ঘূর্ণিঝড়ের চোখরাঙানি, শুক্রবার খেলা না হলে কে যাবে ফাইনালে? রয়েছে নিয়ম
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Ipl 2024 qualifier 2 Srh vs RR: এমনটা হলে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলই ফাইনালে উঠবে। অর্থাৎ সানরাইজার্স হায়দরাবাদ ফাইনালে উঠবে। ফাইনালে তারা কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে। নেট রান রেটে রাজস্থানের চেয়ে এগিয়ে সানরাইজার্স হায়দরাবাদ, তাই তারা ফাইনালে উঠবে।
কলকাতা: আইপিএল ২০২৪- এর এলিমিনেটর ম্যাচ খেলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং রাজস্থান রয়্যালস। ওই ম্যাচে রাজস্থান ৪ উইকেটে দুর্দান্ত জয় পেয়েছে।
এবার রাজস্থান রয়্যালস কোয়ালিফায়ার ২-এ মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদের। এই দুই দলের মধ্যে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচটি ২৪ মে শুক্রবার চেন্নাইতে অনুষ্ঠিত হবে। আজ আমরা জানব এই দুই দলের মধ্যে ম্যাচটি যদি বাতিল হয়ে যায়, তা হলে কোন দল ফাইনালে উঠবে?
শুক্রবার চেন্নাইয়ের আবহাওয়া পরিষ্কার থাকার কথা। তাই সেখানে বৃষ্টির সম্ভাবনা কম। কিন্তু যদি বৃষ্টি হয় এবং ম্যাচটি ৫ ওভারও না হয় তা হলে ম্যাচটি বাতিল হয়ে যাবে।
advertisement
advertisement
আরও পড়ুন- হার্দিক-নাতাশার সম্পর্কে ফাটল! শীঘ্রই বিচ্ছেদ? টি-২০ বিশ্বকাপের আগে জোর জল্পনা
এমনটা হলে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলই ফাইনালে উঠবে। অর্থাৎ সানরাইজার্স হায়দরাবাদ ফাইনালে উঠবে। ফাইনালে তারা কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে। নেট রান রেটে রাজস্থানের চেয়ে এগিয়ে সানরাইজার্স হায়দরাবাদ, তাই তারা ফাইনালে উঠবে।
সানরাইজার্স হায়দরাবাদ এবং রাজস্থান রয়্যালস এখনও পর্যন্ত আইপিএলে মোট ১৯ বার মুখোমুখি হয়েছে। সানরাইজার্স হায়দরাবাদ ১৯টি ম্যাচের মধ্যে ১০টি জিতেছে, রাজস্থান রয়্যালস ১৯টি ম্যাচের মধ্যে মাত্র ৯টি জিতেছে। শুক্রবার অনুষ্ঠিত ম্যাচে কোন দল জিতবে সেটাই এখন দেখার।
advertisement
দুই দলেরই একাদশ এমন হতে পারে:
রাজস্থান রয়্যালস- যশস্বী জয়সওয়াল, টম কোহলার-ক্যাডমোর, সঞ্জু স্যামসন (অধিনায়ক), রিয়ান পরাগ, ধ্রুব জুরেল, শিমরন হেটমায়ার, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, আভেশ খান, সন্দীপ শর্মা, যুজবেন্দ্র চাহাল, রোভম্যান পাওয়েল।
আরও পড়ুন- গর্ভবতী স্ত্রীর লুকিয়ে প্রেম! পিঠে ছুড়ি মারে বন্ধু! সেই ক্রিকেটার আর IPL-এ নেই
সানরাইজার্স হায়দরাবাদের সম্ভাব্য একাদশ: ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা, নীতিশ রেড্ডি, রাহুল ত্রিপাঠি, হেনরিক ক্লাসেন, আবদুল সামাদ, শাহবাজ আহমেদ, প্যাট কামিন্স (অধিনায়ক), সানভির সিং, ভুবনেশ্বর কুমার, জয়দেব উনাদকাট, টি নটরাজন।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
May 23, 2024 6:25 PM IST