হোম » ছবি » খেলা » কলকাতা বনাম রাজস্থান ম্যাচে মহাচমক! দুই দলের একাদশেই থাকতে পারে বড় সারপ্রাইজ

KKR vs RR: কলকাতা বনাম রাজস্থান ম্যাচে মহাচমক! দুই দলের একাদশেই থাকতে পারে বড় সারপ্রাইজ

  • 18

    KKR vs RR: কলকাতা বনাম রাজস্থান ম্যাচে মহাচমক! দুই দলের একাদশেই থাকতে পারে বড় সারপ্রাইজ

    সানরাইজার্স হায়দরাবাদ ও পঞ্জাব কিংসের বিরুদ্ধে পরপর দুটি জয়ে আত্মবিশ্বাস অনেকটাই বেড়েছে কলকাতা নাইট রাইডার্সের। একইসঙ্গে এখনও টিকে রয়েছে কেকেআরের প্লে অফে যাওয়ার আশা। শর্ত একটাই জিততে হবে শেষ তিনটি ম্যাচ।

    MORE
    GALLERIES

  • 28

    KKR vs RR: কলকাতা বনাম রাজস্থান ম্যাচে মহাচমক! দুই দলের একাদশেই থাকতে পারে বড় সারপ্রাইজ

    প্লে অফের ওঠার লক্ষ্যে বৃহস্পতিবার কলকাতা নাইট রাইডার্সের প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস। ইডেন গার্ডেন্সে মুখোমুখি হবে নীতিশ রানা ও সঞ্জু স্যামসনের দল। আজ রাজস্থানকে হারাতে পারলেই এই মরসুমে প্রথমবার জয়ের হ্যাটট্রিক করার সুযোগও থাকছে নাইটদের সামনে।

    MORE
    GALLERIES

  • 38

    KKR vs RR: কলকাতা বনাম রাজস্থান ম্যাচে মহাচমক! দুই দলের একাদশেই থাকতে পারে বড় সারপ্রাইজ

    বর্তমানে লিগ টেবিলে ১১ ম্যাচে ৫ জয় ১০ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। অপরদিকে, ১১ ম্যাচে ৫ জয় ১০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে রাজস্থান রয়্যালস। ফলে দুই দলের কাছেই এদিনের ম্যাচ ডু অর ডাই।

    MORE
    GALLERIES

  • 48

    KKR vs RR: কলকাতা বনাম রাজস্থান ম্যাচে মহাচমক! দুই দলের একাদশেই থাকতে পারে বড় সারপ্রাইজ

    তবে রাজস্থান কেকেআরের বিরুদ্ধে কিছুটা পিছিয়ে শুরু করবে কারণ শেষ ৫টি ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয় পেয়েছে সঞ্জু স্যামসনের দল। সেখানে টানা দু ম্যাচে জয় ও ঘরের মাঠের অ্যাডভান্টেজে খেলতে নামবে কেকেআর। অনেকটা ছন্দে ফিরেছে নাইটদের ব্যাটিং-বোলিং লাইনও।

    MORE
    GALLERIES

  • 58

    KKR vs RR: কলকাতা বনাম রাজস্থান ম্যাচে মহাচমক! দুই দলের একাদশেই থাকতে পারে বড় সারপ্রাইজ

    এই পরিস্থিতিতে মেগা ম্যাচ ঘিরে চড়ছে পারদ। রাজস্থানের বিরুদ্ধে কেকেআর প্রথম একাদশ কী হবে, দলে কোনও পরিবর্তন হবে কিনা, উইনিং দলই ফের নামাবে কিনা কেকেআর টিম ম্যানেজমেন্ট তা নিয়ে নানা জল্পনা রয়েছে। ফ্যানেদের মধ্যেই রয়েছে প্রিয় দলের প্রথম একাদশ নিয়ে কৌতুহল।

    MORE
    GALLERIES

  • 68

    KKR vs RR: কলকাতা বনাম রাজস্থান ম্যাচে মহাচমক! দুই দলের একাদশেই থাকতে পারে বড় সারপ্রাইজ

    এক ঝলকে দেখে নিন কেকেআর সম্ভাব্য একাদশ- জেসন রয়, রহমানউল্লাহ গুরবাজ, ভেঙ্কটেশ আইয়র, নীতিশ রানা (অধিনায়ক), রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, শার্দুল ঠাকুর, হর্ষিত রানা, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী। ইমপ্যাক্ট প্লেয়ার- সুয়াশ শর্মা, মনদীপ সিং, ডেভিড উইজা, এন জগদীশান।

    MORE
    GALLERIES

  • 78

    KKR vs RR: কলকাতা বনাম রাজস্থান ম্যাচে মহাচমক! দুই দলের একাদশেই থাকতে পারে বড় সারপ্রাইজ

    অপরদিকে, মরসুমের শুরুটা ভালো করলেও মাঝে এসে খেই হারিয়ে ফেলেছে রাজস্থান রয়্যালস। তারকা খোচিত দল হয়েও জয়ের দিশা খুঁজে পাচ্ছে নান রয্যালসরা। এক নম্বর স্থান থেকে নামতে নামতে পাঁচে এসে ঠেকেছে রাজস্থান। ব্যাটিংয়ের থেকে রাজস্থান বড় চিন্তা বোলিং অ্যাটাকের ধারাবাহিকতার অভাব। মরণ-বাঁচন পরিস্থিতিতে কেকেআরের বিরুদ্ধে কোন একাদশ নামায় রাজস্থান সেটাই দেখার।

    MORE
    GALLERIES

  • 88

    KKR vs RR: কলকাতা বনাম রাজস্থান ম্যাচে মহাচমক! দুই দলের একাদশেই থাকতে পারে বড় সারপ্রাইজ

    রাজস্থান রয়্যালসের সম্ভাব্য একাদশ- যশস্বী জয়সওয়াল, জস বাটলার, সঞ্জু স্যামসন (অধিনায়ক), জো রুট, ধ্রুব জুরেল, শিমরন হেটমায়ার, রবিচন্দ্রন অশ্বিন, সন্দীপ শর্মা, ট্রেন্ট বোল্ট, যুজবেন্দ্র চাহল, কুলদীপ সেন। ইমপ্যাক্ট প্লেয়ার- দেবদূত পাড়িকল, অ্যাডাম জাম্পা, জেসন হোল্ডার, রিয়ান পরাগ।

    MORE
    GALLERIES