হোম /খবর /খেলা /
লখনউয়ের ঘরে ঢুকে দুরন্ত জয় আরসিবির, ১৮ রানে হারিয়ে প্রতিশোধ কোহলি-ডু্প্লেসিদের

RCB vs LSG: লখনউয়ের ঘরে ঢুকে দুরন্ত জয় আরসিবির, ১৮ রানে হারিয়ে প্রতিশোধ কোহলি-ডু্প্লেসিদের

RCB vs LSG: প্রথম পর্বের হারের মধুর প্রতিশোধ নিল আরসিবি। লখনউয়ের মাঠে গিয়ে সুপার জায়েন্টসদের লো স্কোরিং হাই ভোল্টেজ ম্যাচে ১৮ রানে হারাল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আইপিএল ইতিহাসে দ্বিতীয়বার মাত্র ১২৬ রান ডিফেন্ড করে জয় পেল আরসিবি।

আরও পড়ুন...
  • Share this:

লখনউ: প্রথম পর্বের হারের মধুর প্রতিশোধ নিল আরসিবি। লখনউয়ের মাঠে গিয়ে সুপার জায়েন্টসদের লো স্কোরিং হাই ভোল্টেজ ম্যাচে ১৮ রানে হারাল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আইপিএল ইতিহাসে দ্বিতীয়বার মাত্র ১২৬ রান ডিফেন্ড করে জয় পেল আরসিবি। ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন আরসিবি অধিনায়ক ফাফ ডুপ্লেসি। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৬ রান করে আরসিবি। ফাফ ডুপ্লেসি ৪৪, বিরাট কোহলি ৩১ রান করেন। রান তাড়া করতে নেমে ১৯.৫ ওভারে ১০৮ রানে অলআউট হয়ে যায় লখনউ। এলএসজির হয়ে সর্বোচ্চ ২৩ রান তরেন কৃষ্ণাপ্পা গৌতম। আরসিবির সর্বোচ্চ ২টি করে উইকেট নেন করণ শর্মা ও জস হ্যাজেলউড। এছাড়া একটি করে উইকেট নেন মহম্মদ সিরাজ, গ্লেন ম্যাক্সওয়েল, ওয়ানিন্দু হাসরঙ্গা ও হার্শল প্যাটেল। এই ম্যাচে কোহলি-গম্ভীরের লড়াই বাড়তি মাত্রা পায় কোহলি ও নবীন উল হকের দ্বন্দ। মাঠে খেলা চলাকালীন থেকে খেলা শেষে একে অপরের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন। শেষে যা শান্ত করতে নামতে হয় দুই দলকে।

টস জিতে ধীর গতিতে শুরু করেন আরসিবির দুই ওপেনার ফাফ ডুপ্লেসি ও বিরাট কোহলি। ঠান্ডা মাথায় দলে ইনিংস তৈরি করেন দুজনে। ডুপ্লেসি ও কোহলি মিলে অর্ধশতরানের পার্টনারশিপও পূরণ করেন। ৬২ রানে প্রথম উইকেট পড়ে। ৩১ রান করে আউট হন কোহলি। প্রথম উইকেট পড়ার পর দ্বিতীয় ও তৃতীয় উইেটের জন্য বেশি প্রতীক্ষা করতে হয়নি। দলের ৭৫ রানে আউট হন অনুজ রাওয়াত। ৯ করেন তিনি। দলের ৮০ রানের মাথায় ব্যক্তিগত ৪ রানেগ্লেন ম্যাক্সেওয়েল আউট হন। ৬ রান করে আউট হন সূয়াশ প্রভুদেশাই। ৯০ রানে চতুর্থ উইকেট পড়ে আরসিবির।

নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে চাপ বাড়লেও একদিক থেকে দলকে টেনে নিয়ে যান ডু্প্লেিস। তাকে কিছুটা সঙ্গ দেন দীনেশ কার্তিক। স্লগ ওভারে বিগ হিট করতে গিয়ে স্লো টার্নারে স্পিনারের শিকার হন ডুুপ্লেসিও। ৪৪ রান করেন আরসিবি অধিনায়ক। দলের ১০৯ রানে ফেরেন ডুপ্লেসি। মাহিপাল লোমরর আউট হন ৩ রান করে। ১১৪ রানে পড়ে ষষ্ঠ উইকেট। এরপর ১৬ রান করে রান আউট হন দীনেশ কার্তিক। স্লগ ওভারে একেবারেই রান করতে পারেনি আরসিবি। করণ শর্মা ২ ও মহম্মদ সিরাজ খাতা না খুলেই সাজঘরে ফেরেন। শেষ পর্যন্ত ২০ ওভারে ১২৬ রান করে আরসিবি।

আরও পড়ুনঃ IPL 2023: যুবরাজ-পাঠানদের খিদে মেটাতে কী হাল হয়েছিল প্রীতি জিন্টার, ১৪ বছর পর 'রহস্য ফাঁস'

রান তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে লখনউ সুপার জায়ান্টস। তাদের স্লো টার্নার হোম উইকেট লখনউয়ের কাছেই বুমেরাং হয়ে যায়। তারউপর ফিল্ডিংয়ের সময় চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন কেএল রাহুল। তিনি প্রথমে ব্যাট করতে নামেননি। শূন্য রানেই প্রথম উইকেট পড়ে লখনউের। এরপর ১৯, ২১, ২৭, ৩৮ রানে পরপর উইকেট হারিয়ে অর্ধেক দল সাজঘরে ফেরত চলে যায় লখনউয়ের। আয়ূশ বাদোনি ও ক্রণাল পাণ্ডিয়ার দুরন্ত ক্যাচ ধরেন বিরাট কোহলি।

আরও পড়ুনঃ MS Dhoni Retirement: টানা ২ ম্যাচ হেরেই কি অবসর ধোনির? অধিনায়ককে নিয়ে বড় মন্তব্য সিএসকে কোচের

৫ উইকেট হারানোর পর একটা ছোট পার্টনারশিপ হয় মার্কাস স্টয়নিস ও কৃষ্ণাপ্পা গৌতমের মধ্যে। ২৭ রান জুটিতে যোগ করেন তারা। কিন্তু তারপর বিগ হিট করতে গিয়ে আউট হন স্টয়নিস। আর তাড়াহুড়ো করতে গিয়ে রান আউট হন গৌতম। ৬৫ ও ৬৭ রানে ষষ্ঠ ও সপ্তম উইকেট পড়ে লখনউয়ের। ৭৭ রানের পড়ে অষ্টম উইকেট। এরপর নবীন উল হক ও অমিত মিশ্রা ধীরে ধীরে এগিয় নিয়ে যান স্কোর বোর্ড। ২৬ রান যোগ করে ভাঙে জুটি। ১০৩ রানে পড়ে নবম উইকেট। ১৩ রান করে আউট হন নবীন উল হক। শেষ উইকেটে চোট নিয়েই ব্যাট করতে নামেন কেএল রাহুল। কিন্তু চোটের কারমে সেরাটা দিতে পারেননি। শেষ পর্যন্ত ১০৮ রানে অল আউট হয়ে যায় লখনউ ১৯ রান করে আউট হন অমিত মিশ্রা। ১৮ রানে ম্যাচ জেতে আরসিবি।

Published by:Sudip Paul
First published:

Tags: IPL 2023, Lucknow Super Giants, Rcb vs Lsg, Royal Challengers Bangalore