হায়দরাবাদ: আজ কলকাতা নাইট রাইডার্সের ডু অর ডাই ম্যাচ। গুজরাতের বিরুদ্ধে হারের পর দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে কেকেআরের। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে জয় ছাড়া কোনও গতি নেই। কিন্তু দলের খারাপ ফর্মের পাশাপাশি কেকেআর টিম ম্যানেজমেন্টের চিন্তা আরও বাড়িয়েছে চোট সমস্যা। কারণ ফর্মে থাকা জেসন রয় গুজরাতের বিরুদ্ধে খেলতে পারেননি। যদিও সেই জায়গায় রান পেয়েছিলেন গুরবাজ। সানরাইজার্সের বিরুদ্ধেও অনিশ্চিৎ জেসন রয়। এছাড়া উমেশ যাদব ও শার্দুল ঠাকুরও নিশ্চিৎ নয় বলেই জানা যাচ্ছে।
এই পরিস্থিতিতে নিজামের শহরে অ্যাওয়ে ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের প্রথম দলে কারা থাকবে আর কারা বাদ যাবে, কিংবা কি কি পরিবর্তন হতে পারে তা নিয়ে বিস্তর জল্পনা চলছে। খাতায় কলমে এখনও প্লে অফে ওঠার সুযোগ রয়েছে নীতিশ রানার দলের। তবে দরকার শুধু টানা জয়। কিন্তু দল নানা সমস্যায় জর্জরিত। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার অরেঞ্জ আর্মির বিরুদ্ধে কেমন দল সাজাতে পারে কেকেআর তা নিয়ে কৌতুহল রয়েছে ফ্যানেদের মধ্যেও। এক ঝলকে দেখে নিন কেকেআরে সম্ভাব্য দল।
সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে কেকেআরের সম্ভাব্য একাদশ: রহমনাউল্লাহ গুরবাজ, ভেঙ্কটেশ আইয়র, নীতিশ রানা (অধিনায়ক), এন জগদীশান/মনদীপ সিং, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, ডেভিড উইসে/জেসন রয়, সুনীল নারিন, সুয়াশ শর্মা, হরষিত রানা, বরুণ চক্রবর্তী। সম্ভাব্য ইমপ্যাক্ট প্লেয়ার: জেসন রয়, এন জগদীশান, ডেভিড উইসে, বৈভব অরোরা, অনুকুল রয়।
আরও পড়ুনঃ KKR vs SRH: নিজামের শহরে মরণ-বাঁচন ম্যাচ কেকেআরের, ইডেনে হারের বদলা নিতে কতটা তৈরি নাইটরা
অপরদিকে, পয়েন্ট কেকেআরের সমান হলেও শেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে জয় আত্মবিশ্বাস কিছুটা বাড়িয়েছে সানরাইজার্সের। তবে প্লে অফের আশা টিকিয়ে রাখতে গেলে ঘরের মাঠে কেকেআরের বিরুদ্ধে জিততেই হবে অরেঞ্জ আর্মিকে। একমাত্র ওয়াশিংটন সুন্দর চোটের কারণে আইপিএল থেকে ছিটকে যাওয়া ছাড়া বড় কোনও সমস্যা নেই হায়দরাবাদের। এক ঝলেক দেখে নিন সানরাইজার্স হায়দাবাদের সম্ভাব্য একাদশ।
সানরাইজার্স হায়দাবাদের সম্ভাব্য একাদশ: হ্যারি ব্রুক, মায়াঙ্ক আগরওয়াল, অভিষেক শর্মা, রাহুল ত্রিপাঠী, এইডেন মার্করাম (অধিনায়ক), হেনরিক ক্লাসেন, আবদুল সামাদ, মায়াঙ্ক মার্কান্ডে, ভুবনেশ্বর কুমার, মার্কো জানসেন, উমরান মালিক। সম্ভাব্য ইমপ্যাক্ট প্লেয়ার: আকিল হোসেন, ভিভরান্ত শর্মা, টি নটরাজন, গ্লেন ফিলিপস, মায়াঙ্ক ডাগর।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: IPL 2023, KKR vs SRH, Kolkata Knight Riders, Sunrisers Hyderabad