IPL 2023 Final, CSK vs GT: সোমবারও বৃষ্টি নামল আইপিএল ফাইনালে, দ্বিতীয় ইনিংসের ৩ বল খেলার পরই বন্ধ ম্যাচ

Last Updated:

IPL 2023 Final, CSK vs GT: রবিবারের পর আইপিএল ফাইনালে সোমবারও বৃষ্টি। ম্যাচের প্রথমার্ধের খেলা নির্বিঘ্নে হলেও, দ্বিতীয়ার্ধের শুরুতেই বৃষ্টি নামে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।

আহমেদাবাদ: রবিবারের পর আইপিএল ফাইনালে সোমবারও বৃষ্টি। ম্যাচের প্রথমার্ধের খেলা নির্বিঘ্নে হলেও, দ্বিতীয়ার্ধের শুরুতেই বৃষ্টি নামে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী বৃষ্টির পূর্বাভাস সোমবারও ছিল। তবে তা রবিরারে তুলনায় কম। হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূ্বাভাস ছিল। গুজরাত টাইটান্সের দেওয়া ২১৫ রানের টার্গেট তাড়া করতে নেমে মাত্র ৩ বল খেলে সিএসকে। তারপরই বৃষ্টি নামে আহমেদাবাদে। বন্ধ হয়ে যায় খেলা। মাঠ ঢেকে দেওয়া হয়। বৃষ্টি কমার পর মাঠ দেখে পরবর্তী সিদ্ধান্ত নেবে আম্পায়াররা।
প্রসঙ্গত, আইপিএলের ফাইনালের রিজার্ভ ডে-র পূর্বাভাস অনুযায়ী স্থানীয় হাওয়া অফিসের তথ্য বলছে সে অর্থে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশে মেঘ থাকলেও, দিনে ৬ শতাংশ বৃষ্টির সম্ভাবনা থাকবে। সোমবার ম্যাচ চলার সময়ে রাত সাড়ে দশটা পর্যন্ত ৭ শতাংশ মতো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ততক্ষণে ম্যাচের বেশির ভাগ খেলাই হয়ে যাবে। সাড়ে দশটার পর থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। হালকা বজ্রপাত সহ ঝড়ের সম্ভাবনার পূর্বাভাস রয়েছে। বৃষ্টির সম্ভাবনা বেড়ে হবে ১১ থেকে ২০ শতাংশ।
advertisement
advertisement
আইপিএল ফাইনালে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত সিএসকে অধিনায়ক নেন এম এস ধোনি। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ২১৪ রানের বিশাল স্কোর করে গুজরাত টাইটান্স। হার্দিক পান্ডিয়া দলের হয়ে ৯৬ রানের সর্বোচ্চ ইনিংস খেলেন সাই সুদর্শন। ৮টি চার ও ৬টি ছয়ে সাজানো তাঁর ইনিংস। এছাডা ৫৪ রানের দুরন্ত ইনিংস খেলেন বাংলার ছেলে ঋদ্ধিমান সাহা। ৩৯ করেন শুভমান গিল ও ২১ করেন গুজরাত অধিনায়ক।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2023 Final, CSK vs GT: সোমবারও বৃষ্টি নামল আইপিএল ফাইনালে, দ্বিতীয় ইনিংসের ৩ বল খেলার পরই বন্ধ ম্যাচ
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement