KKR vs RR: কলকাতা বনাম রাজস্থান ম্যাচে মহাচমক! দুই দলের একাদশেই থাকতে পারে বড় সারপ্রাইজ
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
KKR vs RR: বৃহসস্পতিবার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। প্লে অফের আশা জিইয়ে রাখতে গেলে জয় ছাড়া গতি নেই দুই দলের কাছেই। শেষ ২ ম্যাচ জিতে জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে কেকেআর।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
অপরদিকে, মরসুমের শুরুটা ভালো করলেও মাঝে এসে খেই হারিয়ে ফেলেছে রাজস্থান রয়্যালস। তারকা খোচিত দল হয়েও জয়ের দিশা খুঁজে পাচ্ছে নান রয্যালসরা। এক নম্বর স্থান থেকে নামতে নামতে পাঁচে এসে ঠেকেছে রাজস্থান। ব্যাটিংয়ের থেকে রাজস্থান বড় চিন্তা বোলিং অ্যাটাকের ধারাবাহিকতার অভাব। মরণ-বাঁচন পরিস্থিতিতে কেকেআরের বিরুদ্ধে কোন একাদশ নামায় রাজস্থান সেটাই দেখার।
advertisement