KKR vs DC: কেকেআরের মরণ-বাঁচন ম্যাচ! দিল্লির বিরুদ্ধে দলে একাধিক বদল? মহাচমক দেবে নাইটরা!

Last Updated:
KKR vs DC IPL 2025: গ্রুপ পর্বে কেকেআরের বাকি রয়েছে আর মাত্র ৫টি ম্যাচ। প্লে অফে পৌছতে গেলে আগামী সবকটি ম্যাচই কার্যত ডু অর ডাই অজিঙ্কে রাহানের দলের কাছে। এমন পরিস্থিতিতে মঙ্গলবার অ্য়াওয়ে ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নামবে নাইটরা।
1/8
গ্রুপ পর্বে কেকেআরের বাকি রয়েছে আর মাত্র ৫টি ম্যাচ। প্লে অফে পৌছতে গেলে আগামী সবকটি ম্যাচই কার্যত ডু অর ডাই অজিঙ্কে রাহানের দলের কাছে। এমন পরিস্থিতিতে মঙ্গলবার অ্য়াওয়ে ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নামবে নাইটরা।
গ্রুপ পর্বে কেকেআরের বাকি রয়েছে আর মাত্র ৫টি ম্যাচ। প্লে অফে পৌছতে গেলে আগামী সবকটি ম্যাচই কার্যত ডু অর ডাই অজিঙ্কে রাহানের দলের কাছে। এমন পরিস্থিতিতে মঙ্গলবার অ্য়াওয়ে ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নামবে নাইটরা।
advertisement
2/8
বর্তমানে লিগ টেবিলে ৯ ম্যাচে ৩ জয় ও একটি অমীমাংসীত ম্যাচের সৌজন্যে ৭ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে কেকেআর। শেষ ম্যাচ পঞ্জাবের বিরুদ্ধে বৃষ্টির কারণে ভেস্তে যায় নাইটদের।
বর্তমানে লিগ টেবিলে ৯ ম্যাচে ৩ জয় ও একটি অমীমাংসীত ম্যাচের সৌজন্যে ৭ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে কেকেআর। শেষ ম্যাচ পঞ্জাবের বিরুদ্ধে বৃষ্টির কারণে ভেস্তে যায় নাইটদের।
advertisement
3/8
শক্তিশালী দিল্লির বিরুদ্ধে যে অ্যাওয়ে ম্যাচে কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে কেকেআরকে তা বলার অপেক্ষা রাখে না। দিল্লির বিরুদ্ধে নামার আগে একাধিক বিষয় চিন্তায় রেখেছে কেকেআর টিম ম্যানেজমেন্টকে।
শক্তিশালী দিল্লির বিরুদ্ধে যে অ্যাওয়ে ম্যাচে কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে কেকেআরকে তা বলার অপেক্ষা রাখে না। দিল্লির বিরুদ্ধে নামার আগে একাধিক বিষয় চিন্তায় রেখেছে কেকেআর টিম ম্যানেজমেন্টকে।
advertisement
4/8
এমনিতেই দলে পেস অ্যাটাক ছন্দে নেই কেকেআরের। হর্ষিত রানা ও বৈভব অরোরার পার্টনার কে হবে তা নিয়ে জল্পনা রয়েছে। শেষ ম্যাচে চেতন সাকারিয়া খেললেও সফল হতে পারেননি।
এমনিতেই দলে পেস অ্যাটাক ছন্দে নেই কেকেআরের। হর্ষিত রানা ও বৈভব অরোরার পার্টনার কে হবে তা নিয়ে জল্পনা রয়েছে। শেষ ম্যাচে চেতন সাকারিয়া খেললেও সফল হতে পারেননি।
advertisement
5/8
এছাড়া স্পিন অ্যাটাকে বরুণ চক্রবর্তী ও সুনীল নারিনের মত তারকারা থাকলেও এখনও নিজেদের সেরাটা দিতে পারেনি। এছাড়া দিল্লি বনাম আরসিবি ম্যাচে দেখা গিয়েছে অরুণ জেটলি স্টেডিয়ামে স্পিনাররা সাহায্য পেয়েছে। ফলে দিল্লিতে একজন অতিরিক্ত স্পিনার নিয়ে খেলতে পারে নাইটরা।
এছাড়া স্পিন অ্যাটাকে বরুণ চক্রবর্তী ও সুনীল নারিনের মত তারকারা থাকলেও এখনও নিজেদের সেরাটা দিতে পারেনি। এছাড়া দিল্লি বনাম আরসিবি ম্যাচে দেখা গিয়েছে অরুণ জেটলি স্টেডিয়ামে স্পিনাররা সাহায্য পেয়েছে। ফলে দিল্লিতে একজন অতিরিক্ত স্পিনার নিয়ে খেলতে পারে নাইটরা।
advertisement
6/8
পঞ্জাবের বিরুদ্ধে রভম্যান পাওয়েল খেললেও খুব একটা পরীক্ষীত হননি। আন্দ্রে রাসেল ব্যাটিংয়ে ভফাল ফর্মে না থাকলেও বোলিংটা খারাপ করছেন না। ফলে দিল্লির বিরুদ্ধে রভম্যান পাওয়েলের পরিবর্তে মইন আলির খেলার সম্ভাবনা রয়েছে।
পঞ্জাবের বিরুদ্ধে রভম্যান পাওয়েল খেললেও খুব একটা পরীক্ষীত হননি। আন্দ্রে রাসেল ব্যাটিংয়ে ভফাল ফর্মে না থাকলেও বোলিংটা খারাপ করছেন না। ফলে দিল্লির বিরুদ্ধে রভম্যান পাওয়েলের পরিবর্তে মইন আলির খেলার সম্ভাবনা রয়েছে।
advertisement
7/8
এছাড়া আরও একটি পথ রয়েছে দলে অতিরিক্ত স্পিনার খেলানোর। গত ম্যাচে চেতন সাকারিয়া খেলেছিলেন। সেই জায়গায় অনুকুল রায়কে খেলিয়ে দেখতে পারে কেকেআর। কারণ শেষ ম্যাচে অরুণ জেটলি স্টেডিয়ামে অক্ষর  প্যাটেল ও ক্রুণাল পান্ডিয়া দুজনেই সাহায্য পেয়েছিলেন।
এছাড়া আরও একটি পথ রয়েছে দলে অতিরিক্ত স্পিনার খেলানোর। গত ম্যাচে চেতন সাকারিয়া খেলেছিলেন। সেই জায়গায় অনুকুল রায়কে খেলিয়ে দেখতে পারে কেকেআর। কারণ শেষ ম্যাচে অরুণ জেটলি স্টেডিয়ামে অক্ষর প্যাটেল ও ক্রুণাল পান্ডিয়া দুজনেই সাহায্য পেয়েছিলেন।
advertisement
8/8
তাছাড়া ব্যাটিং লাইনে খুব একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে কুইন্টন ডিকককে ফের একাদশে সুযোগ দেওয়া হয় কিনা সেটাই দেখার। উত্তর পেতে অপেক্ষা করতে হবে মঙ্গলবারের ম্যাচের।
তাছাড়া ব্যাটিং লাইনে খুব একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে কুইন্টন ডিকককে ফের একাদশে সুযোগ দেওয়া হয় কিনা সেটাই দেখার। উত্তর পেতে অপেক্ষা করতে হবে মঙ্গলবারের ম্যাচের।
advertisement
advertisement
advertisement