KKR vs RR: কেকেআরের ভয়ে কাঁপছে রাজস্থান! কোন প্লেয়ারদের নিয়ে আতঙ্ক ! জানালেন রয়্যালস তারকা

Last Updated:

KKR vs RR: বৃহসস্পতিবার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। প্লে অফের আশা জিইয়ে রাখতে গেলে জয় ছাড়া গতি নেই দুই দলের কাছেই। শেষ ২ ম্যাচ জিতে জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে কেকেআর।

কলকাতা: আর কিছু সময়ের অপেক্ষা। তাপরই ইডেন গার্ডেন্সে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস। প্লে অফে ওঠার আশা জিইয়ে রাখতে গেলে প্রতিযোগিতার বাকি সব ম্যাচই ডু অর ডাই দলের কাছে। মেগা ম্যাচে নামার আগে শেষ দুটি ম্যাচ জিতেছে কেকেআর। ফলে আত্মবিশ্বাস অনেকটা বেশি নীতিশ রানার দলের মধ্যে। অপরদিকে, শেষ পাঁচটি ম্যাচের মধ্যে ৪টিতে হেরে অনেকটাই চাপে সঞ্জু স্যামসনের দল। কেকআরের বিরুদ্ধে নামার আগে কোনও ক্রিকেটারদের নিয়ে বাড়তি চিন্তা রয়েছে তা প্রকারন্তরে বুঝিয়ে দিলেন রয়্যালসের তারকা পেসার ট্রেন্ট বোল্ট।
ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে কেকেআর দল নিয়ে কথা বলার সময় ট্রেন্ট বোল্ট কেকেআরের দুই তারকা আন্দ্রে রাসেল ও রিঙ্কু সিংয়ের ভূয়সী প্রশংসা করেন। রাসেল তো ছিলেনই বর্তমানে রিঙ্কু সিংকে বোলিং করাও চ্যালেঞ্জিং বলে জানান কিউই পেসার। ট্রেন্ট বোল্ট বলেন, “টি-২০ ক্রিকেটে অন্যতম বিধ্বংসী ব্যাটার রাসেল। ওকে বোলিং করার সময় নিজের পরিকল্পনা সম্পর্কে স্বচ্ছ হতে হবে। তবে ভুললে চলবে না রিঙ্কু সিংয়ের কথাও। ও দারুণ ভাবে সাহায্য করছে। ডেথ ওভারে অনবদ্য ব্যাটার হয়ে উঠছে রিঙ্কু। এই দুজনের বিরুদ্ধে বোলিংয়ের জন্য আলাদা পরিকল্পনা করা হচ্ছে।”
advertisement
advertisement
কেকেআর সম্ভাব্য একাদশ- জেসন রয়, রহমানউল্লাহ গুরবাজ, ভেঙ্কটেশ আইয়র, নীতিশ রানা (অধিনায়ক), রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, শার্দুল ঠাকুর, হর্ষিত রানা, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী। ইমপ্যাক্ট প্লেয়ার- সুয়াশ শর্মা, মনদীপ সিং, ডেভিড উইজা, এন জগদীশান।
advertisement
রাজস্থান রয়্যালসের সম্ভাব্য একাদশ- যশস্বী জয়সওয়াল, জস বাটলার, সঞ্জু স্যামসন (অধিনায়ক), জো রুট, ধ্রুব জুরেল, শিমরন হেটমায়ার, রবিচন্দ্রন অশ্বিন, সন্দীপ শর্মা, ট্রেন্ট বোল্ট, যুজবেন্দ্র চাহল, কুলদীপ সেন। ইমপ্যাক্ট প্লেয়ার- দেবদূত পাড়িকল, অ্যাডাম জাম্পা, জেসন হোল্ডার, রিয়ান পরাগ।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
KKR vs RR: কেকেআরের ভয়ে কাঁপছে রাজস্থান! কোন প্লেয়ারদের নিয়ে আতঙ্ক ! জানালেন রয়্যালস তারকা
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement