IPL খেললেই কোটি কোটি টাকা! আম্পায়ররা পান কত? শুনলে বিশ্বাস নাও হতে পারে!
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Umpires Salary in Ipl- জানা যায়, আইপিএলে আম্পায়াররা প্রতি মরশুমে ৭, ৩৩, ০০০ টাকা বেতন হিসেবে পান। একাধিক আম্পায়ারের আবার ম্যাচ পিছু আয় প্রায় ১, ৯৮, ০০০ টাকা।
কলকাতা: অনেকেই মজা করে বলেন, কোটিপতি লিগ। কথাটা ভুল নয়। আইপিএলে নাম লেখাতে পারলে ভবিষ্যত নিয়ে আর ভাবতে হবে না। কোটি কোটি টাকার খেলা। আর পারফর্ম করতে পারলে তো কথাই নেই। তখন একজন ক্রিকেটারকে নিয়ে একাধিক দলের টানাটানি। ফলে সেই ক্রিকেটারের বাজারদর বাড়তে থাকে।
এ তো গেল ক্রিকেটারদের কথা। তবে যাঁরা আইপিএলে ম্যাচ পরিচালনা করেন, তাঁরাও কি কোটি কোটি টাকা আইপিএল থেকে উপার্জন করতে পারেন! এ প্রশ্ন অনেকের মনেই হয়তো থাকে! আইপিএল মানে টাকার খেলা। অনেক সময় অনামী অখ্যাত ক্রিকেটার হয়ে ওঠেন কোটিপতি। তবে আইপিএলের আম্পায়ারদের বেতন কত?
আরও পড়ুন- শেন ওয়ার্নের মৃত্যুর কারণ কী ছিল? শুনলে বিশ্বাস হবে না, যৌনতার নেশাতেই সব শেষ!
ক্রিকেট সংক্রান্ত একটি ওয়েবসাইটের প্রতিবেদন অনুযায়ী, আইপিএলের প্রতি মরশুমে আম্পায়ারদের প্রায় ৭ লক্ষ ৩৩ হাজার টাকা বেতন হিসেবে দেওয়া হয়। এমনকী টুর্নামেন্টের সেরা আম্পায়াররা মোটা অঙ্কের অর্থ পান। রয়েছে আরও অনেক আর্থিক সুবিধা।
advertisement
advertisement
জানা যায়, অনিল চৌধুরী, ক্রিস্টোফার গাফানি, নীতিন মেনন, সি সামসুদ্দিন, অনন্তপদ্মনাভন, ব্রুস অক্সফোর্ডের মতো আম্পায়াররা সব চেয়ে বেশি অর্থ পান। এবার অবশ্য একজন বাঙালি আম্পায়ারও রয়েছেন আইপিএলে। তিনি চন্দনগরের অভিজিৎ ভট্টাচার্য।
আরও পড়ুন- কেকেআরে সুনীল নারিনকে নিয়ে বড় খবর! মুম্বই ম্যাচে কি খেলতে পারবেন? মিলল আপডেট
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ পৃথিবীর সবথেকে বড় ক্রিকেট লিগ। সেই খেলাতেই অন ফিল্ড আম্পায়ারিং করছেন বাংলার ছেলে অভিজিৎ। চন্দননগর চার মন্দির তলার বাসিন্দা অভিজিৎ এবার আইপিএলের ম্যাচ পরিচালনার দায়িত্ব সামলাচ্ছেন।
advertisement
জানা যায়, আইপিএলে আম্পায়াররা প্রতি মরশুমে ৭, ৩৩, ০০০ টাকা বেতন হিসেবে পান। একাধিক আম্পায়ারের আবার ম্যাচ পিছু আয় প্রায় ১, ৯৮, ০০০ টাকা।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
March 30, 2025 5:33 PM IST