IPL 2023: আইপিএলের টিকিটের জন্য ধুন্ধুমার আহমেদাবাদে, পরিস্থিতি সামাল দিতে নাজেহাল পুলিস

Last Updated:

IPL 2023: আইপিএলের শেষ দুটি ম্যাচ ঘিরে চড়ছে উন্মাদনার পারদ। সঙ্গে আকাশ ছোয়া টিকিটের চাহিদা। টিকিটে জন্য শুক্রবার সকালে আহমেদাবাদে স্টেডিয়ামের বাইরে তৈরি হল ধন্ধুমার পরিস্থিতি।

আহমেদাবাদ: একেবারে শেষ লগ্নে চলে এসেছে আইপিএল ২০২৩। বাকি আর মাত্র দুটি ম্যাচ। শুক্রবার প্রতিযোগিতার দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স ও গুজরাত টাইটান্স। আর রবিবার মেগা ফাইনালে কে তাদের প্রতিপক্ষ হবে সেই অপেক্ষায় এমএস ধোনির চেন্নাই সুপার কিংস। আইপিএলের শেষ দুটি ম্যাচ ঘিরে চড়ছে উন্মাদনার পারদ। সঙ্গে আকাশ ছোয়া টিকিটের চাহিদা। টিকিটে জন্য শুক্রবার সকালে আহমেদাবাদে স্টেডিয়ামের বাইরে তৈরি হল ধন্ধুমার পরিস্থিতি।
কোয়ালিফায়ার ট্যু ও ফাইনালের জন্য অনলাইনে যা টিকিট ছিল তা শেষ হয়ে গিয়েছে। ফলে একটি অফলাইন টিকিটের জন্য নরেন্দ্র মোদি স্টেডিয়ামের বাইরে জড়ো হয় হাজারে হাজারে ক্রিকেট প্রেমিরা। টিকিটের হাহাকার অবস্থা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিস থাকলেও মানুষের চাপ সামলাতে রীতিমত হিমসিম খেতে হয় পুলিস আধিকারিকদের। শুক্রবার সকালে পরিস্থিতি এমন জায়গায় চলে যায় যে হুড়োহুড়ি পড়ে যায়। ভিড়ের চাপে কেউ পড়ে যাচ্ছেন, তাঁকেই মাড়িয়ে চলে যাচ্ছে। একজন অন্যজনের গায়ের উপর চেপে পড়ছেন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।
advertisement
advertisement
advertisement
পরিস্থিতি এমন জায়গায় পৌছায় যে বড় কোনও দুর্ঘটনা ঘটলেও ঘটতে পারত। সকলেরই দাবি টিকিট। বিশেষ করে মেগা ফাইনালের টিকিটের জন্য বেশি দাম দিতেও রাজি। শুক্রবার সকালে যে পরিস্থিতি তৈরি হয় তা সামলাতে রীতিমত হিমসিম খেতে হয় পুলিসকে। কোনও মতে পরিস্থিতি সামাল দেওয়া হয়। শনিবার যাতে একই পরিস্থিতি তৈরি না হয়, সুশৃঙ্খলভাবে হয় তার জন্য পুলিসের সংখ্যা বাড়ানো হতে পারে।
বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2023: আইপিএলের টিকিটের জন্য ধুন্ধুমার আহমেদাবাদে, পরিস্থিতি সামাল দিতে নাজেহাল পুলিস
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement