KKR vs SRH: ইডেনে বেল বাজিয়ে খেলা শুরু করালেন কিংবদন্তী ব্রায়ান লারা
- Published by:Sudip Paul
- news18 bangla
- Written by: ERON ROY BURMAN
Last Updated:
KKR vs SRH: ইডেনে কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচ। বেল বাজিয়ে খেলা শুরু করলেন ব্রায়ান লারা। পস্থিত ছিলেন সিএবি সভাপতি স্নেহাশীষ গঙ্গোপাধ্যায় সহ অন্যান্য ক্রিকেট কর্তারা।
কলকাতা: নব নির্মিত ইডেন ইডেন গার্ডেন্সে খেলা শুরুর আগে বেল বাজানো একটা প্রথা হয়ে দাঁড়িয়েছে। কোন কিংবদন্তী বা বিশিষ্ট ব্যক্তিদের দিয়ে এই ঐতিহ্যশালী ঘণ্টা বাজানো হয়। শুক্রবার আইপিএলে ইডেনে মুখোমুখি কলকাতা নাইট রাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ। আর এমন পরিস্থিতিতে কিংবদন্তী ব্রায়ান লারা এই বেল বাজিয়ে খেলা শুরু করেন । মাঠে যখন লারার মত মহাতারকা উপস্থিত তাঁর থেকে ভালো কেউ হতেই পারে না বেল বাজানোর জন্য।
বর্তমানে আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ দলের হেড কোচ হিসেবে নিযুক্ত রয়েছেন লারা। এদিন ইডেনে বেল বাজানোর সময ব্রায়ান লারার সঙ্গে উপস্থিত ছিলেন সিএবি সভাপতি স্নেহাশীষ গঙ্গোপাধ্যায় সহ অন্যান্য ক্রিকেট কর্তারা। ক্যারিবিয়ান কিংবদন্তীকে এত কাছ থেকে দেখার জন্য ইডেন গার্ডেন্স উপস্থিত ফ্যানেদের মধ্যে উৎসাহ ছিল তুঙ্গে। হাসি মুখে বেল বাজান লারা। এমন সম্মান পেয়ে খুশি টেস্চ ক্রিকেটে আকমাত্র ব্যাটার হিসেবে ৪০০ রানের মালিক।
advertisement

advertisement
প্রসঙ্গত, নিজের আন্তর্জাতিক কেরিয়ারে ১৩১টি টেস্ট ম্যাচ খেলেছেন ব্রায়ান চার্লস লারা। মোট রান করেছেন ১১৯৫৩। শতরান ৩৪টি, দ্বিশতরান ৯টি, অর্ধশতরান ৪৮টি। সর্বোচ্চ স্কোর ৪০০। গড় ৫২.৮৯। এছাড়া একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে মোট ২৯৯টি ম্যাচ খেলেছেন ব্রায়ান লারা। ওডিআই ক্রিকেটেও একইভাবে কথা বলেছে লারার ব্যাট। ২৯৯ ম্যাচে তাঁর ঝুলিতে রয়েছে ১০৪০৫ রান। শতরান ১৯টি, অর্ধশতরান ৬৩টি, গড় ৪০.১৭, সর্বোচ্চ ১৬৯ রান।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 14, 2023 8:21 PM IST