GT vs RR: গিল ও বাটলার ঝোড়ো ব্যাটিং! রাজস্থানকে ২১০ রানের টার্গেট দিল গুজরাত

Last Updated:

IPL 2025 GT vs RR: শুভমান গিলের অধিনায়কোচিত ইনিংস ও শেষে পুরনো দলের বিরুদ্ধে জস বাটলারের বিধ্বংসী ব্যাটিং। দুই মিলিয়ে আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে ধুকতে থাকা রাজস্থান রয়্যালসকে বিশাল টার্গেট দিল গুজরাত টাইটানন্স।

News18
News18
শুভমান গিলের অধিনায়কোচিত ইনিংস ও শেষে পুরনো দলের বিরুদ্ধে জস বাটলারের বিধ্বংসী ব্যাটিং। দুই মিলিয়ে আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে ধুকতে থাকা রাজস্থান রয়্যালসকে বিশাল টার্গেট দিল গুজরাত টাইটানন্স। গুজরাতের হয়ে সর্বোচ্চ ৫০ বলে ৮৪ রানের ইনিংস খেলেন শুভমান গিল। ২৬ বলে ৫০ করেন জস বাটলার। ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৯ রান করল গুজরাত টাইটান্স।
ঘরের মাঠে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় রাজস্থান রয়্যালস। ওপেনিং জুটিতে দুরন্ত শুরু করেন গুজরাত টাইটান্সের দুই ইনফর্ম ওপেনার শুভমান গিল ও সাই কিশোর। সেট হওয়ার জন্য একটু সময় নিলেও, সেট হতেই আক্রমণাত্মক ব্যাটিং করেন দুজনে। ওপেনিং জুটিতে ঝোড়ো ৯৩ রানের পার্টনারশিপ করে দলকে শক্ত ভিতের উপ দাঁড় করিয়ে দেন গিল-কিশোর জুটি। ৩০ বলে ৩৯ রান করে আউট হন সাই কিশোর।
advertisement
এরপর ক্রিজে আসেন প্রাক্তন রয়্যালস জস বাটলার। শুরু থেকেই বিধ্বংসী মেজাজে ব্যাটিং করেন তিনি। অপরদিকে, নিজের হাফ সেঞ্চুরি পূরণ করার পর রানের গতিবেগ বাড়ান গিলও। দ্বিতীয় উইকেটেও ঝড়ের গতিতে ৭৪ রানের পার্টনারশিপ করেন গিল ও বাটলার। একটা সময় মনে হচ্ছিস গিলের সেঞ্চুরি ধরা। কিন্তু ব্যক্তিত ৮২ রানে বড় শট খেলতে গিয়ে আউট হন গুজরাত টাইটান্স অধিনায়ক।
advertisement
advertisement
তবে স্লগ ওভারে নিজের মারকাটারি ব্যাটিং জারি রাখেন জস বাটলার। তবে শেষের দিকে দ্রুত রান তুলতে গিয়ে ক্রিজে বেশি সময় কাটাতে পারেনি ওয়াশিংটন সুন্দর, রাহুল তেওয়াটিয়ারা। শেষ ২ ওভারে ততটা রান করতে পারেনি গুজরাত। ইনিংসের শেষ বলে ২ রান নিয়ে নিজের হাফ সেঞ্চুরি পূরন করেন জস বাটলার। মরণ-বাঁচন ম্যাচে জয়ের জন্য রাজস্থান রয়্য়ালসের টার্গেট ২১০ রান।
বাংলা খবর/ খবর/খেলা/
GT vs RR: গিল ও বাটলার ঝোড়ো ব্যাটিং! রাজস্থানকে ২১০ রানের টার্গেট দিল গুজরাত
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement