CSK vs RCB: অধিনায়ক বদল হলেও দাপট একইরকম, আরসিবিকে ৬ উইকেটা হারাল 'অভিভাবক' ধোনির সিএসকে
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IPL 2024 CSK vs RCB Match Highlights: অধিনায়ক বদলালেও বদলানো চেন্নাই সুপার কিংসের দাপট। ব্যাটে-বলে দাপটের সঙ্গে পারফর্ম করে আইপিএল ২০২৪-এর প্রথম ম্যাচে আরসিবিকে ৬ উইকেটে হারাল সিএসকে।
চেন্নাই: অধিনায়ক বদলালেও বদল নেই চেন্নাই সুপার কিংসের দাপটে। ধোনির ছায়া দেখা গিল রুতুরাজ গায়কোয়াড়ের মধ্যে। তবে মাঠে খেলা নিয়ন্ত্রণ করত বেশির ভাগ সময় দেখা গেল সেই ধোনিকেই। গত মরশুমে চ্যাম্পিয়ন হয়ে যেখানে শেষ করেছিল সিএসকে, নতুন মরশুমে সেই ছন্দেই শুরু করল পাঁচবারের আইপিএল জয়ীরা। ব্যাটে-বলে দাপটের সঙ্গে পারফর্ম করে আইপিএল ২০২৪-এর প্রথম ম্যাচে আরসিবিকে ৬ উইকেটে হারাল সিএসকে। আইপিএলে প্রথম অধিনায়ক হিসেবে জয় দিয়ে শুরু করলেন রুতুরাজ গায়কোয়াড়। তবে ‘অভিভাবক’ এখনও বছর ৪২-এর লোকটাই।
ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় আরসিবি। কিন্তু মুস্তাফিজুর রহমান একাই ধস নামিয়ে দেন আরসিবির তারকাখোচিত ব্যাটিং লাইনে। ফাফ ডুপ্লেসির ৩৫ ও বিরাট কোহলির ২১ রান ছাড়া ব্যাঙ্গালোরের টপ অর্ডারে কেউ সম্মানজনক করতে পারেননি। একটা সময় ৭৮ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় আরসিবি। মুস্তাফিজুর একাই নেন ৪ উইকেট।
advertisement
এরপর অভিজ্ঞ দীনেশ কার্তিক ও তরুণ অনুজ রাওয়াত মিলে দলের ইনিংসের রাশ ধরেন। একদিকে ঠান্ডা মাথায় ব্যাটিং করেন ডিকে। অপরদিকে মারকাটারি ইনিংস খেলেন অনুজ। ৯৫ রানের দুরন্ত পার্টনারশিপ করে আরসিবিকে লড়াই করার মত জায়গায় পৌছে দেন। ২৫ বলে ৪৮ রান করে ইনিংসের শেষ বলে রান আউট হন অনুজ রাওয়াত। ২৬ বলে ৩৮ করে অপরাজিত থাকেন কার্তিক। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৩ রান করে আরসিবি।
advertisement
advertisement
রান তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং শুরু করে চেন্নাই সুপার কিংস। নির্দিষ্ট রানের ব্যবধানে উইকেট পড়লেও রানের গতিবেগ কমাননি সিএসকে ব্যাটাররা। রুতুরাজ গায়কোয়াড় ১৫, রাচিন রবীন্দ্র ঝোডডো ৩৭, অজিঙ্কে রাহানে ২৭, ড্যারিল মিচেল ২২ রান করে। তবে একটা সময় ১১০ রানে ৪ উইকেট হারানোর পর মনে হয়েছিল লক্ষ্যে পৌছতে চাপ হতে পারে চেন্নাইয়ের।
advertisement
তবে এরপর রবীন্দ্র জাদেজা ও ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামা শিবম দুবে ঠান্ডা মাথায় ব্যাটিং করে দলের স্কোর বোর্ড এগিয়ে নিয়ে যান। প্রয়োজন আক্রমণাত্মক শটও খেলেন দুজনে। শেষ পর্যন্ত ১৮.৪ ওভারেই জয়ের লক্ষ্য়ে পৌছে যায় চেন্নাই সুপার কিংস। ২৮ বলে ৩৪ রান করে অপরাজিত থাকেন শিবম দুবে ও ১৭ বলে ২৫ রান করে অপরাজিত থাকেন রবীন্দ্র জাদেজা।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 23, 2024 12:18 AM IST