রাতের দিল্লিতে কেকেআর অধিনায়কের স্ত্রীকে হেনস্থা ২ যুবকের, অবশেষে পদক্ষেপ করল পুলিস

Last Updated:

দিল্লির রাতের রাস্তায় দুই যুবকের হেনস্থার শিকার হন কলকাতা নাইট রাইডার্স অধিনায়কের স্ত্রী। প্রাথমিকভাবে দিল্লি পুলিসের প্রতিক্রিয়াও হতাশ করেছিল সাঁচি মারওয়াহাকে। তবে অবশেষে নড়েচড়ে বসে দিল্লি পুলিস। ঘটনায় অভিযুক্ত দুজনকে গ্রেফতার করা হয়েছে।

দিল্লি: একদিকে আইপিএলে নিজের দলের পারফরম্যান্স নিয়ে চিন্তায় কেকেআর অধিনায়ক নীতিশ রানা। প্রতিযোগিতায় বাকি চারটি ম্যাচই ডু অর ডাই কেকেআরের কাছে। এই পরিস্থিতিতে নীতিশ রানার চিন্তা আরও বাড়ল তাঁর স্ত্রীকে নিয়ে। কারণ দিল্লির রাতের রাস্তায় দুই যুবকের হেনস্থার শিকার হন কলকাতা নাইট রাইডার্স অধিনায়কের স্ত্রী। প্রাথমিকভাবে দিল্লি পুলিসের প্রতিক্রিয়াও হতাশ করেছিল সাঁচি মারওয়াহাকে। তবে অবশেষে নড়েচড়ে বসে দিল্লি পুলিস। ঘটনায় অভিযুক্ত দুজনকে গ্রেফতার করা হয়েছে।
সাঁচি মারওয়াহা নিজের ইনস্টগ্রাম স্টোরিতে জানান তাঁর সঙ্গে ঠিক কী ঘটেছিল। তিনি ইনস্টা স্টোরিতে লেখেন, অফিসের কাজ শেষ করে সাচি যখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন, তখন দুটি ছেলে তাঁকে অনুসরণ করতে শুরু করে। সেই সময় তারা সাচির চলন্ত গাড়িতেও ধাক্কা দেয়। দুই যুবক তাকে লাগাতার তাড়া করে বলেও অভিযোগ করেন। গাড়িতে থাকায় খুব বড় বিপদ ঘটেনি। কোনও ক্রমে বিপদ থেকে বেঁচে বাড়ি ফেরেন সাঁচি মারওয়াহা। ইনস্টা স্টোরিতে ওই দুই বাইক আরোহীর ছবিও শেয়ার করেন সাঁচি।
advertisement
advertisement
বাড়ি ফিরে দিল্লি পুলিসকে গোটা ঘটনা জানান সাঁচি। কিন্তু দিল্লি পুলিসের উত্তর ভূমিকায় হতাশ হন তারকা ক্রিকেটারের স্ত্রী। সাঁচি লিখেছেন, ‘আমি যখন দিল্লি পুলিশকে এই বিষয়ে তথ্য দিলাম, তখন তাদের পক্ষ থেকে আমাকে বলা হল, আপনি যখন নিরাপদে বাড়িতে পৌঁছে গিয়েছেন, তখন এই নিয়ে আর মাথা ঘামানোর প্রয়োডন নেই। পরের বার এই ধরনের দুর্ঘটনা ঘটলে কোথায় ফোন করবেন, সেই নম্বর লিখে রাখুন।’
advertisement
এরপর গোটা ঘটনা সোশ্যাল মিডিয়ায় চাউর হওয়ার পর সমালোচনার ঝড় ওঠে। আরও একবার রাতের দিল্লির মহিলা নিরাপত্তা নিয়ে ওঠে প্রশ্ন। তারপরই নড়েচড়ে বসে দিল্লি পুলিস। খোঁজ শুরু হয় দুই অভিযুক্তের। সাঁচি নিজে ছবি শেয়ার করায় চিনতে খুব একটা সমস্যা হয়নি। বেশি সময় নষ্ট না করে দ্রুত অভিযুক্তদের খুঁজে বার করে গ্রেফতার করে দিল্লি পুলিস। অভিযুক্তদের কঠোর শাস্তিকর দাবি উঠেছে নেট দুনিয়ায়।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
রাতের দিল্লিতে কেকেআর অধিনায়কের স্ত্রীকে হেনস্থা ২ যুবকের, অবশেষে পদক্ষেপ করল পুলিস
Next Article
advertisement
Salt Lake Jeweller Murder Update: গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন!
গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও!
  • স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডে আরও বিপাকে রাজগঞ্জের বিডিও৷

  • ধৃত বিডিও-র গাড়ির চালক এবং বন্ধু৷

  • গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement