IPL Playoffs: চেন্নাইকে হারিয়ে প্লে-অফের দৌড়ে কেকেআর, কোন দলকে হারতে হবে, কাকে জিততে হবে, রইল হিসেব
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IPL Playoffs: চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৬ উইকেটে জয়ের পর কিছুটা অক্সিজেন পেয়েছে কলকাতা নাইটরাইডার্স। এই জয়ের ফলে এখনও নাইটদেরব প্লে অফে ওঠার আশা কিছুটা হলেও টিকে থাকল। কীভাবে প্লে অফে যাবে কেকআর? রইল তার অঙ্ক।
কলকাতা: চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৬ উইকেটে জয়ের পর কিছুটা অক্সিজেন পেয়েছে কলকাতা নাইটরাইডার্স। অধিনায়ক নীতিশ রানা ও ইন ফর্ম রিঙ্কু সিংয়ের অর্ধশতরানের ইনিংসে চিপকে চেন্নাইকে হারায় কেকেআর। এই জয়ের ফলে এখনও নাইটদেরব প্লে অফে ওঠার আশা কিছুটা হলেও টিকে থাকল। কেকেআরকে শেষ চার জিতে গেলে ঘরের মাঠে লখনউকে হারানোর পাশাপাশি তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচগুলির ফলাফলের দিকে। কোন অঙ্কে এখনও প্লে অফে যেতে পারে কেকেআর রইল তার অঙ্ক ও সমীকরণ।
বর্তমানে লিগ টেবিলের যা অবস্থা তাতে কেকেআর চতুর্থ দল হিসেবে যেতে পারে প্লে অফে। কলকাতা নাইট রাইডার্সকে প্লে অফের আশা জিইয়ে রাখতে গেলে গুজরাতকে নিজেদের শেষ দুটি ম্যাচে হায়দরাবাদ ও ব্যাঙ্গালোরকে হারাতে হবে। চেন্নাইয়ের শেষ ম্যাচ বাকি দিল্লির সঙ্গে। সেই ম্যাচে যেই জিতুক কলকাতার তাতে কিছু যায় আসে না। মুম্বইয়ের ম্যাচ বাকি ২ ও পয়েন্ট ১৪। একটি ম্যাচ লখনউয়ের বিরুদ্ধে ও অপরটি হায়দরাবাদ। এক্ষেত্রে দুটি ম্যাচই মু্ম্বই জিতলে লাভ কেকেআরের। মুম্বইয়ের বিরুদ্ধে লখনউ হারলে ১৩ পয়েন্টে আটকে থাকবে তারা। শেষ ম্যাচ কেকেরের বিরুদ্ধে সেখানে কলকাতা জিতলে প্লে অফের সম্ভাবনা আরও উজ্জ্বল হবে।
advertisement
All eyes 👀 on the 𝙋𝙤𝙞𝙣𝙩𝙨 𝙏𝙖𝙗𝙡𝙚!
At the end of Match 6️⃣1️⃣ of #TATAIPL 2023, here’s how the Points Table stands! 🙌
Which position is your favourite team on currently? 🤔 pic.twitter.com/WWqob5cAA1
— IndianPremierLeague (@IPL) May 14, 2023
advertisement
এরপর যদি আমরা দেখি আরসিবির দিকে। সেখানে ব্যাঙ্গালোরের বর্তমান পয়েন্ট ১২। ম্যাচ বাকি রয়েছে গুজরাত ও হায়দরাবাদের বিরুদ্ধে। দুটি ম্যাচই যদি আরসিবির হারে তাহলে কেকেআরের সুবিধা। রাজস্থান রয়্যালসের পয়েন্ট ১৩ ম্যাচে ১২। শেষ ম্যাচ পঞ্জাবের বিরুদ্ধে যেন হেরে যায় রাজস্থান। কারণ রাজস্থান ১৪ পয়েন্টে পৌছলে তাদের রানরেট অনেক ভালো। সেখাবে পঞ্জাব ১৪ পৌছলেও রানরেট কেকআর থেকে বেশি হলেও খুব নয়। তবে পঞ্জাবকে আরেকটা ম্যাচ দিল্লির বিরুদ্ধে হারতে হবে। তাহলেই ১৪-তে আটকে থাকবে ধওয়ানরা।
advertisement
এছাড়া হায়দরাবাদের বর্তমান পয়েন্ট ৮, ম্যাচ বাকি ৩। গুজরাতের বিরুদ্ধে সানরাইজার্সকে হারতে হবে ও আরসিবিকে হারাতে হবে। আর একটি ম্যাচ মুম্বইয়ের বিরুদ্ধে হায়দরাবাদ হারুক-জিতুক তাতে কিছু যায় আসে না কেকেআরের। শেষে যদি আসি দিল্লির কথায় তাহলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দলের দিকেও তাকিয়ে থাকতে হবে কেকেআরকে। পঞ্জাবকে দিল্লির হারাতেই হবে। তা না হলে পঞ্জাব ১৬-তে পৌছে যাবে। আর দিল্লির আরেকটি ম্যাচে সিএসকের বিরুদ্ধে সেটির রেজাল্ট যাই হোক তাতে কেকেআরের কোনও লাভ-লোকসান নেই। তবে কেকেআরের সঙ্গে আরও দলের পয়েন্ট ১৪ হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে লখনউকে বড় ব্যবধানে হারাতে হবে কলকাতাকে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 15, 2023 9:09 AM IST