শেষমেশ দাদা-র মুখে ঋদ্ধির কথা! কেন জাতীয় দল থেকে বাদ বাংলার ছেলে! ব্যাখ্যা সৌরভের
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
এবার আইপিএলে ভালো পারফর্ম করেছেন ঋদ্ধিমান সাহা। তারপরও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দলে সুযোগ পাননি বাংলার ছেলে। বর্তমানে ঘরোয়া ক্রিকেটে ত্রিপুরার হয়ে খেলেন ঋদ্ধি। আর ত্রিপুরার পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায়। এক সাক্ষাৎকারে ঋদ্ধিমানকে নিয়ে এতদিনে মুখ খুললেন সৌরভ।
কলকাতা: ভারতীয় দল থেকে বাদ পড়ার সৌরভ গঙ্গোপাধ্যায় প্রসঙ্গে অভিমানের সুর শোনা গিয়েছিল ঋদ্ধিমান সাহার কন্ঠে। ভারতীয় দলে জায়গা নিয়ে কোনও সমস্যা হবে না বলে তৎকালীন বিসিসিআই প্রেসিডেন্ট ঋদ্ধিকে আশ্বাস দিয়েছিলেন বলে জানিয়েছিলেন। কিন্তু তারপরও কীভাবে ভারতীয় দল থেকে তাঁর ছুটি করে দেওয়া হল তা নিয়ে সন্তুষ্ট ছিলেন না ঋদ্ধিমান সাহা। বর্তমানে প্রায় ২ বছর হয়ে গেল টিম ইন্ডিয়ার বাইরে ঋদ্ধিমান সাহা।
সেই সময় ভারতীয় টিম ম্যানেজমেন্ট নিয়ে নানা ক্ষোভ ঋদ্ধিমান সাহা উগরে দিলেও এতদিন কোনও মুখ খোলেননি সৌরভ গঙ্গোপাধ্যায়। এবার আইপিএলে ভালো পারফর্ম করেছেন ঋদ্ধিমান সাহা। তারপরও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দলে সুযোগ পাননি বাংলার ছেলে। বর্তমানে ঘরোয়া ক্রিকেটে ত্রিপুরার হয়ে খেলেন ঋদ্ধি। আর ত্রিপুরার পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায়। এক সাক্ষাৎকারে ঋদ্ধিমানকে নিয়ে এতদিনে মুখ খুললেন সৌরভ।
advertisement
advertisement
নতুন দায়িত্ব পাওয়ার পর একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যম দেওয়া সাক্ষাৎকারে সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, ঋদ্ধিমান সাহা ভারতীয় দলে ফের সুযোগ পেলে তিনি খুশি হবেন। সৌরভ বলেন,‘আমি খুব খুশি হব যদি ও সুযোগ পায়। তবে এটা নির্বাচকদের সিদ্ধান্ত। ভারত যখন অস্ট্রেলিয়াকে টেস্ট সিরিজে হারাল তখন কেএস ভরত ছিল কিপার হিসেবে। ঋদ্ধিমান সাহা অবশ্য তার আগে টেস্ট খেলেছেন। তবে ঋষভ পন্থও ছিল। তবে এটা পুরোটাই নির্বাচকদের সিদ্ধান্ত।’ পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারত-অস্ট্রেলিয়ার সম্বাবনা ৫০-৫০ বলে জানিয়েছেন সৌরভ।
advertisement
আরও পড়ুনঃ Akash Madhwal: খেপের মাঠ থেকে আইপিএল! স্বপ্নপূরণ একেই বলে! ইঞ্জিনিয়ার আকাশ এখন মুম্বইয়ের হিরো
প্রসঙ্গত, আইপিএল ২০২৩-এ ঋদ্ধিমান সাহা ১৫ ম্যাচে ২৯৯ রান করেছেন। সর্বোচ্চ স্কোর ৮১। একাধিক ম্যাচে ছোট হলেও কার্যকরী ইনিংস খেলেছেন বাংলার ছেলে। তারপর আশা করা হয়েছিল টেস্ট চ্যাম্পিয়নশিপের দলে সুযোগ পাবেন ঋদ্ধি। যেখানে ঋষভ পন্থ নেই, কেএস ভরতের পারফরম্যান্সও খুব আহামরি নয়। তারপরও ঋদ্ধির জায়গা হয়নি ভারতীয় দলে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 25, 2023 4:47 PM IST