MS Dhoni: আইপিএল থেকে ছিটকে গেলেন এমএস ধোনি? ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
MS Dhoni: বয়স বাড়লেও তাঁর ছয় মারার খিদে যে এতটুকু কমনে তা আইপিএল ২০২৪-এ একাধিস প্রমাণ করে দিয়েছেন এমএস ধোনি। কিন্তু এবার ধোনির ভিডিও ঘিরে তৈরি হয়েছে উদ্বেগ।
মুম্বই: বয়স বাড়লেও তাঁর ছয় মারার খিদে যে এতটুকু কমনে তা আইপিএল ২০২৪-এ একাধিক প্রমাণ করে দিয়েছেন এমএস ধোনি। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে শেষ ম্যাচে ধোনির ৪ বলে ২০ রানের ইনিংসটাই পার্থক্য গড়ে দিয়েছিল। ইতিমধ্যেই অনেক ফ্যানেরা বিসিসিআইকে ধোনির অবসর ভাঙিয়ে টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলে কামব্যাক করানোর আবদারও করেছেন। যদিও এবারের আইপিএলের পরই ধোনি অবসর নেবে বলে মনে করা হচ্ছে।
কিন্তু এরই মধ্যে একটি ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। যেখানে দেখা গিয়ে খোঁড়াচ্ছেন ধোনি। মুম্বই ম্যাচ শেষে টিম বাসে ওঠার আগে সিঁড়ি দিয়ে নামার সময় রায়নার হাত ধরে নামতে দেখা যায় ধোনিকে। খুঁড়িয়ে হাঁটতেও দেখা যায়। মুম্বই ম্যাচের সময় মাঠেও খোঁড়াতে দেখা গিয়েছিল। এই ভিডিও উদ্বেগ তৈরি করেছে ধোনি ফ্যানেদের মধ্যে। ধেনির কী ফের হাঁটুর ব্যথায় কাবু? আইপিএলের আগামী ম্যাচগুলি কী আর খেলতে পারবেন না? উঠছে নানা প্রশ্ন।
advertisement
Suresh Raina helping Thala Dhoni when he was limping. 🥺💛pic.twitter.com/Q4yYFGujCn
— 🜲 (@balltamperrer) April 15, 2024
advertisement
তবে চেন্নাই সুপার কিংসের তরফে এখনও ধোনির চোট নিয়ে তেমন কোনও আপডেট দেওয়া হয়নি। ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ছে। ধোনি ও রায়নার বন্ধুত্ব আরও একবার সকলের মন জিতে নিয়েছে ঠিকই। কিন্তু ধোনির হাঁটুর পরিস্থিতি নিয়ে সিএসকেক দলের তরফ থেকে কোনও সরকারি বিবৃতি আসে কিনা সেই অপেক্ষাতেই রয়েছেন কোটি কোটি ফ্যানেরা।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 16, 2024 12:45 PM IST