Kohli Gambhir Fight: কোহলি-গম্ভীর 'যুদ্ধে' এবার ময়দানে নামল যুবরাজ সিং, ঝামেলা কি আরও বাড়ল!
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Kohli Gambhir Fight: গৌতম গম্ভীর ও বিরাট কোহলিকে দুজনের সঙ্গেই ভারতীয় দলের ড্রেসিং রুম শেয়ার করেছেন যুবরাজ সিং। দুজনের সঙ্গেই যুবির সম্পর্ক ভালো। তাই কোহলি-গম্ভীরের মধ্যেকার আগুন ঠান্ডা করতে একটি মজার উপায় বলেছেন যুবরাজ সিং।
মোহালি: দেখতে দেখতে অনেকগুলি দিন পেরিয়ে গিয়েছে আইপিএল ২০২৩-এর বিরাট কোহলি ও গৌতম গম্ভীরের বেনজির ঝামেলার। গত পয়লা মে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও লখনউ সুপার জায়ান্টসের মধ্যে ম্যাচ শেষে তুমুল ঝামেলায় জড়িয়েছিলেন কোহলি ও গম্ভীর। উত্তপ্ত বাক্য বিনিময়, একে অপরের দিকে তেড়ে যাওয়া, আঙুল একে অপরকে আক্রমণ। কোহলি-গম্ভীর দ্বন্দ্বে বাদ যায়নি কোনও কিছুই। ম্যাচের পরও একে অপরকে নাম না করে বার্তা দিয়েছেন কোহলি-গম্ভীর। এবার এই মহা বিবাদে অংশ নিলেন যুবরাজ সিং। তবে ঝামেলা বাড়ানোর নয়, তা কমানোর চেষ্টা করলেন ‘পঞ্জাব দ্য পুত্তর’।
গৌতম গম্ভীর ও বিরাট কোহলিকে দুজনের সঙ্গেই ভারতীয় দলের ড্রেসিং রুম শেয়ার করেছেন যুবরাজ সিং। দুজনের সঙ্গেই যুবির সম্পর্ক ভালো। তাই কোহলি-গম্ভীরের মধ্যেকার আগুন ঠান্ডা করতে একটি মজার উপায় বলেছেন যুবরাজ সিং। নিজের ট্যুইটার হ্যান্ডেল থেকে একটি পোস্ট করেছে যুবরাজ। সেই পোস্টে একটি কোল্ড ড্রিঙ্কস কোম্পানির নাম করে বলেছেন, এই কোম্পানি চাইলে কোহলি ও গম্ভীরের বিবাদ মেটাতে পারে। যুবরাজ সিং লিখেছেন,”আমার মনে হয় এই সংস্থা গোতি (গৌতম গম্ভীর) ও চিকু (বিরাট কোহলি)-কে বিজ্ঞাপনের জন্য সই করানো। তাহলে দুজনের মাথা ঠাণ্ডা থাকবে। বন্ধুরা তোমরা কী বল?”
advertisement
I think #Sprite should sign #Gauti and #Cheeku for their campaign #ThandRakh 🤪🥶 what say guys? 😎 @GautamGambhir @imVkohli @Sprite
— Yuvraj Singh (@YUVSTRONG12) May 4, 2023
advertisement
advertisement
প্রসঙ্গত, ইতিমধ্যেই আরসিবি ও এলএসডি ম্যাচ শেষে ঝামেলার ঘটনায় বিরাট কোহলি, গৌতম গম্ভীর ও নবীন উলল হককে শাস্তি দিয়েছেন বিসিসিআই ও আইপিএল গভর্নিং কাউন্সিল। বিরাট এবং গম্ভীরের পুরো ম্যাচ ফি কেটে নেওয়া হয়েছে। ৫০ শতাংশ ম্যাচ ফি কাটা হয়েছে নবীন উল হকের। ভবিষ্যতে এমন ঝামেলায় ফের জড়াল আরও কঠিন শাস্তিও হতে পারে বিরাট কোহলি ও গৌতম গম্ভীরের। দুই সিনিয়র ক্রিকেটারের এমন আচরণের সমালোচনা করেছেন প্রাক্তন ক্রিকেটাররা।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 06, 2023 8:05 PM IST
