MS Dhoni Retirement: টানা ২ ম্যাচ হেরেই কি অবসর ধোনির? অধিনায়ককে নিয়ে বড় মন্তব্য সিএসকে কোচের

Last Updated:

MS Dhoni Retirement: ২০২৩ আইপিএল ধোনির কেরিয়ারের শেষ আইপিএল হতে চলেছে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। এবার রাজস্থান ও পঞ্জাবের বিরুদ্ধে পরপর হারের পর এবার ধোনির অবসর নিয়ে মুখ খুলনে ফ্লেমিং।

চেন্নাই: ২০২৩ আইপিএল ধোনির কেরিয়ারের শেষ আইপিএল হতে চলেছে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। এর আগে ধোনি ইঙ্গিত দিয়েছিলেন, চেন্নাইয়ের মাঠে আইপিএল ম্যাচ খেলেই অবসর নিতে চান তিনি। সেই ইচ্ছে চলতি আইপিএলে পূরণ হয়ে গিয়েছে মাহির। অবশ্য অবসরের সময় নিয়ে কিছু বলেননি মাহি। নিজের আইপিএল অবসর নিয়ে বারবার প্রশ্নের মুখে পড়তে হয়। তবে সরকারি ভাবে এখনও কোনও কিছুই জানাননি সিএসকে অধিনায়ক। কিন্তু আইপিএলে রাজস্থান ও পঞ্জাবের বিরুদ্ধে পরপর হারের পর এবার ধোনির অবসর নিয়ে প্রশ্নের মুখে পড়তে হল চেন্নাই সুপার কিংসের কোচ স্টিফেন ফ্লেমিংকে।
পঞ্জাব কিংসের বিরুদ্ধে ঘরের মাঠে ২০০ রান করেও হারতে হয়েছে চেন্নাইকে। এর আগের ম্যাচ হারতে হয়েছিল রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। যার ফলে প্রথম স্থান থেকে নামতে নামতে বর্তমানে লিগ টেবিলে তার নম্বরে রয়েছে সিএসকে। সেই জায়গাও সুরক্ষিত নয়। এই পরিস্থিতিতে পঞ্জাব ম্যাচের পর ফ্লেমিংকে ধোনির অবসর নিয়ে প্রশ্ন করলে সোজাসুজি সিএসকে কোচ উত্তর দেন,'ধোনি এই মরসুমের পরে অবসর নেবে এমন কোনও ইঙ্গিত আমাদের দেয়নি।' অর্থাৎ এর আগে এক অনুষ্ঠানে ধোনিকে প্রশ্ন করলে তিনি বলেছিলেন, ওই সিদ্ধান্ত নেওয়ার জন্য অনেকটা সময় পড়ে আছে। এখন আমাদের অনেক ম্যাচ বাকি আছে। আমি যদি কিছু বলি, তাহলে কোচ চাপে পড়ে যাবেন। আমি ওর উপর চাপ তৈরি করতে চাই না।’ অর্থাৎ মরসুমের মাঝপথে এইসব নিয়ে কোনও আলোচনা নয়, দলকে পঞ্চমবার চ্যাম্পিয়ন করাই প্রধান লক্ষ্য ধোনি-ফ্লেমিং জুটির।
advertisement
advertisement
প্রসঙ্গত, রবিবার শ্বাসরুদ্ধকর ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ইতিহাস গড়ে ম্যাচ জেতে পঞ্জাব কিংস। আইপিএল ইতিহাসের প্রথম টিম হিসেবে সিএসকের গড় চিপকে এসে দুশোর বেশি রান তাড়া করে ম্যাচ জেতে কোনও দল। ৪ উইকেটে জয়ে হাসি হাসে শিখর ধওয়ানের পঞ্জাব কিংস। ম্যাচে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন এমএস ধোনি। ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০০ রান করে চেন্নাই। চেন্নাইয়ের হয়ে সর্বোচ্চ ৯২ রানের ইনিংস খেলেন কনওয়ে। রান তাড়া করতে নেমে শেষ বলে ৩ রান করে ৪ উইকেটে ম্যাচ জেতে পঞ্জাব। দলগত ইনিংসে রান চেজ করে পঞ্জাব। সর্বোচ্চ ৪২ রান করেন প্রভসিমরন সিং। এছাড়া লিয়াম লিভিংস্টোন ৪০, স্যাম কারন ২৯, শিখর ধওয়ান ২৮, জিতেশ শর্মা ২১ রান করেন।
বাংলা খবর/ খবর/খেলা/
MS Dhoni Retirement: টানা ২ ম্যাচ হেরেই কি অবসর ধোনির? অধিনায়ককে নিয়ে বড় মন্তব্য সিএসকে কোচের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement