LSG vs DC: লখনউকে হারিয়ে প্লেঅফের দৌড়ে টিকে থাকল দিল্লি, প্লেঅফ পাকা হয়ে গেল রাজস্থানের
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IPL 2024 LSG vs DC: মরণ-বাঁচন ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে দুরন্ত জয় দিল্লি ক্যাপিটালসের। হাইস্কোরিং ম্যাচে লড়াই করেও হার লখনউ সুপার জায়ান্টসের।
মরণ-বাঁচন ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে দুরন্ত জয় দিল্লি ক্যাপিটালসের। হাইস্কোরিং ম্যাচে লড়াই করেও হার লখনউ সুপার জায়ান্টসের। টানটান ম্যাচে কেএল রাহুলের দলকে ১৯ হারাল দিল্লি ক্যাপিটালস। এই জয়ের ফলে প্লেঅফের ওঠার আশা ক্ষীণ হলেও টিকে থাকল ঋষভ পন্থের দলের। ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৮ রান করে দিল্লি। জবাবে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮৯ রান করে লখনউ। দিল্লি জিততেই প্লেঅফ পাকা হয়ে গেল রাজস্থান রয়্যালসের। রান রেটে অন্যান্য দলের থেকে এগিয়ে থাকায় ২ ম্যাচ বাকি থাকতেই ১৬ পয়েন্ট নিয়ে প্লেঅফে রাজস্থান।
ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় এলএসজি। ব্যাট করতে নেমে ম্যাকগার্ক খাতা না খুলেই সাজঘরে ফেরে। দিল্লির হয়ে ওপেনিংয়ে দুরন্ত ব্যাটিং করেন অভিষেক পোড়েল। বাংলার ছেলে ৩৩ বলে ৫৮ রানের অনবদ্য ইনিংস খেলেন। তাঁকে সঙ্গ দেন সাই হোপ। ৩৮ রান করেন ক্যারিবিয়ান তারকা। অভিষেক পোড়েল ও সাই হোপের ৯২ রানের পার্টনারশিপের সৌজন্যে ম্যাচে ফেরে দিল্লি।
advertisement
দলের হয়ে ২৩ বলে ৩৩ রানের ইনিংস খেলেন ঋষভ পন্থ। ট্রিস্টান স্টাবস ও পন্থ ৪৭ রানের ঝড়ো পার্টনারশিপ করেন। পন্থ ফিরলে স্লগ ওভারে বিধ্বিংসী ব্যাটিং করেন ট্রিস্টান স্টাবস। ২৫বলে ৫৭ রানের ইনিংসে লখনউ বোলারদের তুলোধনা করেন তিনি। উল্টো দিকে ১৪ রান করেন অক্ষর প্যাটেল। দুজনেই অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত ২০৮ রানে থামে দিল্লি।
advertisement
advertisement
রান তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে লখনউ। কুইন্টন ডিকক, কেএল রাহুল, মার্কাস স্টয়নিস, দীপক হুডা, ক্রণাল পান্ডিয়া, আয়ূশ বাদোনিরা কেউ রান পাননি। একটা সময় ৭১ রানের মধ্যে ৫ উইকেট পড়ে গিয়েছিল এলএসজির। নিকোলাস পূরানের দুরন্ত ব্যাটিংয়ে ম্যাচে ফেরে লখনউ। ২৭ বলে ৬১ রানের ইনিংস খেলেন পুরান।
advertisement
পুরান আউট হতেই ফের লাগাতার উইকেট পড়ে এলএসজির। ১৩৪ রানে ৭ উইকেট হারিয়ে বসে লখনউ। একটা সময় মনে হয়েছিল লখনউয়ের পরাজয় শুধু সময়ের অপেক্ষা। শেষের দিকে ঝোড়ো ব্যাটিং করে এলএসজির জয়ের আশা জাগান আরশাদ খান। ৩৩ বলে ৫৮ রানের ইনিংস খেলেন তিনি। অপরাজিত থাকলেও অপরদিক থেকে উইকেট পারায় শেষ রক্ষা হয়নি। ২০ ওভারে ৯ উইকেটে ১৮৯ রানে থামে লখনউ।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 14, 2024 11:59 PM IST