জমে গেল আইপিএল! প্লে-অফের জন্য ৭টা টিমের লড়াই, ৩ নম্বর দলের বিদায় নিশ্চিত!
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Ipl 2024 play off scenario: আমরা যদি আইপিএল ২০২৪-এর পয়েন্ট টেবিলের দিকে তাকাই তবে দেখা যাবে, টানা ৬ ম্যাচ হেরে জয়ের হ্যাটট্রিক করা আরসিবি সমস্ত ম্যাচ জিতেও মাত্র ১৪ পয়েন্টে পৌঁছতে সক্ষম হবে। গুজরাত টাইটান্স দলেরও একই অবস্থা। বাকি ৩ ম্যাচ জিতেও তারা ১৪ পয়েন্টে পৌঁছবে। মুম্বাইয়ের অবস্থা সবচেয়ে খারাপ। আর মাত্র ৩টি ম্যাচ বাকি আছে তাদের। সব ম্যাচ জিতলেও তারা ১২ পয়েন্টে পৌঁছতে পারবে।
কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এই মরসুমে এখনও পর্যন্ত প্লে-অফের জন্য প্রতিদ্বন্দ্বী দলগুলোর বিষয়ে ছবি পরিষ্কার নয়। তিনটি দলের জন্য পরবর্তী রাউন্ডে যাওয়া কঠিন হয়ে পড়েছে। এদিকে ৭ টি দল ১৬ পয়েন্ট নিয়ে লিগ পর্ব শেষ করতে পারে।
এরই মধ্যে ১৬ পয়েন্টে পৌঁছেছে রাজস্থান রয়্যালস। প্লে অফের জন্য কলকাতা নাইট রাইডার্সের রাস্তাও প্রায় পরিষ্কার। আইপিএল ২০২৪-এ এখনও পর্যন্ত সমস্ত দল ১০টি করে ম্যাচ খেলেছে।
আরও পড়ুন- চমক দিল বাজাজ! অনেকের প্রিয় Pulsar এবার নতুন ফিচার নিয়ে হাজির, দেখার মতো লুক
বর্তমানে রাজস্থান রয়্যালস ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। কলকাতা ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। লখনউ সুপার জায়ান্টস এবং সানরাইজার্স হায়দরাবাদের ১২ পয়েন্ট।
advertisement
advertisement
চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসের রয়েছে ১০ পয়েন্ট। এছাড়া রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, পঞ্জাব কিংস ও গুজরাত টাইটানসের ৮ পয়েন্ট। মুম্বাই ইন্ডিয়ান্সের খাতায় মাত্র ৬ পয়েন্ট।
পরিস্থিতি যা তাতে ৭ টি দল ১৬ পয়েন্টে পৌঁছতে পারে। টুর্নামেন্টে অংশগ্রহণকারী ১০ টি দলের মধ্যে ৭ টি দলের ১৬ বা তার বেশি পয়েন্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা, হায়দরাবাদ, লখনউ এবং চেন্নাই ১০টি ম্যাচ খেলেছে। বাকি ৪টি ম্যাচ জিতে ১৬ পয়েন্ট বা তার বেশি হতে পারে তাদের। দিল্লি ও পঞ্জাব বাকি সব ম্যাচ জিতলে ১৬ পয়েন্টে পৌঁছতে পারে।
advertisement
আরও পড়ুন- বাড়িতে দেড় টন এসি! AC না চললে কি ঢেকে রাখতে হয়? অনেকেই না জেনে ভুল করেন
আমরা যদি পয়েন্ট টেবিলের দিকে তাকাই তবে দেখা যাবে, টানা ৬ ম্যাচ হেরে জয়ের হ্যাটট্রিক করা আরসিবি সমস্ত ম্যাচ জিতেও মাত্র ১৪ পয়েন্টে পৌঁছতে সক্ষম হবে। গুজরাত টাইটান্স দলেরও একই অবস্থা। বাকি ৩ ম্যাচ জিতেও তারা ১৪ পয়েন্টে পৌঁছবে। মুম্বাইয়ের অবস্থা সবচেয়ে খারাপ। আর মাত্র ৩টি ম্যাচ বাকি আছে তাদের। সব ম্যাচ জিতলেও তারা ১২ পয়েন্টে পৌঁছতে পারবে।
Location :
Kolkata,West Bengal
First Published :
May 05, 2024 4:17 PM IST