CSK vs RR: ম্যাচ ফিনিশে ব্যর্থ ধোনি-জাদেজা! চেন্নাইকে হারিয়ে প্রথম জয় পেল রাজস্থান

Last Updated:

CSK vs RR IPL 2025: লড়াই করেও রারলেন রুতুরাজ, ধোনি জাদেজারা। আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে জয়ে ফিরল রাজস্থান রয়্যালস।

News18
News18
লড়াই করেও রারলেন রুতুরাজ, ধোনি জাদেজারা। আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে জয়ে ফিরল রাজস্থান রয়্যালস। পরপর দুটি ম্যাচে হারের মুখ দেখল সিএসকে। অপরদিকে, প্রথম দুটি ম্যাচ হারের পর তৃতীয় ম্যাচে জয়ে ফিরল রাজস্থান রয়্যালস। প্রথমে ব্যাট করে ১৮২ রান করে রাজস্থান। জবাবে তীরে এসে ডোবে সিএসকের তরী। ১৭৬ রান করে চেন্নাই। ৬ রানে ম্যাচ জিতে রয়্যালসরা।
ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় সিএসকে। শুরুতেই ৪ রানে যশস্বী জয়সওয়ালের উইকেট নেন খালিল আহমেদ। কিন্তু এরপর দ্বিতীয় উইতেটে নীতিশ রানা ও সঞ্জু স্যামসন গুরুত্বপূর্ণ পার্টনারশিপ করেন। ৮২ রানে ঝোড়ো পার্টনারশিপ করেন তারা। বিশেষ করে এদিন নীতিশ রানা বিধ্বংসী ফর্মে ব্যাটিং করেন। ৮৬ রানে পড়ে দ্বিতীয় উইকেট। সঞ্জু স্যামসন ২০ রান করে আউট হলে নিজের হাফ সেঞ্চুরি করেন রানা।
advertisement
সঞ্জু আউট হওয়ার পর রানার সঙ্গে ইনিংস এগিয় নিয়ে যান রিয়ান পরাগ। ৪০ রান জুটিতে যোগ করেন তারা। এরপর নীতিশ রানা ব্যক্তিগত ৮১ রানের ইনিংস খেলে আউট হন। এরপর রিয়ান পরাগ একদিক থেকে থাকলেও অপরদিকে ধ্রুব জুরেল, ওয়ানিন্দু হাসরঙ্গারা রান পাননি। রিয়ান পরাগ নিজে ৩৭ রান করে আউট হন। শেষের দিকে পরপর উইকেট হারানোয় আর বেশি রান করতে পারেনি রয়্যালসরা।
advertisement
advertisement
রান তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেয় হারাতে থাকে সিএসকে। রাচিন রবীন্দ্র শূন্য, রাহুল ত্রিপাঠী ২৩, শিবম দুবে ১৮, বিজয় শঙ্কর ৯ রান করে আউট হন। একদিক থেকে যখন একের পর এক উইকেট হারাচ্ছিল চেন্নাই, তখন অপরদিকে একা লড়াই চালিয়ে যান চেন্নাই অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। ৬৩ রানের লড়াকু ইনিংস খেলে চেন্নাইকে ম্যাচে টিকিয়ে রাখেন রুতুরাজ।
advertisement
শেষের দিকে যাবতীয় ভরসা ছিল ধোনি ও জাদেজা জুটির দিকে। ধোনি এদিন নিজেকে অনেকটা উপরের দিকে নিয়ে আসেন ব্যাটিংয়ে। ৩৫ রানের পার্টনারশিপ করে আশাও জাগিয়েছিলেন সিএসকের ফ্যানেদের। শেষ ২ ওভারে জয়ের জন্য দরকার ছিল ৪০ রান। কিন্তু ধোনি ১৬ রানের আউট হতেই সব আশা শেষ হয়ে যায়। জাদেজা ৩২ ও জেইমি ওভারটম ১১ রানে অপরাজিত থাকলেও দলকে জয় এনে দিতে পারেননি। শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৬ করে সিএসকে।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
CSK vs RR: ম্যাচ ফিনিশে ব্যর্থ ধোনি-জাদেজা! চেন্নাইকে হারিয়ে প্রথম জয় পেল রাজস্থান
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement