Jio Cinema: সব রেকর্ড ভেঙে দিল জিও সিনেমা, সিএসকে বনাম রাজস্থান ম্যাচে দেখল ২.২ কোটি দর্শক

Last Updated:

Jio Cinema: এবার আইপিএল জিও সিনেমায় সম্পূর্ণ বিনামূল্যে আইপিএল দেখানো হচ্ছে। ইতিমধ্যেই দর্শক সংখ্যার নিরিখে একাধিক রেকর্ড গড়েছে জিও সিনেমা। এবার চেন্নাই সুপার কিংস বনাম রাজস্থান রয়্যালস ম্যাচে শেষ ওভারে তৈরি হল নজির।

কলকাতা: এবার আইপিএল জিও সিনেমায় সম্পূর্ণ বিনামূল্যে আইপিএল দেখানো হচ্ছে। ইতিমধ্যেই দর্শক সংখ্যার নিরিখে একাধিক রেকর্ড গড়েছে জিও সিনেমা। এবার চেন্নাই সুপার কিংস বনাম রাজস্থান রয়্যালস ম্যাচে শেষ ওভারে তৈরি হল নজির। জিও সিনেমা চেন্নাই সুপার কিংস বনাম রাজস্থান রয়্যালস ম্যাচে সর্বকালের সর্বোচ্চ দর্শকসংখ্যা পেয়েছে। ধোনি যখন লাস্ট ওভার থ্রিলারে রাজস্থানের বিরুদ্ধে ব্যাট করছে তখন দর্শক সংখ্যা ২.২ কোটি। অর্থাৎ ২০ মিলিয়নের বেশি দর্শক দেখেছে এই ম্যাচ। এই ম্যাচের দর্শক সংখ্যা আগের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে।
এবার আইপিএলে বারবার দেখা গিয়েছে পুরনো এম এস ধোনির ঝলক। বুধবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে সেই চেনা ফিনিশার ধোনিরও দেখাও মেলে। একেবারে খাদের কিনারা থেকে ঠান্ডা মাথায় দলকে টেনে নিয়ে গিয়ে চেন্না সুপার কিংসকে পৌছে দিয়েছিলেন জয়ের দোরগোরায়। কিন্তু শেষটা করতে পারেননি ধোনি। শেষ বলে ম্যাচে জেতার জন্য সিএসকের দরকার ছিল ৫ রান। কিন্তু সন্দীপ শর্মার কাঁটার মত ইয়র্কারে ১ রানই করতে পারেন ধোনি। তবে শেষ ওভারে ধোনি কী করেন তা দেখার ক্ষেত্রে তৈরি হল নয়া নজির।
advertisement
প্রসঙ্গত, ম্যাচে প্রথমে ব্যাট করে ১৭৫ রান করে রাজস্থান রয়্যালস। রাজস্থানের হয়ে সর্বোচ্চ ৫২ রান করেন জস বাটলার। এছাড়া ৩৮ রান করেন দেবদূত পাড়িকল। ৩০ করে রান করেন রবিচন্দ্রন অশ্বিন ও শিমরন হেটমেয়ার। রান তাড়া করতে নেমে শুরুটা ভালো করলেও একটা সময় গিয়ে পরপর উইকেট হারাতে শুরু করে সিএসকে। ১১৩ রানে ৬ উইকেট পড়ে যায়। সেখান থেকে দলকে টানেন ধোনি ও জাদেজা। শেষ ওভারে জেতার জন্য দরকার ছিল ২১ রান।
advertisement
advertisement
টান টান লাস্ট ওভারে বলে আসেন সন্দীপ শর্মা। ধোনি দলকে একেবাপে জয়ের দোরগোরায় নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। ১৭২ রানে থামে সিএসকে। চেন্নাইয়ের ডেভন কনওয়ে ৫০, ধোনি ৩১, রাহানে ৩১ ও জাদেজা ২৫ রান করেন। ধোনি ম্যাচ ফিনিশ না করতে পারার আফশোস থাকলেও জিও সিনেমায় দর্শক সংখ্যার নিরিখে যে রেকর্ড গড় সিএসকে বনাম রাজস্থান ম্যাচ তা অবিশ্বাস্য।
বাংলা খবর/ খবর/খেলা/
Jio Cinema: সব রেকর্ড ভেঙে দিল জিও সিনেমা, সিএসকে বনাম রাজস্থান ম্যাচে দেখল ২.২ কোটি দর্শক
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement