কোহলিকে 'ঝুমে জো পাঠান' গানের স্টেপ শেখালেন শাহরুখ, মেতে উঠল গোটা ইডেন, ভাইরাল ভিডিও
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
আরসিবির বিরুদ্ধে ৮১ রানের বড় ব্যবধানে জয়ের পর উৎসবে মাতেন শাহরুখ খান। এমনকী আরসিবি সুপার স্টার বিরাট কোহলিকে ঝুমে জো পাঠান গানের স্টেপ শেখাতে দেখা যায় শাহরুখকে। যেই ভিডিও এখন ভাইরাল নেট দুনিয়ায়।
কলকাতা: বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে আরসিবির বিরুদ্ধে কেকেআরের বড় জয়ের সাক্ষী থেকেছেন বলিউড বাদশা ও কেকেআরের অন্যতম কর্ণধার শাহরুখ খান। ম্যাচের শুরু থেকেই আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন এসআরকে। ইডেনে মেয়ে সুহানা খানকে নিয়ে উপস্থিত ছিলেন কিং খান। এছাড়াও উপস্থিত ছিলেন কেকেআরের আরও কর্ণধার অভিনেত্রী জুহি চাওলা। আরসিবির বিরুদ্ধে ৮১ রানের বড় ব্যবধানে জয়ের পর উৎসবে মাতেন শাহরুখ খান। এমনকী আরসিবি সুপার স্টার বিরাট কোহলিকে ঝুমে জো পাঠান গানের স্টেপ শেখাতে দেখা যায় শাহরুখকে। যেই ভিডিও এখন ভাইরাল নেট দুনিয়ায়।
This happened after the Clash Of The Titans 💪🏻 a 🫂 is a must after such high-voltage matches 🫶🏻 How endearing it is to see King Khan @iamsrk teaching the steps of #JhoomeJoPathaan to King Kohli @imVkohli 📸 🕺🏻🕺🏻#KKRvsRCB #ShahRukhKhan #KKR #AmiKKR #RCB #ViratKohli pic.twitter.com/DiHCgb5nbU
— Shah Rukh Khan Universe Fan Club (@SRKUniverse) April 6, 2023
advertisement
advertisement
কেকেআরের ম্যাচ জয়ের পর ইডেনে ভিক্ট্রি ল্যাপ দেন শাহরুখ খান। তারপরই কেকেআর ক্রিকেটারদের আলিঙ্গন করেন ও শুভচ্ছা জানান। তারপর বিরাট কোহলির সঙ্গে কথা বলতে দেখা যায় কিং খানকে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, বিরাট ও শাহরুখ কিছুক্ষণ কথা বলেন। তারপরই শাহরুখের কাছে ঝুমে জো পাঠান গানের স্টেপ করার আবদার জানান। তারপরই কোরিওগ্রাফারের ভূমিকায় অবতীর্ণ হন এসআরকে ও কোহলিকে পাঠান গানের স্টেপ শেখান। শাহরুখ খান ও বিরাট কোহলির যুগলবন্দি দেখে মেতে ওঠে গোটা ইডেন গার্ডেন্স। যেই ভিডিও নেট দুনিয়ায় মুহূর্তে ঝড় তোলে।
advertisement
Two kings in one frame 👑 #KKRvsRCB #ShahRukhKhan #ViratKohli pic.twitter.com/AEIYq92fkz
— Deepak Anil Hariasra (@deepak_hariasra) April 6, 2023
প্রসঙ্গত, ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি কেকেআরের। রহমানউল্লাহ গুরবাজ অর্ধশতরান করলেও একসময় ৮৯ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় কেকেআর। সেখান থেকে দলের ইনিংসের রাশ ধরেন শার্দুল ঠাকুর ও রিঙ্কু। মারকাটারি ব্যাটিং করেন শার্দুল। তাকে ঠান্ডা মাথায় তাকে সঙ্গ দেন রিঙ্কু। শতরানের পার্টনারশিপ করে তারা। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০৪ রান করে কেকেআর। সর্বোচ্চ ৬৮ রান করেন শার্দুল ঠাকুর, ৫৭ রান করেন রহমানউল্লাহ গুরবাজ ও ৪৬ রান করেন রিঙ্কু সিং।
advertisement
আরও পড়ুনঃ KKR vs RCB: ম্যাচ জিততেই নাইটদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর, সোশ্যাল মিডিয়ায় দিলেন বিশেষ বার্তা
রান তাড়া করতে নেমে শুরুটা ভালো করে আরসিবির দুই ওপেনার ফাফ ডুপ্লেসি ও বিরাট কোহলি। কিন্তু কেকেআরের স্পিনাররা আসতেই ঘুড়ে যায় খেলা। নাইটদের স্পিন ত্রয়ী বরুণ চক্রবর্তী, সুনীল নারিন ও আইপিএলের অভিষেককারী সূয়শ শর্মার ভেলকির সামনে অসহায় আত্মসমর্পণ করে আরসিবির তারকাখোচিত ব্যাটিং লাইন। ১২৩ রানে অলআউট হয়ে যায় আরসিবি। ৮১ রানের বড় ব্যবধানে ম্যাচ জেতে নাইটরা।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 07, 2023 1:17 AM IST