বিস্ফোরক অভিযোগ নীতিশ রানার, এবার ইডেনকে কাঠগড়ায় তুললেন কেকেআর অধিনায়ক

Last Updated:

চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ডু অর ডাই ম্যাচে ৬ উইকেটে জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। সিএসকের বিরুদ্ধে ১১ বছর পর চিপকে জয়ের পর ইডেন গার্ডেন্স নিয়ে বড় মন্তব্য করলেন কেকেআর অধিনায়ক। যা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।

কলকাতা: চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ডু অর ডাই ম্যাচে ৬ উইকেটে জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। এই জয়ের ফলে প্লে ওঠার ক্ষীণ আশা এখনও টিকে রয়েছে। নিজেদের জয়ের পাশাপাশি নাইটদের তাকিয়ে থাকতে হবে অন্য দলের ফলাফলের দিকেও। সিএসকের বিরুদ্ধে ম্যাচে ৫৭ রানের অধিনায়কোচিত ইনিংস খেলেন নীতি রানা। সিএসকের বিরুদ্ধে ১১ বছর পর চিপকে জয়ের পর ইডেন গার্ডেন্স নিয়ে বড় মন্তব্য করলেন কেকেআর অধিনায়ক। যা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।
চেন্নাই ম্যাচ জয়ের পর নিজেদের হোম গ্রাউন্ডে খেলার সুবিধা কেকেআর পাচ্ছে না বলে বিস্ফোরক দাবি করেন কেকেকআর অধিনায়ক নীতিশ রানা। যদি পরিসংখ্যান দেখা যায় আইপিএল ২০২৩-এ এখনও পর্যন্ত ইডেনে ৬টি ম্যাচ খেলেছে কেকেআর। সেখানে মাত্র ২টি ম্যাচ জিতেছে নাইটরা। হারের মুখ দেখতে হয়েছে ৪টি ম্যাচে। নীতিশ রানা বলেন,’একমাত্র কেকেআর ছাড়া বাকি সব দলই ঘরের মাঠে খেলার সুবিধা পায় বলে আমার মনে হয়। ইডেনে ব্যাটিং উইকেটে খেলা হলে দুশোর উপর রান হয়। আর মন্থর পিচে রান ওঠে একেবারে কম। ফলে হোম টিমের ব্যাটারদেরই পিচের সঙ্গে মানিয়ে নিতে হয়। বাকি দলগুলির ক্ষেত্রে কিন্তু তা হয় না।’
advertisement
নীতিশের এই মন্তব্যের পরই প্রশ্ন উঠতে শুরু করেছে সত্যিই কি ঘরের মাঠের সুবিধা পায় না কেকেআর। আর মরসুমের একেবারে শেষ লগ্নে এসে এই অভিযোগ তোলার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। যদি নীতিশের এই মন্তব্য নিয়ে সিএবির তরফ থেকেস এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আগামি ২০ তারিখ ইডেন গার্ডেন্সেই লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচ খেলবে কেকেআর।
advertisement
advertisement
প্রসঙ্গত, কেকেআরের বিরুদ্ধে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন এমএস ধোনি। কেকেআরের অনবদ্য বোলিং পারফরম্যান্সে ঘরের মাঠে খুব বেশি রান করতে পারেনি সিএসকে। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৪ রান করে চেন্নাই। রানা তাড়া করতে নেমে কেকেআরের শুরুটা ভালো না হলেও মিডল অর্ডারে নীতিশ রানা ও রিঙ্কু সিং অনবদ্য ব্যাটিং করেন। দুজনেই অর্ধশকতরান করেন। ৯৯ রানের পার্টনারশিপ করেন দুজনে। ৯ বল বাকি থাকতে ৬ উইকেটে ম্যাচ জেতে কলকাতা নাইট রাইডার্স।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
বিস্ফোরক অভিযোগ নীতিশ রানার, এবার ইডেনকে কাঠগড়ায় তুললেন কেকেআর অধিনায়ক
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement