IPL 2025 10 Team Full Squad: কেমন হল আইপিএলের ১০টি দল! কোথায় শক্তি-দুর্বলতা? জেনে নিন এক ঝলকে
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IPL 10 Teams Full Squad After IPL 2025 Mega Auction: শেষ হয়েছে আইপিএল ২০২৫-এর মেগা নিলামের আসর। প্রতিযোগিতার ১০টি ফ্র্যাঞ্চাইজি নতুন করে গুছিয়ে নিয়েছে তাদের দল।
advertisement
কেকেআর: ভেঙ্কটেশ আয়ার, রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, এনরিখ নকিয়া, হর্ষিত রানা, রমনদীপ সিং, কুইন্টন ডিকক , আংকৃশ রঘুবংশী, স্পেনসর জনসন, রহমানউল্লাহ গুরবাজ়, মইন আলি, বৈভব অরোরা, অজিঙ্কে রাহানে, রভমন পাওয়েল, উমরান মালিক, মনিশ পাণ্ডে, অনুকূল রায়, মায়াঙ্ক মারকান্ডে, লভনীত সিসোদিয়া। (Photo Courtesy- IPL X)
advertisement
সিএসকে: রুতুরাজ গায়কোয়াড়, রবীন্দ্র জাদেজা, মাথিশা পাথিরানা, শিবম দুবে, মহেন্দ্র সিংহ ধোনি, নুর আহমেদ, রবিচন্দ্রন অশ্বিন, ডেভন কনওয়ে, খলিল আহমেদ, রাচিন রবীন্দ্র, অংশুল কাম্বোজ, রাহুল ত্রিপাঠি, স্যাম কারেন, গুরজপনীত সিং, নাথান এলিস, দীপক হুডা, জেমি ওভার্টন, বিজয় শঙ্কর, বংশ বেদী, আন্দ্রে সিদ্ধার্থ, শ্রেয়স গোপাল, রামকৃষ্ণ ঘোষ, কমলেশ নাগারকোটি, মুকেশ চৌধরি, শেখ রশিদ। (Photo Courtesy- IPL X)
advertisement
মুম্বই ইন্ডিয়ান্স:জসপ্রীত বুমরাহ, হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব, রোহিত শর্মা, তিলক বর্মা, ট্রেন্ট বোল্ট, দীপক চাহার, উইল জ্যাকস, নমন ধীর, আল্লা গজনফর, মিচেল স্যান্টনার, রায়ান রিকেলটন, লিজাড উইলিয়ামস, রিসি টপলি, রবিন মিনজ, কর্ণ শর্মা, বিগ্নেশ পুথুর, অর্জুন তেন্ডুলকর, বিভান জন জ্যাকবস, বেঙ্কট সত্যনারায়ণ পেনমেতসা, রাজ অঙ্গদ বাওয়া, কৃষ্ণন সৃজিত, অশ্বনী কুমার। (Photo Courtesy- IPL X)
advertisement
আরসিবি: বিরাট কোহলি, রজত পাতিদার, যশ দয়াল, জশ হেজেলউড, ফিল সল্ট, জিতেশ শর্মা, ভুবনেশ্বর কুমার, লিয়াম লিভিংস্টোন, রাসিখ দার, ক্রুণাল পান্ডিয়া, টিম ডেভিড, জ্যাকব বেথেল, সুযশ শর্মা, দেবদত্ত পাড়িক্কল, নুয়ান থুশারা, রোমারিয়ো শেফার্ড, লুঙ্গি এনগিডি, স্বপ্নিল সিংহ, মোহিত রাঠি, অভিনন্দন সিং, স্বস্তিক চিকারা, মনোজ ভান্ডাগে। (Photo Courtesy- IPL X)
advertisement
দিল্লি ক্যাপিটালস: অক্ষর পটেল, কুলদীপ যাদব, ট্রিস্টান স্টাবস, অভিষেক পোড়েল, লোকেশ রাহুল, মিচেল স্টার্ক, টি নটরাজন, জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক, মুকেশ কুমার, হ্যারি ব্রুক, আশুতোষ শর্মা, মোহিত শর্মা, ফাফ ডুপ্লেসি, সমীর রিজভি, ডোনোভান ফেরেরা, করুণ নায়ার, বিপরাজ নিগম, মাধব তিওয়ারি, ত্রিপুরানা বিজয়, মনবন্ত কুমার, অজয় মণ্ডল, দর্শন নালকান্ডে। (Photo Courtesy- IPL X)
advertisement
গুজরাত টাইটান্স: রশিদ খান, শুভমন গিল, সাই সুদর্শন, শাহরুখ খান, রাহুল তেওয়াটিয়া, জস বাটলার, মহম্মদ সিরাজ, কাগিসো রাবাডা, প্রসিদ্ধ কৃষ্ণ, ওয়াশিংটন সুন্দর, শেরফানে রাদারফোর্ড, জেরাল্ড কোয়েৎজি, গ্লেন ফিলিপস, আর সাই কিশোর, মহীপাল লোমরোর, গুরনুর সিংহ ব্রার, মহম্মদ আরশাদ খান, করিম জনত, জয়ন্ত যাদব, ইশান্ত শর্মা, কুমার কুশাগ্র, মানব সুতার, অনুজ রাওয়াত, নিশান্ত সিন্ধু। (Photo Courtesy- IPL X)
advertisement
লখনউ সুপার জায়ান্টস: নিকোলাস পুরান, মায়াঙ্ক যাদব, রবি বিষ্ণোই, আয়ুষ বাদোনি, মহসিন খান, ঋষভ পন্থ, আবেশ খান, আকাশ দীপ, ডেভিড মিলার, আব্দুল সামাদ, মিচেল মার্শ, শাহবাজ় আহমেদ, এডেন মার্করাম, ম্যাথু ব্রিৎজকে, শামার জোসেফ, এম সিদ্ধার্থ, আর্শিন কুলকার্নি, রাজবর্ধন হাঙ্গারগেকর, যুবরাজ চৌধুরি, প্রিন্স যাদব, আকাশ সিংহ, দিগবেশ সিংহ, হিম্মত সিংহ, আরিয়ান জুয়াল। (Photo Courtesy- IPL X)
advertisement
পঞ্জাব কিংস: শ্রেয়স আইয়ার, যুজবেন্দ্র চাহাল, আরশদীপ সিংহ, মার্কাস স্টোইনিস, মার্কো জানসেন, নেহাল ওয়াধেরা, গ্লেন ম্যাক্সওয়েল, প্রিয়াংশ আর্য, যশ ইংলিস, আজমাতুল্লাহ ওমরজাই, লকি ফার্গুসন, বিশাখ বিজয়কুমার, যশ ঠাকুর, হরপ্রীত ব্রার, অ্যারন হার্ডি, বিষ্ণু বিনোদ, জেভিয়ার বার্লেট, কুলদীপ সেন, প্রবীণ দুবে, পাইলা অবিনাশ, সূর্যাংশ শেড়গে, মুশির খান,হরনুর পান্নু, শশাঙ্ক সিংহ, প্রভসিমরন সিংহ। (Photo Courtesy- IPL X)
advertisement
রাজস্থান রয়্যালস: যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন, ধ্রুব জুরেল, রিয়ান পরাগ, শিমরন হেটমেয়ার, সন্দীপ শর্মা, জফ্রা আর্চার, তুষার দেশপান্ডে, ওয়ানিন্দু হাসরঙ্গা, মাহিশ থিকসানা, নীতীশ রানা, ফজলহক ফারুকি, কোয়েনা মাফাকা, আকাশ মাধোয়াল, বৈভব সূর্যবংশী, শুভম দুবে, যুধবীর চড়ক, অশোক শর্মা, কুণাল রাঠোর, কুমার কার্তিকে। (Photo Courtesy- IPL X)
advertisement
সানরাইজার্স হায়দরাবাদ: হেনরিখ ক্লাসেন, প্যাট কামিন্স, অভিষেক শর্মা, ট্রেভিস হেড, নীতীশ রেড্ডি, ঈশান কিশান, মহম্মদ শামি, হর্ষল প্যাটেল, অভিনব মনোহর, রাহুল চহার, অ্যাডাম জাম্পা, সিমরজিত সিংহ, এশান মালিঙ্গা, ব্রাইডন কার্স, জয়দেব উনাদকাট, কামিন্দু মেন্ডিস, জিশান আনসারি, সচিন বেবি, অনিকেত বর্মা, অথর্ব তাইদে। (Photo Courtesy- IPL X)