KKR vs SRH IPL 2024 Final: চ্যাম্পিয়ন কেকেআরকে শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রীর, করলেন ভবিষ্যতের সাফল্য কামনা

Last Updated:

IPL 2024 Final KKR Vs SRH: একতরফা ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে উড়িয়ে দিয়ে তৃতীয় বারের জন্য আইপিএল চ্যাম্পিয়ন হল কলকাতা নাইট রাইডার্স। শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

চিপক: একতরফা ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে উড়িয়ে দিয়ে তৃতীয় বারের জন্য আইপিএল চ্যাম্পিয়ন হল কলকাতা নাইট রাইডার্স। একদিক যখন ঘূর্ণিঝড় রিমল আছড়ে পড়ছে বাংলায়। ঠিক তখন চেন্নাইয়ের চিপকে কেকেআরের ঝড়ে খড়কুটোর মত উড়ে গেল সানরাইজার্স হায়দরাবাদ। অরেঞ্জ আর্মির দেওয়া ১১৩ রান তাড়া করতে নেমে ৫৭ বল বাকি থাকতে ৮ উইকেটে ম্যাচ জেতে নাইটরা।
চ্যাম্পিয়ন হওয়ার পর কেকেআরকে শুভেচ্ছা জানান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়া সাইট এক্সে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন,”কলকাতা নাইট রাইডার্সের জয়ে সারা বাংলায় উৎসবের আমেজ বইছে। আইপিএলের এই মরশুমে রেকর্ড ভাঙা পারফরম্যান্সের জন্য আমি ব্যক্তিগতভাবে খেলোয়াড়, কোচ, সাপোর্টিং স্টাফ এবং ফ্র্যাঞ্চাইজিদের অভিনন্দন জানাতে চাই। আগামী বছরগুলিতে আরও এইরকম মনমুগ্ধকর বিজয় কামনা করছি।”
advertisement
advertisement
advertisement
প্রসঙ্গত, ম্যাচে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় হায়দরাবাদ। প্রথমে ব্যাট করে কেকেআরের বোলিং দাপটের সামনে মাত্র ১১৩ রানে অলআউট হয়ে যায় সানরাইজার্স। সর্বোচ্চ ৩টি উইকেট নেন রাসেল। আগুন ঝরিয়ে ২ উইকেট নেন স্টার্ক। রান তাড়া করতে নেমে ১০ ওভার ৩ বলে জয়ের লক্ষ্যে পৌছে যায় কেকেআর। সর্বোচ্চ ৫২ রান করেন ভেঙ্কটেশ আইয়ার। এছাড়া ৩৯ রানের ইনিংস খেলেন রহমানউল্লাহ গুরবাজ।
বাংলা খবর/ খবর/খেলা/
KKR vs SRH IPL 2024 Final: চ্যাম্পিয়ন কেকেআরকে শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রীর, করলেন ভবিষ্যতের সাফল্য কামনা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement