IPL 2023 on JioCinema: প্রথম সপ্তাহেই ভাঙল সব রেকর্ড! জিও সিনেমায় আইপিএল ২০২৩-এর ভিডিও ভিউ ১৪৭ কোটিরও বেশি

Last Updated:

গত মরশুমের প্রথম উইকেন্ডের তুলনায় এই মরশুমের সপ্তাহান্তে জিও সিনেমায় প্রতি ম্যাচে দর্শক প্রতি অতিবাহিত সময় প্রায় ৬০ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে।

IPL 2023 got underway on March 31. (Pic Credit: Sportzpics)
IPL 2023 got underway on March 31. (Pic Credit: Sportzpics)
কলকাতা: জিও সিনেমার দুর্দান্ত রেকর্ড গড়া শুরু হয়ে গিয়েছে আইপিএল ২০২৩-এ। টুর্নামেন্ট শুরু হওয়ার পর কেটে গিয়েছে প্রথম সপ্তাহান্তটাও। বলা হচ্ছে যে, ডিজিটাল প্ল্যাটফর্মে গত বছরের গোটা আইপিএল মরশুমের রেকর্ডকে ছাপিয়ে গিয়েছে চলতি মরশুমের প্রথম উইকেন্ডই। এমনকী, এটা আইসিসি টি২০ বিশ্বকাপ ২০২২-এর তুলনাতেও অনেকটাই বেশি।
জিও সিনেমার ফ্যান-কেন্দ্রিক উপস্থাপনা দর্শকদের আরও আকর্ষণ করেছে। প্রতি ম্যাচে দর্শক প্রতি গড় অতিবাহিত সময় ৫৭ মিনিটের কোঠা ছুঁয়েছে। শুধু তা-ই নয়, গত মরশুমের প্রথম সপ্তাহান্তের তুলনায় এই মরশুমের প্রথম সপ্তাহান্তে জিও সিনেমায় প্রতি ম্যাচে দর্শক প্রতি অতিবাহিত সময় প্রায় ৬০ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে।
জিও সিনেমায় প্রায় ১৪৭ কোটিরও বেশি ভিউ এবং রেকর্ডিং হয়েছে। যা আইপিএল-এর প্রথম সপ্তাহান্তের হিসেবে এখনও সেরার শিরোপা পেয়েছে।
advertisement
advertisement
Viacom18 Sports-এর সিইও অনিল জয়রাজ বলেন, "এই পরিসংখ্যান সত্যিই ব্যতিক্রমী। আর দেশে যে ধীরে ধীরে ডিজিটাল বিপ্লব ঘটছে, এই পরিসংখ্যানটা তার প্রমাণও বটে। ডিজিটালের নানা দিক থেকে সুবিধা রয়েছে। আর কত সংখ্যক মানুষ তা দেখতে আসছেন বা দেখছেন, তার উপর ভিত্তি করেই ডিজিটালের হিসেব পরিমাপ করা হয়ে থাকে। আসলে কন্টেন্ট দেখার বিষয়টা অপরিবর্তনীয় ভাবে ডিজিটাল মাধ্যমে স্থানান্তরিত হয়েছে। আর এই সপ্তাহের জিও সিনেমার পারফরম্যান্সই এর সবথেকে বড় প্রমাণ।"
advertisement
তিনি আরও বলেন, “টাটা আইপিএল ২০২৩ শুরু হওয়ার প্রথম সপ্তাহান্তটাতেই আমরা যে ঘটনাটার সাক্ষী থাকলাম, সেটাই প্রমাণ যে, মানুষ জিও সিনেমার উপর ভরসা রেখেছে। জিওসিনেমার পরিষেবা সহজ, সুলভ আর সাশ্রয়ী। আবার এটাই প্রথম ক্রিকেট সম্প্রচার যা ভোজপুরি, পঞ্জাবি, ওড়িয়া এবং গুজরাতি-সহ নানা ভাষায় উপলব্ধ। আমি সকল স্পনসর, বিজ্ঞাপনদাতা এবং পার্টনারদের আমাদের এই সফরে পাশে থাকার জন্য ধন্যবাদ জানাতে চাই।”
advertisement
আসলে জিও এসটিবি, অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ারস্টিক, ওয়ানপ্লাস টিভি, সোনি, স্যামসাং, এলজি, শাওমি-সহ পাঁচশোরও বেশি ওইএম ও সিটিভি প্ল্যাটফর্মের সঙ্গে পার্টনারশিপে কাস্টমাইজড ডিভাইস ইন্টিগ্রেশন পার্টনারশিপই রয়েছে এই রেকর্ড-ভাঙার পরিসংখ্যানের পিছনে। এর পাশাপাশি, সিটিভি ভিউয়াররা জিওসিনেমার মাধ্যমেই প্রথম বারের জন্য বিশ্বের সবথেকে বিখ্যাত ক্রিকেট লিগ দেখার সুবিধা পাচ্ছেন। ইংরেজি আর হিন্দি-সহ মোট ১২টি ভাষায় এই খেলার কার্নিভ্যালের আনন্দ উপভোগ করতে পারবেন ইউজাররা।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2023 on JioCinema: প্রথম সপ্তাহেই ভাঙল সব রেকর্ড! জিও সিনেমায় আইপিএল ২০২৩-এর ভিডিও ভিউ ১৪৭ কোটিরও বেশি
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement