অপরদিকে, মরসুমের শুরুটা ভালো করলেও মাঝে এসে খেই হারিয়ে ফেলেছে রাজস্থান রয়্যালস। তারকা খোচিত দল হয়েও জয়ের দিশা খুঁজে পাচ্ছে নান রয্যালসরা। এক নম্বর স্থান থেকে নামতে নামতে পাঁচে এসে ঠেকেছে রাজস্থান। ব্যাটিংয়ের থেকে রাজস্থান বড় চিন্তা বোলিং অ্যাটাকের ধারাবাহিকতার অভাব। মরণ-বাঁচন পরিস্থিতিতে কেকেআরের বিরুদ্ধে কোন একাদশ নামায় রাজস্থান সেটাই দেখার।