KKR vs SRH IPL 2024 Final: কেকেআর পেয়ে গেল দ্বিতীয় 'সুনীল নারিন'! ফাইনালে প্রথম একাদশে খেলবেন তিনি, ভাইরাল ভিডিও
- Published by:Sudip Paul
Last Updated:
IPL 2024 Final KKR Vs SRH: আইপিএল ২০২৪-এ শেষ ল্যাপে কলকাতা নাইট রাইডার্স। সামনে আর একটি ম্যাচ। সেই বাধা টপকাতে পারলেই এক দশক পর ফের ট্রফি আসতে চলেছে কলকাতায়। তার আগে দ্বিতীয় নারিন কেকেআর শিবিরে।
চেন্নাই: আইপিএল ২০২৪-এ শেষ ল্যাপে কলকাতা নাইট রাইডার্স। সামনে আর একটি ম্যাচ। সেই বাধা টপকাতে পারলেই এক দশক পর ফের ট্রফি আসতে চলেছে কলকাতায়। কোয়ালিফায়ারে সানরাজার্স হায়দরাবাদকে হেলায় হারিয়েছিল কেকেআর। এবার আরও একবার সেই কাজ করে দেখাতে পারলেই কেল্লাফতে। মেগা ফাইনালের আগে ফুরফুরে মেজাজে নাইটরা। কলকাতার অনুশীলনে দেখা মিলল দ্বিতীয় ‘সুনীল নারিনের’।
কি একটু অবাক হলেন। কিন্তু আইপিএল ফাইনালের আগে ভাইরাল কেকেআরের দ্বিতীয় ‘সুনীল নারিন’-এর ভিডিও। ফ্র্যাঞ্চাইজির তরফ থেকে শেয়ার করা হয়েছে সেই ভিডিও। আর সবথেকে আশ্চর্যের বিষয় হল সেই ক্রিকেটার ফাইনালে খেলবেনও। কারণ সেই ক্রিকেটারের নাম হল কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার। আসলে পুরোটাই মজার ছলে।
কেকেআরের তরফ থেকে যে ভিডিও শেয়ার করা হয়েছে তাতে দেখা গিয়েছে অবিকল সুনীল নারিনের স্টাইলে বোলিং করছেন শ্রেয়স আইয়ার। দৌড়ানো, বল লুকিয়ে নিয়ে আসা থেকে ডেলিভারি স্টাইল পুরোটাই নারিনের মত নকল করে দেখিয়েছেন শ্রেয়স আইয়ার। শেষে আবার নারিন ও শ্রেয়সের বোলিং স্টাইল একসঙ্গেও দেখানো হয়েছে। যা ঝড় তুলেছে নেট দুনিয়ায়।
advertisement
advertisement
Skipper Shreyas. Bowling style: T20 GOAT! 😉 pic.twitter.com/QeC5iBrsFG
— KolkataKnightRiders (@KKRiders) May 25, 2024
প্রসঙ্গত, ২০১২ ও ২০১৪ সালে গৌতম গম্ভীরের অধিনায়কত্বে দুবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। মাঝে ১০ বছরের খরা। এবার শ্রেয়স আইয়ারের অধিনায়কত্বে তৃতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি কেকেআরের সামনে। বড় ম্যাচের আগে নিজেকে রিল্যাক্সড রাখতেই নেটে শ্রেয়সের নতুন পন্থা বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 26, 2024 12:46 PM IST