IPL 2025 Age Controversy: কোটিপতি হওয়ার পরেই হঠাৎ 'বয়স' বিতর্কে ১৩ বছরের এই ক্রিকেটার! কেন জানুন...
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
IPL 2025 Age Controversy: একটি পুরনো সাক্ষাৎকারে বৈভব নিজেই বয়স নিয়ে মুখ খুলেছিলেন৷ এবং সেই ভিডিও অনুসারে তাঁর বয়স বর্তমানে ১৫ বছর হওয়ার কথা...
নয়াদিল্লি: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৫-এর মেগা নিলামে রাজস্থান রয়্যালস দল ১ কোটি ১০ লাখ টাকায় কিনেছিল বৈভব সূয্যবংশী। ১৩ বছর বয়সী হিসেবে পরিচিত এই ক্রিকেটার এখন বয়স সংক্রান্ত বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন। অনেকে তাঁর বিরুদ্ধে বয়স প্রতারণার অভিযোগ তুলেছেন।
বিষয়টি গুরুতর, কারণ একটি পুরনো সাক্ষাৎকারে বৈভব নিজেই এমন কিছু বলেছেন৷ এবং সেই ভিডিও অনুসারে তাঁর বয়স বর্তমানে ১৫ বছর হওয়ার কথা।
advertisement
বিহারের সমস্তিপুর থেকে আসা বৈভব সূর্যবংশী IPL-এর নিলামে সবচেয়ে কম বয়সে অংশ নেওয়ার পর থেকেই আলোচনার শীর্ষে রয়েছেন। রাজস্থান রয়্যালস তাঁকে ৩০ লাখ টাকার বেস প্রাইস থেকে শুরু করে ১ কোটি ১০ লাখ টাকায় কিনে নেয়। দিল্লি ক্যাপিটালসও তাঁকে দলে নিতে চেষ্টা করেছিল।
advertisement
বৈভব এই বছরের জানুয়ারিতে রনজি ট্রফিতে অভিষেক করেন এবং সেখান থেকেই বয়স নিয়ে বিতর্ক শুরু। একটি পুরনো ভিডিও সামনে এসেছে যেখানে বৈভব বলেছিলেন যে তিনি ২০২৩ সালের সেপ্টেম্বর ১৪ বছরে পা দেবেন। সেই ভিডিওর ভিত্তিতেই এই বয়স বিতর্ক শুরু হয়েছে।
advertisement
বৈভবের বাবা সঞ্জীব সূর্যবংশী বিষয়টি নিয়ে মুখ খুলেছেন। তিনি পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, “বৈভব সাড়ে ৮ বছর বয়স থেকেই BCCI-এর বোন টেস্টের প্রক্রিয়ার মধ্যে রয়েছে। ও ইতিমধ্যেই ভারতের অনূর্ধ্ব-১৯ দলে খেলার সুযোগ পেয়েছেন। বয়স নিয়ে বিতর্ক নিয়ে আমাদের কোনও ভয় নেই। প্রয়োজনে বৈভব আবারও এই বোন টেস্ট করতে প্রস্তুত।”
advertisement
প্রশঙ্গত, বোন টেস্টের মাধ্যমে খেলোয়াড়ের প্রকৃত বয়স নির্ধারণ করা হয়।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 26, 2024 1:18 PM IST