CSK vs RCB: কনওয়ে-দুবে-রাহানেদের বিধ্বংসী ব্যাটিং, আরসিবিকে ২২৭ রানের টার্গেট দিল সিএসকে
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
CSK vs RCB: আরসিবির বিরুদ্ধে ডেভন কনওয়ে, অজিঙ্কে রাহানে, শিবম দুবেদের দাপুটে ব্যাটিংয়ে পাহার প্রমাণ স্কোর করল চেন্নাই সুপার কিংস। ২০ ওভারে ৬ উইকেটে ২২৬ করে সিএসকে। যা এই আইপিএলে এখনও পর্যন্ত দ্বিতীয় সর্বাধিক স্কোর।
বেঙ্গালুরু: ঘরের মাঠে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল আরসিবি। কিন্তু 'চেন্নাই এক্সপ্রেসের' ব্যাটারদের ঝড়ের সামনে খড়কুটোর মত উড়ে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বোলিং লাইন। ডেভন কনওয়ে, অজিঙ্কে রাহানে, শিবম দুবেদের দাপুটে ব্যাটিংয়ে পাহার প্রমাণ স্কোর করল চেন্নাই সুপার কিংস। ২০ ওভারে ৬ উইকেটে ২২৬ করে সিএসকে। যা এই আইপিএলে এখনও পর্যন্ত দ্বিতীয় সর্বাধিক স্কোর। একইসঙ্গে আইপিএলে সিএসকে বনাম আরসিবির দ্বৈরথের ইতিহাসে সর্বাধিক স্কোর। চেন্নাইয়ের হয়ে সর্বোচ্চ ৮৩ রান করেন ডেভন কনওয়ে। এছাড়া ৫২ রান করে শিবম দুবে। আরসিবির সব বোলাররা একটি করে উইকেট নেন।
টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি সিএসকের। মাত্র ৩ রান করে সাজঘরে ফেরত যান ইনফর্ম রুতুরাজ গায়কোয়াড। ১৬ রানে পড়ে প্রথম উইকেট কিন্তু তারপর থেকে পুরো ২০ ওভার জুড়ে চেন্নাই সুপার কিংস ব্যাটারদের দাপট। ডেভন কনওয়ে ও অজিঙ্কে রাহানে একটু সেট হয়ে দুজনেই মারকাটিরি ব্যাটিং শুরু করেন। পাওয়ার প্লের মধ্যেই দলের ৫০ রান পার করে ফেলে সিএসকে। নিজেদের অর্ধশতরানের পার্টনারশিপও পূরণ করেন রাহানে-কনওয়ে জুটি। বেশ কিছু দৃষ্টি নন্দন শট খেলেন দুই তারকা ব্যাটার। ৯০ রানে দ্বিতীয় উইকেট পড়ে সিএসকের। ২০ বলে ৩৭ করে আউট হন রাহানে।
advertisement
এরপর ডেভন কনওয়েকে সঙ্গ দেন শিবম দুবে। কনওয়ে তো আক্রমণাত্মক মেজাজে ছিলেনই, শুরু থেকেই ঝড়ো ব্যাটিং করেন দুবে। আরসিবি বোলারদের নিয়ে রীতিমত ছেলে খেলা করেন সিএসকের দুই ব্যাটার। চারের থেকে বেশি ছক্কা মারেন তারা। নিজের অর্ধশতরানও পূরণ করেন কনওয়ে। অবশেষে ৮০ রানের পার্টনারশিপ করে ভাঙে জুটি। দলের ১৭০ রাবের মাথায় ব্যক্তিগত ৪৫ বলে ৮৩ রান করে আউট হন কনওয়ে। এরপর নিজের অর্ধশতরান পূরণ করেন শিবম দুবেও। কিন্তু ব্যক্তিগত ৫২ রানে আউট হন তিনি। ১৭৮ রানে চতুর্থ উইকেট পড়ে সিএসকের।
advertisement
advertisement
উইকেট পড়লেও রানের গতিবেগ কমেনি সিএসকের মইন আলি ও অম্বাতি রায়ডুও আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করেন। ৬ বলে ১৪ রান করে আউট হন অম্বাতি রায়ডু। ১৮ ওভারে ২০০ রান পূরণ করে ফেলে সিএসকে। এরপর মইন আলি ও রবীন্দ্র জাদেজা ২৬ রান জুটিতে যোগ করেন। ১০ রান করে আউট হন জাদেজা। ধোনি নেমে ১ বলে ১ রান ও মইন আলি ৮ বলে ১৮ রান করে অপরাজিত থাকেন। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২২৬ রান করে সিএসকে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 17, 2023 9:29 PM IST