RCB vs RR: প্লে অফের লক্ষ্যে মরণ-বাঁচন লড়াই, এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ আরসিবি ও রাজস্থান
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
RCB vs RR: আইপিএলের সুপার সানডের প্রথম ম্যাচে মুকোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও রাজস্থান রয়্যালস। প্লে অফের দৌড়ে থাকতে হলে দুই দলের কাছেই এদিনের ম্যাচ ডু অর ডাই।
ইনদওর: আইপিএলের সুপার সানডের প্রথম ম্যাচে মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও রাজস্থান রয়্যালস। প্লে অফের দৌড়ে থাকতে হলে দুই দলের কাছেই এদিনের ম্যাচ ডু অর ডাই। বর্তমানে লিগ টেবিলে ১২ ম্যাচ ৬ জয় ৬ হার ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের পঞ্চম স্থানে রয়েছে সঞ্জু স্যামসনের দল। অপরদিকে, ১১ ম্যাচে ৫ জয় ১০ পয়েন্ট সপ্তম স্থানে রয়েছে ফাফ ডুপ্লেসির আরসিবি। দুই দলের প্রথম পর্বের সাক্ষাতে রুদ্ধশ্বাস ম্যাচে জয় পেয়েছিল ব্যাঙ্গালোর। এবার বদলার ম্যাচ রাজস্থানের।
শেষ দুটি ম্যাচ দিল্লি ও মুম্বইয়ের বিরুদ্ধে ওঠে নিজেদের রাস্তা নিজেরাই কঠিন করেছে আরসিবি। বিশেষ করে আরসিবির বোলিং লাইের খারাপ পারফরম্যান্সের কারণই ম্যাচ হারতে হচ্ছে ব্যাঙ্গালোরকে। মহম্মদ সিরাজ উইকেট নিলেও জস হ্যাজেলউড, ওয়ানিন্দু হাসরঙ্গা, হার্শল প্যাটেলরা একেবারেই নিজেদের সেরা ছন্দে নেই। তবে ব্যাটিং লাইনে বিরাট কোহলি, ফাফ ডুপ্লেসি, গ্লেন ম্যাক্সওয়েলরা রানের মধ্যে থাকাটা স্বস্তি দিচ্ছে টিম ম্যানেজমেন্টকে। রান পাচ্ছেন মাহিপাল লোমররও। রাজস্থান ম্যাচে নিজেদের ভুল-ত্রুটি শুধরে নিয়ে ২ পয়েন্ট পেতে বদ্ধপরিকর আরসিবি।
advertisement
অপরদিকে, কেকেআরের বিরুদ্ধে জয়ে ফিরলেও তার আগে ৩টি ম্যাচ টানা হারতে হয়েছে রাজস্থান রয়্যালসকে। ধারাবাহিকতার অভাবে এই দলটার বড় সমস্যা। জস বাটলারও রানের মধ্যে থাকলেও গতবারের মত ছন্দে নেই। তবে মেজাজে রয়েছে যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসম, শিমরন হেটমায়াররা। এছাড়াও জো রুট, ধ্রুব জুরেলরাও সেরাটা দিতে তৈরি। তবে বোলিংয়ে যুজবেন্দ্র চাহল দারুণ ছন্দে রয়েছেন। রবিচন্দ্রন অশ্বিনও ভালো বোলিং করছেন। পেস বিভাগ নিয়ে একটু চিন্তা থাকলেও ট্রেন্ট বোল্ট ভরসা দিচ্ছে দলকে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ Salman Khan: ইস্টবেঙ্গলের ভালবাসায় আপ্লুত সলমন খান, লাল-হলুদের আজীবন সদস্য পদ পেয়ে গর্বিত ‘ভাইজান’
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও রাজস্থান রয়্যালসের দুই দলের খাতায়-কলমে শক্তির বিচার করলে অনেকটা এগিয়ে রাখতেই হচ্ছে রাজস্থানকে। কারণ ব্যাটিং-বোলিং সব বিভাগেই সামঞ্জস্য ও গভীরতা রয়েছে এই দলে। অপরদিকে, আরসিবি অনেকটাই কোহলি-ডুপ্লেসি-ম্যাক্সওয়েল নির্ভরশীল দল। তাই সব দিক বিচার করে এদিনের ম্যাচে রাজস্থানকেই কিছুটা এগিয়ে রাখছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 14, 2023 9:28 AM IST
