KKR News: প্রথম ম্যাচের আগেই খারাপ খবর! মহাতারকাকে পাবে না কেকেআর? অশনি সংকেত রানার কথায়

Last Updated:
Kolkata Knight Riders: শনিবার আইপিএল ২০২৪-এর প্রথম ম্যাচ খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স। ইডেন গার্ডেন্সে কেকেআরের প্রতিপক্ষ সানরাইডজার্স হায়দরাবাদ। কিন্তু প্রথম ম্যাচে নামার আগে নীতিশ রানার মন্তব্য বাড়াল চিন্তা।
1/7
শনিবার আইপিএল  ২০২৪-এর প্রথম ম্যাচ খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স।  ইডেন গার্ডেন্সে কেকেআরের প্রতিপক্ষ সানরাইডজার্স হায়দরাবাদ। কিন্তু প্রথম ম্যাচে নামার আগে নীতিশ রানার মন্তব্য বাড়াল চিন্তা।
শনিবার আইপিএল ২০২৪-এর প্রথম ম্যাচ খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স। ইডেন গার্ডেন্সে কেকেআরের প্রতিপক্ষ সানরাইডজার্স হায়দরাবাদ। কিন্তু প্রথম ম্যাচে নামার আগে নীতিশ রানার মন্তব্য বাড়াল চিন্তা।
advertisement
2/7
চিন্তার কারণ হল শ্রেয়স আইয়ার। গত মরশুমে চোটের কারণে গোটা আইপিএল খেলেননি শ্রেয়স আইয়ার। অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে বিশ্বকাপে ভারতীয় দলে ফেরেন শ্রেয়স। বিশ্বকাপে ভাল পারফর্মও করেন তিনি।
চিন্তার কারণ হল শ্রেয়স আইয়ার। গত মরশুমে চোটের কারণে গোটা আইপিএল খেলেননি শ্রেয়স আইয়ার। অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে বিশ্বকাপে ভারতীয় দলে ফেরেন শ্রেয়স। বিশ্বকাপে ভাল পারফর্মও করেন তিনি।
advertisement
3/7
তবে গত ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের সময়েই পিঠের পুরনো পিঠের ব্যথায় ফের কাবু হন শ্রেয়স। পিঠে ব্যাথা অনুভব করার জন্যই ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শেষ ৩টি টেস্টে মাঠে নামেননি আইয়ার। তবে মুম্বইয়ের হয়ে রঞ্জি ট্রফির  ফাইনাল খেলতে গিয়ে চতুর্থ দিনে ব্যাটিংয়ের সময় ফের পিঠে ব্যথা অনুভব করেন তিনি।
তবে গত ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের সময়েই পিঠের পুরনো পিঠের ব্যথায় ফের কাবু হন শ্রেয়স। পিঠে ব্যাথা অনুভব করার জন্যই ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শেষ ৩টি টেস্টে মাঠে নামেননি আইয়ার। তবে মুম্বইয়ের হয়ে রঞ্জি ট্রফির ফাইনাল খেলতে গিয়ে চতুর্থ দিনে ব্যাটিংয়ের সময় ফের পিঠে ব্যথা অনুভব করেন তিনি।
advertisement
4/7
শ্রেয়সের আইপিএল খেলা নিয়ে সংশয় দেখা দেয় সেই থেকেই। যদিও যথা সময়ে তিনি নাইট শিবিরে যোগ দেন। মনে করা হয়ছিল পুরোপুরি ফিট তিনি। কিন্তু কেকেআরের প্রথম ম্যাচের আগে নীতিশ রানার মন্তব্যে শুনে মনে হচ্ছে এখনও পুরোপুরি ফিট নন শ্রেয়স।
শ্রেয়সের আইপিএল খেলা নিয়ে সংশয় দেখা দেয় সেই থেকেই। যদিও যথা সময়ে তিনি নাইট শিবিরে যোগ দেন। মনে করা হয়ছিল পুরোপুরি ফিট তিনি। কিন্তু কেকেআরের প্রথম ম্যাচের আগে নীতিশ রানার মন্তব্যে শুনে মনে হচ্ছে এখনও পুরোপুরি ফিট নন শ্রেয়স।
advertisement
5/7
এসআরএইচ ম্যাচের আগে নীতিশ রানা বলেছেন,"শ্রেয়স দলের সঙ্গে যোগ দিয়েছে এবং ও মোটামুটি ফিট। অবশ্যই অতীতে ওর ফিটনেস ইস্যু ছিল এবং এগুলোকে হাল্কাভাবে নিতে পারি না। আশা করছি পুরো মরশুম ওকে পাওয়া যাবে।"
এসআরএইচ ম্যাচের আগে নীতিশ রানা বলেছেন,"শ্রেয়স দলের সঙ্গে যোগ দিয়েছে এবং ও মোটামুটি ফিট। অবশ্যই অতীতে ওর ফিটনেস ইস্যু ছিল এবং এগুলোকে হাল্কাভাবে নিতে পারি না। আশা করছি পুরো মরশুম ওকে পাওয়া যাবে।"
advertisement
6/7
এছাড়াও রানা বলেন,"শ্রেয়সের চোট নিয়ে পুরোপুরি  নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। তবে যদি তেমন পরিস্থিতি তৈরি হয় এবং আমাকে ফের ক্যাপ্টেনের আর্ম ব্যান্ড পরতে হয়, তাহলে আমি পুরোপুরি প্রস্তুত।"
এছাড়াও রানা বলেন,"শ্রেয়সের চোট নিয়ে পুরোপুরি নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। তবে যদি তেমন পরিস্থিতি তৈরি হয় এবং আমাকে ফের ক্যাপ্টেনের আর্ম ব্যান্ড পরতে হয়, তাহলে আমি পুরোপুরি প্রস্তুত।"
advertisement
7/7
নীতিশ রানার এই মন্তব্যর পরই আশঙ্কা তৈরি হয়েছে যে তাহলে কী আইপিএলের প্রথম দিকের কিছু ম্যাচে পাওয়া যাবে না শ্রেয়স আইয়ারকে। উত্তর পেতে অপেক্ষা করতেহবে শনিবারের টিম ঘোষণা পর্যন্ত।
নীতিশ রানার এই মন্তব্যর পরই আশঙ্কা তৈরি হয়েছে যে তাহলে কী আইপিএলের প্রথম দিকের কিছু ম্যাচে পাওয়া যাবে না শ্রেয়স আইয়ারকে। উত্তর পেতে অপেক্ষা করতেহবে শনিবারের টিম ঘোষণা পর্যন্ত।
advertisement
advertisement
advertisement