DC vs RR: বাংলার অভিষেকের দুরন্ত ব্যাটিং, ঝড় তুললেন ম্যাকগ্রাক-স্টাবসও, রাজস্থানকে ২২২ টার্গেট দিল দিল্লি

Last Updated:

IPL 2024 DC vs RR: শুরুতে জ্যাক ফ্রেসার ম্যাকগ্রাকের ব্যাটং তাণ্ডব ও পরে অভিষেক পোড়েলের অনবদ্য ব্যাটিং। শেষের দিকে ট্রিস্টান স্টাবসের মারকাটারি ব্যাটিং। রাজস্থানকে ২২২ টার্গেট দিল দিল্লি।

দিল্লি: শুরুতে জ্যাক ফ্রেসার ম্যাকগ্রাকের ব্যাটং তাণ্ডব ও পরে অভিষেক পোড়েলের অনবদ্য ব্যাটিং। শেষের দিকে ট্রিস্টান স্টাবসের মারকাটারি ব্যাটিং। এই ৩ ব্যাটারের সৌজন্যে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে কার্যত ডু অর ডাই ম্যাচে ২২২ রানের টার্গেট দিল দিল্লি ক্যাপিটালস। দিল্লির হয়ে সর্বোচ্চ ৩৬ বলে ৬৫ রানের ইনিংস খেলেন বাংলার ছেলে অভিষেক পোড়েল। এছাড়া ২০ বলে ৫০ করেন ম্যাকগ্রাক। ২০ বলে ৪১ করেন ট্রিস্টান স্টাবস।
ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় রাজস্থান রয়্যালস। দিল্লি ক্যাপিটালসের হয়ে ওপেনিং জুটিতে দুরন্ত শুরু করেন জ্যাক ফ্রেসার ম্যাকগ্রাক ও বাংলার ছেলে অভিষেক পোড়েল। শুরু থেকে বিধ্বংসী মেজাজে ব্যাটিং করেন ম্যাকগ্রাক। রীতিমত রাজস্থান বোলারদের নিয়ে ছেলেখেলা করেন তিনি। ৪ ওভারের মধ্যে দলের স্কোর ৬০ রানে পৌছে দেন ম্যাকগ্রাক। ১৯ বলে নিজের হাফ সেঞ্চুরি পূরণ করেন তিনি। তবে ৫০ করেই আউট হন তিনি।
advertisement
এরপর একদিক থেকে অভিষেক পোড়েব আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে যান। কিন্তু ভাল শুরু করেও ওপেনিং জুটি ভাঙতেই অপর দিক থেকে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে দিল্লি। রানরেট ভাল থাকলেও শাই হোপ ১, ঋষভ পন্থ ও অক্ষর প্যাটেল দুজনেই ১৫ রান করে আউট হন। অপরদিকে, নিজের অর্ধশতরান করেন অভিষেক পোড়েল। অবশেষে ৩৬ বলে ৬৫ রান করে সাজঘরে ফেরেম অভিষেক পোড়েল।
advertisement
advertisement
শেষের দিকে ট্রিস্টান স্টাবস ও গুলবদিন নইব দিল্লির ইনিংসের রাশ ধরেন। আক্রমণাত্মক ব্যাটিং করে দলের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে স্টাবস। গুলবদিন তাকে সঙ্গ দেন। ৪৫ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ করে তারা। ১৯ রান করে আউট হন গুলবদিন নইব। স্টাবসের মারকাটারি ব্যাটিংয়ে ভর কর ২০০-পার করে দিল্লি। ২০ বলে ৪১ রানের ইনিংস খেলে আউট হন ট্রিস্টান স্টাবস। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২২১ রান করে দিল্লি ক্যাপিটালস।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
DC vs RR: বাংলার অভিষেকের দুরন্ত ব্যাটিং, ঝড় তুললেন ম্যাকগ্রাক-স্টাবসও, রাজস্থানকে ২২২ টার্গেট দিল দিল্লি
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement