অর্জুন তেন্ডুলকর কি সচিন-অঞ্জলির দত্তকপুত্র! চরম প্রশ্ন উসকে দিলেন সারা

Last Updated:

আসলে, সারা এই ছবি এবং ক্যাপশনের মাধ্যমে অর্জুনের সঙ্গে ভাইবোনের খুনসুটি করেছিলেন।

পরিবারের ছবি পোস্ট করে দেখিয়ে দিয়েছেন কীরকমভাবে খাপছাড়া অর্জুন
পরিবারের ছবি পোস্ট করে দেখিয়ে দিয়েছেন কীরকমভাবে খাপছাড়া অর্জুন
মুম্বই: সচিন তেন্ডুলকার, গড অফ ক্রিকেট বা মাস্টারব্লাস্টার তাঁর অনেক নাম , তবে তিনি ব্যাটসম্যান নয় ভারতীয় ক্রিকেটে একজন পেস বোলার হতে চেয়েছিলেন৷ কিন্তু সেটা হয়নি৷ সচিন তেন্ডুলকর তাঁর ব্যাটিং দক্ষতাকে  এতটাই শাণিত করেছিলেন সারা বিশ্বকে তাঁর পদানত করে ফেলেছিলেন৷  মাস্টারব্লাস্টারের ছেলে অর্জুন তেন্ডুলকর আইপিএল ২০২৩-এ  অভিষেক ঘটিয়ে ফেলেছেন৷ এবং বাবার অপূর্ণ ইচ্ছাকেই পূর্ণ করছে তাঁর ছেলে৷ তিনি বোলিং অলরাউন্ডার৷  সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে  অর্জুনকে বোলিং করিয়েছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা।
জয়ের জন্য শেষ ওভারে সানরাইজার্স হায়দরাবাদের প্রয়োজন ছিল ২০ রান। রোহিত শর্মা অর্জুনকেই বড় দায়িত্বের জন্য বেছে নিয়েছিলেন৷  অর্জুনও অধিনায়কের বিশ্বাসের দাম দিয়েছিলেন। ইনিংসের শেষ ওভারে মাত্র ৫ রান দিয়ে দলকে জয় এনে দিয়েছিলেন৷  ১৪ রানের জয় এনে দেন তিনি। ২.৫ ওভারে ১৮ রান দিয়ে আইপিএলের প্রথম উইকেট পান অর্জুন। এই সবের মধ্যে, অর্জুনের বোন সারা তেন্ডুলকারের একটি পুরানো ইনস্টাগ্রাম পোস্ট ভাইরাল হচ্ছে। এতে তিনি অর্জুন কার ছেলে এই নিয়ে প্রশ্ন তুলেছিলেন৷ খোদ নিজের দিদিই তাঁর ভাইয়ের জন্ম নিয়ে প্রশ্ন তুলেছেন৷ তিনি হ্যাশট্যাগে লেখেন অ্যাডপটেড৷
advertisement
আরও দেখুন
advertisement
রইল সেই বহু বিতর্কিত পোস্ট
সারা তেন্ডুলকরের বিতর্কিত পোস্ট - Photo Courtesy- Sara Tendulkar/ Instagram সারা তেন্ডুলকরের বিতর্কিত পোস্ট - Photo Courtesy- Sara Tendulkar/ Instagram
পরিবারের ছবি পোস্ট করে দেখিয়ে দিয়েছেন কীরকমভাবে খাপছাড়া অর্জুন
আসলে, এই পোস্টে পুরো পরিবারের একটি ছবি রয়েছে। যেখানে বাবা সচিন, মা অঞ্জলি সহ সারা ও অর্জুন উপস্থিত রয়েছেন। ছবিতে, অর্জুন তেন্ডুলকারকে একটি ক্ষেত্রে পরিবার থেকে আলাদা দেখা যাচ্ছে। সেটা হল উচ্চতা। সচিন তেন্ডুলকার, অঞ্জলি এবং সারা কমবেশি একই উচ্চতার।
advertisement
আরও দেখুন
অর্জুনের উচ্চতা এসবের চেয়ে বেশি। ছবিটি ২০১৭ সালের। সারা তেন্ডুলকার ছবিটি শেয়ার করে লিখেছেন, জানি না কোথা থেকে এই উচ্চতা পেয়েছে… দত্তক?
আসলে, সারা এই ছবি এবং ক্যাপশনের মাধ্যমে অর্জুনের সঙ্গে ভাইবোনের খুনসুটি করেছিলেন। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে অর্জুন তেন্ডুলকরের দুর্দান্ত বোলিংয়ের পর এই পোস্টটি বেশ ভাইরাল হচ্ছে। অনুগ্রহ করে বলুন যে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে আইপিএলে অভিষেক হয় অর্জুন তেন্ডুলকারের।
বাংলা খবর/ খবর/খেলা/
অর্জুন তেন্ডুলকর কি সচিন-অঞ্জলির দত্তকপুত্র! চরম প্রশ্ন উসকে দিলেন সারা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement