হোম /খবর /খেলা /
KKR vs DC: দিল্লির বিরুদ্ধে কেন হারল কেকেআর, রইল ৫ প্রধান কারণ

KKR vs DC: দিল্লির বিরুদ্ধে কেন হারল কেকেআর, রইল ৫ প্রধান কারণ

KKR vs DC: ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৭ রান করে কেকেআর। জবাবে রান তাড়া করতে নেমে লো স্কোরিং থ্রিলার ম্যাচে ৪ বল বাকি থাকতে ৪ উইকেটে ম্যাচ জিতে নেয় দিল্লি।

  • Share this:

দিল্লি: সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বই ইন্ডিয়ান্সের পর এবার প্রতিযোগিতায় টানা পাঁচ ম্যাচ হারা দিল্লি ক্যাপিটালস। আইপিএলের হারের হ্যাটট্রিক করল কলকাতা নাইট রাইডার্স। অপরদিকে, কেকেআরের বিরুদ্ধে জয়ের ফিরে নিজেদের টানা হাফ ডজন হার অর্থাৎ হারের ডবল হ্যাটট্রিকের লজ্জার হাত থেকে রক্ষা পেল দিল্লি। ঘরের মাঠে লো স্কোরিং থ্রিলার ম্যাচে কেকেআরকে ৪ উইকেটে হারিয়ে মরসুমের প্রথম জয়ের স্বাদ পেল ডেভিড ওয়ার্নারের দল।

দিল্লির বিরুদ্ধে ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে কেকেআর। দিল্লির বোলিং অ্যাটাকের সামনে তাসের ঘরের মত ভেঙে পড়ে কেকেআরের ব্যাটিং লাইন। একমাত্র জেসন রয়ের ৪৩ ও আন্দ্রে রাসেলের ৩৮ রান ছাড়া বলার মতন কিছু নেই। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৭ রান করে কেকেআর। জবাবে রান তাড়া করতে নেমে ৪ বল বাকি থাকতে ৪ উইকেটে ম্যাচ জিতে নেয় দিল্লি। সর্বোচ্চ৫৭ রান করেন ডেভিড ওয়ার্নার। তবে দিল্লির বিরুদ্ধে কেকেআরের হারের প্রধান কারণগুলি কী? এক ঝলকে দেখে নেওয়া যাক।

টসে হার: দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টস হারা কেকেআরের হারের অন্যতম কারণ। যদিও টস কারও হাতে থাকে না। পুরোটাই ভাগ্যের ব্যাপার। তবে ম্যাচে আগে বৃষ্টি হয়েছিল অরুণ জেটলি স্টেডিয়ামে। বেশ কিছুক্ষণ দেরিতে খেলা শুরু হয়। ম্যাচের আগে বৃষ্টি হওয়ায় উইকেট কিছুটা বোলারদের পক্ষে সহায়ক হয়ে ওঠে। টস হেরে প্রথম বোলিং করে সেই সুযোগটাই পুরো কাজে লাগায় দিল্লির বোলাররা।

কেকেআর ব্যাটিং লাইনের ব্যর্থতা: দিল্লির বিরুদ্ধে কেকেআরের ব্যাটিং লাইনে একাধিক পরিবর্তন করা হয়। প্রথম কেকেআরের হয়ে অভিষেক হয় জেসন রয় ও লিটন দাসের। এছাড়া দলে ফেরানো হয় মনদীপ সিংকে। কিন্তু দিল্লির বোলিং অ্যাটাকের সামে দাঁড়াতেই পারেনি কেকেআরের টপ অর্ডার। ব্যর্থ লিটন দাস, নীতিশ রানা, রিঙ্কু সিং, ভেঙ্কটেশ আইয়র, মনদীপ সিংরা। বাজে শট সিলেকশন করেন অনেকেই। জেসন রয়ে ৪৩ আন্দ্রে রাসেল ৩৮ রানের ইনিংস না খেললে আরও লজ্জাজনক স্কোরের সম্মুখীন হতে হত নাইটদের।

দিল্লি বোলারদের দুরন্ত বোলিং: একে ম্যাচ শুরু আগে বৃষ্টি তার উপর কেকেআরের সামনে জ্বলে ওঠে দিল্লির বোলাররা। ইশান্ত শর্মা, অনরিখ নকিয়া, মুকেশ কুমার, অক্ষর প্যাটেল, কুলদীপ .াদবদের বোলিংয়ের এদিন কোনও জববাব ছিল কেকেআরের ব্যাটারদের সামনে। নকিয়া, ইশান্ত, মুকেশদের আগুনে পেসও অক্ষর-কুলদীপের স্পিনের ভেলকির সামনে দাঁড়াতেই পারেনি কেকেআরের ব্যাটিং লাইন। দিল্লির বোলিং অ্যাটাক ছন্দে ফেরায় স্বস্তিতে টিম ম্যানেজমেন্ট।

আরও পড়ুনঃ KKR vs DC: 'ভয়ঙ্কর রোগ' কিছুতেই সারছে না কেকেআরের, যা টানা হারের অন্যতম প্রধান কারণ

ডেভিড ওয়ার্নারের অধিনায়কোচিত ইনিংস: ম্যাচে মাত্র ১২৭ রানের পুজি নিয়ে লড়াইটা ভালোই করেছিল কেকেআর বোলাররা। কিন্তু মাঝে একা লড়াই করে অধিনায়কোচিত ইনিংস খেললেন ডেভিড ওয়ার্নার। এবার আইপিএলে দুরন্ত ছন্দে রয়েছেন ওয়ার্নার। এদিন দিল্লির অন্যান্য ব্যাটাররা যেখানে ব্যর্থ সেখানে ৫৭ রানের ম্যাচ উইনিং ইনিংস খেলেন ডেভিড ওয়ার্নার। ১১টি চারে সাজানো তার ইনিংস। এছাড়া কোনও দিল্লি ব্যাটার বড় রান পায়নি। ফলে ওয়ার্নারের ইনিংসটাই তফাৎ গড়ে দেয়।

আরও পড়ুনঃ Virat Kohli: জিতেই হুঙ্কার 'অধিনায়ক' কোহলির, অন্য দলদের হুঁশিয়ারি দিয়ে বলে দিলেন 'বিরাট' কথা

লিটন দাসের খারাপ কিপিং: বাংলাদেশের লিটন দাসের আইপিএল অভিষেকের প্রতিক্ষায় ছিল সকলেই। কিন্তু দিল্লির বিরুদ্ধে অভিষেক ম্যাচে দাগ কাটতে পারল না লিটন। প্রথম ম্যাচে ব্যাটিংয়ে রান না পাওয়াটা যদিও মেনে নেওয়া যায়, কিন্তু ফিল্ডিংয়ের সময় শেষের দিকে হাড্ডাহাড্ডি মুহূর্তে অক্ষর প্যাটেল ও ললিত যাদবের সহজ স্টাম্পিং তিনি মিস করেন। এই উইকেট দুটি পরলে ম্যাচের ফল অন্যরকম হলেও হতে পারত।

Published by:Sudip Paul
First published:

Tags: Delhi Capitals, IPL 2023, KKR vs DC, Kolkata Knight Riders