IPL 2024 final: শনিবার ভেস্তে গেল কেকেআরের প্র্যাকটিস, চেন্নাইতে রবিবার ফাইনালে বৃষ্টির সম্ভাবনা কতটা?

Last Updated:

IPL 2024 final: রবিবার আইপিএল ফাইনালে ঘূর্ণিঝড় রিমলের দাপটের সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয় বৃষ্টিও হতে পারে চেন্নাইয়ে, থাকতে পারে মেঘলা আকাশও।

ফাইনালে বৃষ্টি হবে?
ফাইনালে বৃষ্টি হবে?
চেন্নাই: রবিবারই বাংলায় আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় রিমল। অন্য দিকে রবিবারই চেন্নাইতে আইপিএল ফাইনালে মুখোমুখি হতে চলেছে কলকাতা এবং হায়দরাবাদ।
রবিবার আইপিএল ফাইনালে ঘূর্ণিঝড় রিমলের দাপটের সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয় বৃষ্টিও হতে পারে চেন্নাইয়ে, থাকতে পারে মেঘলা আকাশও। স্থানীয় আবহাওয়া রিপোর্ট অনুযায়ী, এখনও পর্যন্ত রেমালের সরাসরি প্রভাব পড়ার খবর নেই চেন্নাইতে। তবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী শহরটিতে। শনিবার সেখানে ১০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা ছিল। রবিবার এই সম্ভাবনা কমে দাঁড়াবে ৪ শতাংশ। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা মাত্র এক শতাংশ। তবে ফাইনালের দিন মেঘাচ্ছন্ন থাকবে চেন্নাইয়ের আকাশ। ‍
advertisement
advertisement
প্রসঙ্গত, আইপিএল ফাইনালের আগে অনুশীলন করতে পারল না কেকেআর। বৃষ্টির কারণে নাইটদের অনুশীলন বাতিল করা হল। হায়দরাবাদ আগেই জানিয়েছিল তারা ম্যাচের আগের দিন অনুশীলন করবে না। কলকাতা তিন ঘণ্টার জন্য অনুশীলন করার পরিকল্পনা করলেও শেষ পর্যন্ত বৃষ্টির কারণে তা সম্ভব হয়নি।
advertisement
রবিবার বৃষ্টিতে খেলা বিঘ্নিত হলেও অতিরিক্ত ১২০ মিনিট বরাদ্দ রাখা হবে। অর্থাৎ, ম্যাচ হওয়ার জন্য ২ ঘণ্টা বেশি সময় থাকবে। একান্তই যদি বৃষ্টিতে রবিবার ম্যাচ ভেস্তে যায়, তা হলে সোমবার রিজার্ভ ডে-তে খেলা হবে। রিজার্ভ ডে-তেও যদি বৃষ্টি হয় এবং ম্যাচ ভেস্তে যায় তা হলে আইপিএল চ্যাম্পিয়ন হবে কেকেআর। আইপিএলের নিয়ম অনুযায়ী, ফাইনাল ম্যাচ যদি রিজার্ভ ডে-তেও না হয় তা হলে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা দলকে বিজয়ী ঘোষণা করা হয়। এক্ষেত্রে সানরাইজার্সের থেকে এগিয়ে কেকেআর।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2024 final: শনিবার ভেস্তে গেল কেকেআরের প্র্যাকটিস, চেন্নাইতে রবিবার ফাইনালে বৃষ্টির সম্ভাবনা কতটা?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement