GT vs RR: গিল ও বাটলার ঝোড়ো ব্যাটিং! রাজস্থানকে ২১০ রানের টার্গেট দিল গুজরাত
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IPL 2025 GT vs RR: শুভমান গিলের অধিনায়কোচিত ইনিংস ও শেষে পুরনো দলের বিরুদ্ধে জস বাটলারের বিধ্বংসী ব্যাটিং। দুই মিলিয়ে আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে ধুকতে থাকা রাজস্থান রয়্যালসকে বিশাল টার্গেট দিল গুজরাত টাইটানন্স।
শুভমান গিলের অধিনায়কোচিত ইনিংস ও শেষে পুরনো দলের বিরুদ্ধে জস বাটলারের বিধ্বংসী ব্যাটিং। দুই মিলিয়ে আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে ধুকতে থাকা রাজস্থান রয়্যালসকে বিশাল টার্গেট দিল গুজরাত টাইটানন্স। গুজরাতের হয়ে সর্বোচ্চ ৫০ বলে ৮৪ রানের ইনিংস খেলেন শুভমান গিল। ২৬ বলে ৫০ করেন জস বাটলার। ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৯ রান করল গুজরাত টাইটান্স।
ঘরের মাঠে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় রাজস্থান রয়্যালস। ওপেনিং জুটিতে দুরন্ত শুরু করেন গুজরাত টাইটান্সের দুই ইনফর্ম ওপেনার শুভমান গিল ও সাই কিশোর। সেট হওয়ার জন্য একটু সময় নিলেও, সেট হতেই আক্রমণাত্মক ব্যাটিং করেন দুজনে। ওপেনিং জুটিতে ঝোড়ো ৯৩ রানের পার্টনারশিপ করে দলকে শক্ত ভিতের উপ দাঁড় করিয়ে দেন গিল-কিশোর জুটি। ৩০ বলে ৩৯ রান করে আউট হন সাই কিশোর।
advertisement
এরপর ক্রিজে আসেন প্রাক্তন রয়্যালস জস বাটলার। শুরু থেকেই বিধ্বংসী মেজাজে ব্যাটিং করেন তিনি। অপরদিকে, নিজের হাফ সেঞ্চুরি পূরণ করার পর রানের গতিবেগ বাড়ান গিলও। দ্বিতীয় উইকেটেও ঝড়ের গতিতে ৭৪ রানের পার্টনারশিপ করেন গিল ও বাটলার। একটা সময় মনে হচ্ছিস গিলের সেঞ্চুরি ধরা। কিন্তু ব্যক্তিত ৮২ রানে বড় শট খেলতে গিয়ে আউট হন গুজরাত টাইটান্স অধিনায়ক।
advertisement
advertisement
আরও পড়ুনঃ KKR vs DC: কেকেআরের মরণ-বাঁচন ম্যাচ! দিল্লির বিরুদ্ধে দলে একাধিক বদল? মহাচমক দেবে নাইটরা!
তবে স্লগ ওভারে নিজের মারকাটারি ব্যাটিং জারি রাখেন জস বাটলার। তবে শেষের দিকে দ্রুত রান তুলতে গিয়ে ক্রিজে বেশি সময় কাটাতে পারেনি ওয়াশিংটন সুন্দর, রাহুল তেওয়াটিয়ারা। শেষ ২ ওভারে ততটা রান করতে পারেনি গুজরাত। ইনিংসের শেষ বলে ২ রান নিয়ে নিজের হাফ সেঞ্চুরি পূরন করেন জস বাটলার। মরণ-বাঁচন ম্যাচে জয়ের জন্য রাজস্থান রয়্য়ালসের টার্গেট ২১০ রান।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 28, 2025 9:24 PM IST