MI vs RCB: ঘরের মাঠে টস জিতল রোহিত, কোহলি-ডপুপ্লেসিদের দিলেন বড় চ্যালেঞ্জ
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
MI vs RCB: ওয়াংখেড়েতে মুখোমুখি আইপিএলের ইতিহাসের দুই অন্যতম চিরপ্রতিদ্বন্দ্বি দল মুম্বই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। প্লে রাস্তা মসৃণ রাখতে হলে এই ম্যাচ থেকে জয় দরকার দুই দলের।
মুম্বই: আইপিএলের মেগা ফাইটে ওয়াংখেড়েতে মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও মুম্বই ইন্ডিয়ান্স। দুই দলই তাদের শেষ ম্যাচ হেরেছে। বর্তমানে আইপিএল পয়েন্ট তালিকায় ৪ নম্বর থেকে ৮ নম্বর মোট ৫টি দলের পয়েন্ট ১০ ম্যাচে। সেই তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে আরসিবি ও অষ্টম স্থানে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। ফলে প্লে অফের আশা জিইয়ে রাখতে হলে ও সহজ রাখতে হলে এই ম্যাচ থেকে জয় দরকার উভয় দলেরই। একইসঙ্গে আরও একবার রোহিত শর্মা বনাম বিরাট কোহলির দ্বৈরথ দেখার অপেক্ষায় ফ্যানেরা।
ওয়াংখেড়েতে টস ভাগ্য সাথ দিল রোহিত শর্মার। টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক। সাধারণত ওয়াংখেড়েতে যা করে থাকেন সব অধিনায়করা। ফাফ ডুপ্লেসিও জানান টস জিতলে তিনিও প্রথমে বোলিং করতেন। ডিউ ফ্যাক্টর থেকে শুরু করে এই উইকেটের ইতিহাস সবসময় রান তাড়া করা দলের পক্ষে যায়। টস ভাগ্যের হাতে থাকলেও বড় রান করে প্রতিপক্ষকে চাপে রাখার কথাও বলেন আরসিবি অধিনায়ক।
advertisement
🚨 Toss Update from Wankhede Stadium 🚨@ImRo45 has won the toss & @mipaltan have elected to bowl against the @faf1307-led @RCBTweets.
Follow the match ▶️ https://t.co/ooQkYwbrnL#TATAIPL | #MIvRCB pic.twitter.com/S17myQaEgc
— IndianPremierLeague (@IPL) May 9, 2023
advertisement
advertisement
আরসিবির প্রথম একাদশ: ফাফ ডুপ্লেসি (অধিনায়ক), বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল, মাহিপাল লোমরর, দীনেশ কার্তিক (উইকেটকিপার), অনুজ রাওয়াত, ওয়ানিন্দু হাসরঙ্গা, বিজয়শাক বিজয় কুমার, মহম্মদ সিরাজ ও জস হ্যাজেলউড।
Here are the @mipaltan and @RCBTweets‘ line-ups ❗️
Follow the match ▶️ https://t.co/ooQkYwbrnL#TATAIPL | #MIvRCB pic.twitter.com/7xetjODvc9
— IndianPremierLeague (@IPL) May 9, 2023
advertisement
মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম একাদশ: রোহিত শর্মা (অধিনায়কধ), ইশান কিশান, ক্যামেরন গ্রিন, সূর্যকুমার যাদব, নেহাল ওয়াধেরা, টিম ডেভিড, ক্রিস জর্ডান, পীযুষ চাওলা, জেসন বেহরনড্রফ, কুমার কার্তিকে, আকাশ মধওয়াল।
আরও পড়ুনঃ Asia Cup 2023: জয়ের হাসি ভারতের ! মুখ পুড়বে পাকিস্তানের! এশিয়া কাপ হাতছাড়া হতে পারে পিসিবির
advertisement
প্রসঙ্গত, আইপিএল ২০২৩-এ প্রথম পর্বের সাক্ষাতে মুম্বইকে এক তরফ ম্যাচে উড়িয়ে দিয়েছিল আরসিবি। এবার ঘরের মাঠে সেই হারে বদলা নেওয়া সুযোগ ৫ বারের আইপিএল চ্যাম্পিয়নদের। তবে এবারের আইপিএলে দুই দলের শক্তি ও ফর্ম বিচার করলে মুম্বইয়ের থেকে যে ব্যাঙ্গালোর এগিয়ে তা মানছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। ওয়াংখেড়েতে আরও একটি রুদ্ধশ্বাস ম্যাচ দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 09, 2023 7:23 PM IST