারে ২৭৮ রানের পাহাড় প্রমাণ স্কোর ককে এসআরএইচ। সেঞ্চুরি করেন হেনরিক ক্লাসেন। জবাবে রান তাড়া করতে নেমে ১৬৮ রানে অলআউট হয়ে যায় কেকেআর।
ঘরের মাঠে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় হায়দরাবাদ। ওপেনিং জুটিতে বিধ্বংসী ব্যাটিং করেন ট্রেভিস হেড ও অভিষেক শর্মা। পাওয়ার প্লেতেই দলের স্কোর ৯০ ঘরে পৌছে দেন দুজন। অভিষেক শর্মা ৩২ করে আউট হলেও ট্রেভিস হেড ও হেনরিক ক্লাসেন মিলে জারি রাখেন মারকাটারি ব্যাটিং। হাফ সেঞ্চুরি করেন হেড। ৪০ বলে ৭৬ রানের ইনিংস খেলে আউট হন হেড।
advertisement
তবে রেহাই পায়নি কেকেআর বোলাররা। রুদ্রমূর্তি ধারণ করেন হেনরিক ক্লাসেন। একের পর এক চার-ছয় হাঁকান তিনি। ৩৭ বলে সেঞ্চুরি করেন ক্লাসেন। ৩৯ বলে ১০৫ করে অপরাজিত থাকেন ক্লাসেন। ২৯ রানের ইনিংস খেলেন ইশান কিশান। শেষ পর্যন্ত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৭৮ রান করে হায়দরাবাদ। যা আইপিএলের ইতিহাসে চতুর্থ সবথেকে বড় স্কোর। এক থেকে চার সবকটি স্কোরই সানরাইজার্সের।
advertisement
advertisement
২৭৯ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায় কেকেআর। দ্রুত রান তুলতে গিয়ে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে কলকাতা নাইট রাইডার্স। সুনীল নারিনের ১৬ বলে ৩১ রানের ইনিংস ছাড়া কেকেআরের টপ অর্ডারের প্রায় সব ব্যাটারই ব্যর্থ হন। দ্রুত রান তুলতে গিয়ে উল্টে আরও হায়দ্রাবাদ বোলারদের উইকেট উপহার দিয়ে আসে কেকেআক ব্যাটাররা।
advertisement
একটা সময় কেকেআরের স্কোর ছিল ১১০ রানে ৭ উইকেট। লজ্জাজনক হারের প্রহর গুনছিল নাইটরা। সেখান থেকে কিছুটা লড়াই করেন মনীশ পান্ডে ও হর্ষিত রানা। মারকাটারি ব্যাটিং করে ৫২ রানের পার্টনারশিপ করেন দুজনে। ৩৭ রান করেন মনীশ পান্ডে। শেষ পর্যন্ত ১৮.৪ ওভারে ১৬৮ রানে অলআউট হয়ে যায় কেকেআর। ৩৪ রানে অপরাজিত থাকেন হর্ষিত রানা।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 25, 2025 11:24 PM IST